ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • শুন শুন গুণবতী রসময়ি রাধা
    শুন শুন গুণবতী রসময়ি রাধা। কৈছে তেজলি গৃহ বহুবিধ বাধা।। গগনে সঘনে ঘন গরজন জারি। কুলিশ পতন ভেল মরম বিদরি।। দশ দিশ দামিনী দহন তরঙ্গ। ন চলহি কোই উঠ কাঁপই অঙ্গ।। তিমির ছাপই রহু কতহু ভুজঙ্গ। কৈছে বাঢ়াওলি পদ আওলি কুঞ্জ।। পঙ্কহি বাট ভেল কণ্টক মেলি। কোমল চরণ বহি আয়লি চলি।। কত দুখ পায়লি নাহি […] keyboard_arrow_right
  • শুন শুন ধনি রমণীর মণি
    শুন শুন ধনি, রমণীর মণি, না কর এতহু রোষ। নিদে অচেতন, দেখেছ স্বপন, নহে ত কানুক দোষ।। সবহু সঙ্গিনী, আছিনু ততহু, কৈছন সেই নাহ। তোমার এমন, না বুঝি কারণ, কাননে কাতব সেহ।। শয়ন তেজিয়া, বিবহে ভেজায়ে, চলি আইলে পুরজনে। তোমার এসব, দেখিয়া তাহার, চমক লাগয়ে মনে।। আকাশ ভাঙ্গিল, আশা না পূরল, সকলি হইল বৃথা। হিয়ার […] keyboard_arrow_right
  • শুন শুন নাগর সব গুণ আগর
    শুন শুন নাগর সব গুণ আগর তুহুঁ বর চতুর সুজান। একলি সঙ্কেত- নিকেতনে সো ধনি নয়ানে না হেরই আন।। তোহারি গমন-পথ পুন পুন হেরত সো অবিচল কুলবালা। রতন প্রদীপ বাসাগৃহে সাজই তুয়া লাগি গাঁথই মালা।। এত কহি সহচরি তুরিতে গমন করি কুঞ্জে ভেল উপনীত। ভণ যদুনন্দন ও নন্দ-নন্দন গমনহি উনমত-চীত।। keyboard_arrow_right
  • শুন শুন নিঠুর কানাই
    শুন শুন নিঠুর কানাই। ব্রজে যাই পেখহ রাই।। কিশলয় রচিত কুটীরে। শয়নে না বান্ধই থীরে।। সো অবলা কুলবালা। কত সহ বিরহক জ্বালা।। ঘামে ঘরমাইত দেহ। গলি গলি যায়ত সেহ।। নুনিক পুতলি তনু তায়। আতপতাপে মিলায়।। হেরি সখি হরল গেয়ান। কণ্ঠহিঁ আওত প্রাণ।। দীঘল দিবস না যায়। কান্দিয়া রজনি পোহায়।। কবহুঁ ঐছে মুরছান। যামিনি দিবস না […] keyboard_arrow_right
  • শুন শুন নিঠুর মুরারি
    শুন শুন নিঠুর মুরারি। তুয়া বিরহানলে সো অতি-কাতর তুহুঁ মধু-পুরে রহু ভোরি।।ধ্রু।। নিমিখহি যো জন লাখ-যুগ মানই তা সঞে এ হেন চরীত। মধুপুর-নাগরি গোরি হেরি ভোরলি এ তুহে নহে সমুচীত।। দিবস অবধি করি হাতে তার মাথে ধরি শপথি করলি কত তায়। সো বর-নারি বাউরি সম রোয়ই কহ তছু জিবন-উপায়।। বুঝলুঁ হাম অব তুয়া হৃদি দারুণ […] keyboard_arrow_right
  • শুন শুন নীলজ কান
    শুন শুন নীলজ কান। কা সঞে মাগিছ দান।। সবে দধি ঘৃতের পসার। কাহে করহ অবিচার।। সহজই তুহুঁ সে অধীর। ধর কুলবধুগণ চীর।। রাজভয় নাহিক তোহার। পথ মাহা এতহুঁ বেভার।। গোপ গোপালগণ সঙ্গ। অহনিশি কৌতুক রঙ্গ।। তেঞি সাহস এত ভেল। পরশহ কুলবতি চেল।। বিপরীত কর পরিহাস। কহ রাধাবল্লভ দাস।। keyboard_arrow_right
  • শুন শুন বৈষ্ণব ঠাকুর
    শুন শুন বৈষ্ণব ঠাকুর। দোষ পরিহরি কহ শ্রবণ মধুর।।ধ্রু।। বড় অভিলাষে রাধাকৃষ্ণ লীলা গীতহি সঙ্গতি করি। হয় নাহি হয় বুঝিতে না পারি সবে মাত্র আশা ধরি।। তোমার বৈষ্ণব সব শ্রোতাগণ চরণ ভরসা করি। আপন ইচ্ছায়ে আমি নাহি লেখি লেখায়ে সে গৌরহরি।। মোর অপরাধ ঠাকুর বৈষ্ণব ক্ষেমিয়া করহ পান।। শ্রীরাধাকৃষ্ণ লীলাসমুদ্র কীর্ত্তনানন্দ নাম।। তোমরা বৈষ্ণব পরম […] keyboard_arrow_right
  • শুন শুন মাধব কি কহব আন
    শুন শুন মাধব কি কহব আন । উপমা কি দেব রাধার পিরীতি সমান।। খিতি রেণু গণি যদি গগনক তারা। দুহুঁ করে শিঁচি যদি সিন্দুক বারা।। অচল চলয়ে যদি চিত্র কহে বাত। কমল ফুটয়ে যদি গিরিবর মাথ।। দাবানল শীতল হিমগিরি তাপ। বিষ ধরু শশধর সুধা ধরু সাপ।। পূরবক ভানু যদি পশ্চিমে উদিত। তভুশ বিপরীত নহে রাধার […] keyboard_arrow_right
  • শুন শুন মানিনি কি কহব তোয়
    শুন শুন মানিনি কি কহব তোয়। অনুচিত মানে গোঙায়বি রোয়।। রোই রোই মাধব সাধল তোয়। কাহে কাতর দিঠে চাহসি মোয়।। অব হাম যাইয়ে কি কহব তায়। যাচিত রতন ত্যাগ না যুয়ায়।। সো বিনু অব কোই পূরব আশ। কি কহব তোহে ঘনশ্যামর দাস।। keyboard_arrow_right
  • শুন শুন শুন গোবিন্দাই
    শুন শুন শুন গোবিন্দাই। দু-জনাতে মুরলী বাজাই।। তুমি বোল তুমি আমি এক। আজু তা বুঝিব পরতেক।। ইহ বলি মুরলী লইল। এক-রন্ধ্রে দোঁহে ফুঁক দিল।। রাই বাজায় বোলে শ্যাম শ্যাম। ও মোর গুণের প্রিয়-ধাম।। শ্যাম বাজায় বোলে রাধা রাধা। ও মোর গুণের প্রিয়া রাধা।। তাহা দেখি যত সখীগণ। ঘন করে ফুল-বরিষণ।। আনন্দে তাহার কাছে কাছে। মউরা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ