সখি, আগে আমি জানিনা দারুণ প্রেমের এতই যাতনা।। কুলমান তেজ্য করি, যার লাগি ঘুরিয়া ফিরি। ভুলক্রমে একদিনও সে দয়া ধরি চাইল না।। ঘুরিয়া ফিরি যার আশে, সে ত আমায় ভিন্ন বাসে। সরল চিত্তে বিধু মুখে মধু কথা বলেনা।। আকাশ ও পাতাল ঘুরি, শ্যামরূপ নাহি হেরি। কেবল আদম ছুরতে মিলে কিছু নিশানা।। প্রেম জ্বালা যার অন্তরে, […]
keyboard_arrow_right