শ্যাম-রূপ দেখিয়া, আকুল হইয়া দুকুল ঠেলিলাম হাতে। ভুবন ভরিয়া, অপযশ ঘোষণা, নিছিয়া লইনু মাথে।। সজনি, কি আর লোকের ভয়। ও চাঁদ বয়ানে, নয়ান-ভুলল, আর মনে নাহি লয়।। অপযশ ঘোষণা, যাক দেশে দেশে, সে মোর চন্দন চুয়া। শ্যামের রাঙ্গা পায়, এ তনু সঁপেছি, তিল তুলসীদল দিয়া।। কি মোর সরম, ঘর ব্যবহার, তিলেক না সহে গায়। জ্ঞানদাস […]
keyboard_arrow_right