ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সখাগণ সঙ্গে রঙ্গে ব্রজনন্দন
    সখাগণ সঙ্গে রঙ্গে ব্রজনন্দন ধেনু চরাওত কালিন্দিতীরে। সমবয়বেশে কেশ পরি চন্দ্রক গজবরগমনে চলই ধীরে ধীরে।। দাম শ্রীদাম মহাবল কোকিল সবহুঁ সখা সঞে বহুবিধ খেল। কর চরণে মহি ধরই ধবলি সম কোই বৎস কোই বৃষসম ভেল।। কোই কোকিলসম গরজই কুহু কুহু কোই ময়ূরসম নৃত্য রসাল। ঐছন ক্রীড়নে নিমগন সব জন দূর কানন মাহা চলু সব পাল।। […] keyboard_arrow_right
  • সখাহে সে ধনী কে কহ বটে
    সখাহে সে ধনী কে কহ বটে। গোরোচনা গোরী নবীনা কিশোরী নাহিতে দেখিনু ঘাটে।। কিবা সে দুগুলি শঙ্খ ঝলমলি সরু সরু শশিকলা। মাজিতে উদয় সুধু সুধাময় দেখিয়া হইনু ভোলা।। নাহিয়া উঠিতে নিতম্ব তটীতে পড়েছে চিকুররাশি। কালিয়া আঁধার কনক চাঁদার শরণ লইল আসি।। চলে নীল শাড়ী নিঙ্গাড়ি নিঙ্গাড়ি পরাণ সহিতে মোর। সেই হৈতে মোর হিয়া নহে স্থির […] keyboard_arrow_right
  • সখি আমার এ দুর্দশা
    সখি, আমার এ দুর্দশা, দারুণ প্রেমে হইল গো নিশা। কালা আমার কুলমান কালা গলার মালা। দিবা গেল রাত্রি হইল কার সনে খেলিমু পাশা।। ছাওয়াল শা ফকিরে কইন আমি কুল দিয়াছি যারে, মাতা পিতা ভাই বন্ধু না করিমু কেউর আশা।। keyboard_arrow_right
  • সখি ঐ শুন বাজায় কে বাঁশী কদমতলে
    সখি ঐ শুন বাজায় কে বাঁশী কদমতলে। আমার অঙ্গের বেসর দিলাম খুলি সখি গো ! দিয়া আয় তার চরণতলে।। কইও তার কইও গো সখী শ্রীরাধা তার চরণদাসী। দেখা দিবা কি প্রাণবন্ধে আসি ধূলায় ঐ তনু লোটাইলে।। নাম ধরি লাগায় সোনা ঝরে অঙ্গের গয়না। ঘরে থাকিতে পারি না, আমি নামের দেওয়ানা।। রজব বলে চাইলে দিবা কি […] keyboard_arrow_right
  • সখি হে কি কহব নাহিক ওর
    সখি হে কি কহব নাহিক ওর স্বপন কি পরতেক কহই না পারিয়ে কিয়ে অতি নিকট কি দূর।। তড়িত লতাতলে তিমির সম্ভায়ল আঁতরে সুরধুনি-ধারা। তরল তিমিরশশি সূর গরাসল চৌদিগে খসি পড়ূ তারা।। অম্বর খসল ধরাধর উলটল ধরণি ডগমগ ডোলে। খরতর বেগ সমীরণ সঞ্চরু চঞ্চরিগণ করু রোলে।। প্রলয় পয়োধিজলে জনু ঝাপল ইহ নহ যুগ অবসানে। কো বিপরীত […] keyboard_arrow_right
  • সখি হে কি পুছসি অনুভব মোয়
    সখি হে কি পুছসি অনুভব মোয়। সোই পিরীতি অনুরাগ বখানইতে তিলে তিলে নূতন হোয়।। জনম অবধি হম রূপ নিহারল নয়ন ন তিরপিত ভেল। সোই মধুর বোল শ্রবণহি শুনল শ্রুতি পথে পরশ ন গেল।। কত মধু যামিনী রভসৈ গমাওল ন বুঝল কৈসন কেল। লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখল তৈও হিয় জুড়ন ন গেল।। যত যত […] keyboard_arrow_right
  • সখি অনুমানে জানিয়ে কাজ
    সখি অনুমানে জানিয়ে কাজ। জয় জয় কিঙ্কিনি দুহুঁ নূপুর-মণি কঙ্কণ রণ-রব বাজ।।ধ্রু।। নিবিড় আলিঙ্গন ভূজে ভুজে বন্ধন প্রতি অঙ্গ জনু ভট বীর কীয়ে পরস্পর করু পরিরম্ভণ জানিয়ে সমর সুধীর।। কঙ্কণ বলয়া সঘন সম বোলত চুম্বন যুগ যুগ থোর। বুঝলুঁ মদন পরাভব পায়ল জীতল যুগল-কিশোর।। সৌরভে মাতি ভ্রমরকুল ধায়ত ছোড়ল কুসুম-বিলাস। নিজ অভিযোগ হোয়ত পুন ঐছন […] keyboard_arrow_right
  • সখি আগে আমি জানিনা
    সখি, আগে আমি জানিনা দারুণ প্রেমের এতই যাতনা।। কুলমান তেজ্য করি, যার লাগি ঘুরিয়া ফিরি। ভুলক্রমে একদিনও সে দয়া ধরি চাইল না।। ঘুরিয়া ফিরি যার আশে, সে ত আমায় ভিন্ন বাসে। সরল চিত্তে বিধু মুখে মধু কথা বলেনা।। আকাশ ও পাতাল ঘুরি, শ্যামরূপ নাহি হেরি। কেবল আদম ছুরতে মিলে কিছু নিশানা।। প্রেম জ্বালা যার অন্তরে, […] keyboard_arrow_right
  • সখি আর কি কহিতে ডর
    [সখি আর কি কহিতে ডর। যাহার লাগিয়া সব ছাড়িলাম সে কেন বাসয়ে পর। সুজন কুজন যে জন না জানে তাহারে বলিব কি। অন্তরের বেদন যে জন জানয় তাহারে পরাণ দি।। কানুর পীরিতি কহিতে শুনিতে পরাণ ফাটিয়া উঠে। শঙ্খ বণিকের করাত যেমন আসিতে যাইতে কাটে ।।] গৃহে গুরুজন স্বামী তরজন যা লাগি না দিনু কানে। এখন […] keyboard_arrow_right
  • সখি কহবি কানুর পায়
    সখি কহবি কানুর পায়। সে সুখ সায়র দৈবে শুকায়ল পিয়াসে পরাণ যায়।। সখি-ধরবি কানুর কর। আপনা বলিয়া বোল না তেজবি মাগিয়া লইবি বর।। সখি – যতেক মনের সাধ। শয়নে স্বপনে করিনু ভাবনে বিধি সে করিল বাদ।। সখি – হাম সে অবলা তায়। বিরহ আগুন দহে শতগুণ সহন নাহিক যায়।। সখি – বুঝিয়া কানুর মনে। যেমন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ