ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • শুন লো স্বজনি কিছুই না জানি
    শুন লো স্বজনি, কিছুই না জানি, কি বুধি করিব আমি। তরিতে নারিব,দৈবে মরিব, নিশ্চয় জানিহ তুমি।। শয়নে স্বপনে, শ্যাম বঁধুর সনে, সুখে গিয়াছিনু নিদ। পাঁজর কাটি শ্যাম বঁধুরে কেবা, দিয়া নিল সিঁদ।। শয়নে স্বপনে, ঘরেতে পিরীতি, করিনু শ্যামের সনে। সেই হইতে মোর, চিত বেয়াকুল, কিছুই না লয় মনে।। তোমারে কহিনু সখি, পিরীতির এই রীতি, সদাই […] keyboard_arrow_right
  • শুন শুন সখী সজনী রাই
    শুন শুন সখী সজনী রাই, বল ধনী কমলিনী প্রাণ বন্ধুয়া কুঞ্জে নাই। সখী গো বন্ধু বিনে না লয় মনে ধুড়িয়া না বন্ধু পাই। উচাটন হইল মন চিত্তে ধৈর্য মানে নাই । সখী গো প্রেমে মন অনুক্ষণ জ্বলিয়া হইল ছাই। আন বন্ধু গুণসিন্ধু রূপ দয়াল প্রেম গোসাই। সখী গো জ্বলে জ্বলে প্রেমানলে জ্বলনে বেড়াই। দেখি রঙ্গে […] keyboard_arrow_right
  • শুন সখি এ আর কেমন
    শুন সখি এ আর কেমন। স্বপনে দেখিনু আমি নন্দের নন্দন।। স্বপনে দেখিনু কালা কহিতে বাসি লাজ। পুনঃপুন আলিঙ্গন মাগে ব্রজরাজ।। চুড়ার টালনি বামে মুখে মন্দ হাসি। সেই হৈতে আকুল প্রাণ শুনি তাঁর বাঁশী।। ত্রিভঙ্গ অঙ্গের ঠাম গলে বনমালা। দ্বিজ বলরাম কহে বিরহের জ্বালা।। keyboard_arrow_right
  • শুন সজনী প্রাণধনী বন্ধু আনি
    শুন সজনী প্রাণধনী বন্ধু আনি রাখ প্রাণ আমার বন্ধুয়া কোন স্থান। সখীগো যাওধনী কমলিনী, মথুরায় স্থান। আনপ্রিয়া ফাটেহিয়া উন্মাদিনী হৈল প্রাণ। সখীগো বন্ধু বিনে অদর্শনে গেল কুলমান। কুলমান নিলপ্রাণ হারাইলাম বুদ্ধিজ্ঞান। সখীগো মনোহরা প্রাণচুরা খেলে সর্বস্থান। নাপাই দিশা মন ভরসা অসবেনি শ্যামকুঞ্জস্থান। সখী গো প্রাণিচুরা নাহি মিলে তাহার নিশান। ভ্রমনায়ে ঘুরেফিরে কোনস্থানে নাই তারস্থান। সখীগে […] keyboard_arrow_right
  • শুন অনুরাগিণি কি তোহে কহিব বাণী
    শুন অনুরাগিণি কি তোহে কহিব বাণী সদাই ভাবহ কালা কানু। নিরবধি আঁখি ঝরে পুলকে শরীর ভরে দিনে দিনে ক্ষীণ কর তনু ।। যদি তুহুঁ শুন মোর কথা। সে কালা কানুর প্রেমে সদা হবে সাবধানে তবে সে ঘুচিবে সব বেথা।।ধ্রু।। এবে তুহুঁ কুলবতী তাহে দুরজন পতি জানিলে পড়িবে পরমাদ। এ পাড়াপড়সী যত বিপক্ষ আছয়ে কত জগতে […] keyboard_arrow_right
  • শুন গো তাহার কাজ কহিতে বাসিয়ে লাজ
    শুন গো তাহার কাজ কহিতে বাসিয়ে লাজ দেখা হৈল কদম্বের তলে। বিবিধ ফুলের মালা যতনে গাঁথিয়া কালা পরাইতে চায় মোর গলে।। আমি মরি ঐ দুখে ভয় নাহি তার বুকে সাত পাঁচ সখী ছিল সাথে। চাতুরী করিয়া সার বসনে করিলাম আড় ডর হৈল পাছে কেহ দেখে।। না জানে আপন পর সকল বাসয়ে ঘর কারো পানে ফিরিয়া […] keyboard_arrow_right
  • শুন গো মরম সই
    শুন গো মরম সই মোর মনের দুখ। শ্যামবন্ধু না দেখিয়া বিদরিছে বুক।। হাস্যা হাস্যা আস্যা কভু দাঁড়াইত নাছে। সেই অভি- লাষে ওগো থাক্‌তাম গৃহ মাঝে।। যে দিন হৈতে বেণু নিলে ননদ বিড়ালী। সেই দিন হৈতে নন্দের পোয়ে আইসে নাকো বাড়ী।। পাশ পড়শীর বাড়ী আইসে অম্‌নি অম্‌নি যায়। পথে ঘাটে দেখা হৈলে ফিরিয়া না চায়।। লোচন […] keyboard_arrow_right
  • শুন গো মরম সখি কালিয়া কমল আঁখি
    শুন গো মরম সখি কালিয়া কমল আঁখি কিবা কৈল কিছুই না জানি। কেমন করয়ে মন সব লাগে উচাটন প্রেম করি খোয়ালুঁ পরাণি।। শুনিয়া দেখিলুঁ কালা দেখিয়া হইলুঁ ভোলা নিবাইতে নাহি পাই পানী। অগুরু চন্দন আনি দেহেতে লেপিনু ছানি না নিবায় হিয়ার আগুনি।। বসিয়া থাকিয়ে যবে আসিয়া উঠায় তবে লইয়া যায় যমুনার তীর। কি কহিতে কি […] keyboard_arrow_right
  • শুন গো সখি ললিতে মন মজিল তোর পিরিতে
    শুন গো সখি ললিতে মন মজিল তোর পিরিতে। ধু তোমার সনে ফুল বাগানে যাব আমি প্রেম খেলিতে। তুমি আমার অন্তর্যামী, প্রেম খেলিব তুমি আমি। কটাক্ষেতে পার তুমি মুনির মন ভুলাইতে । রূপের ঝলক দেখাইয়া, প্রাণি নিলায় ভুলাইয়া কুলমানের ভয় ছাড়িয়া করবো খেলা তোমার সাথে। ছাবাল আকবর আলী বলে, পিরিতে পাগল করিলে। তোমার আমার মিলন হব […] keyboard_arrow_right
  • শুন প্রাণ নাথ
    শুন প্রাণ নাথ! নিবেদন পদ্মপদে বিরহ সম্বাদ। ধু তুমি ত চিকণ কালা, গলে নানা ফুল মালা, যার নাম নিলাজ কানাই। ভুমি আমি এক জাতি, জন্ম ভিন্ন হৈনু জ্ঞাতি, সে নিমিত্তে তোরে বুলি ভাই।। যার হাতে হেন বাঁশী, সে মুখে সতত হাসি, নাম শ্রীবৃন্দাবন শ্যাম। যদি কৃপাকর বন্ধে, লেখিয়া কমল পদে, রাখ বিরহিণী রাধা নাম।। হীন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ