ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সবে সবতহু কহ সহলে নহিঅ
    সবে সবতহু কহ সহলে নহিঅ। জিব জঞো জতনে জোগওলে রহিঅ।। পরসি হলহ জনু পিসুনক বোল। সুপুরুস পেম জীব রহ ওল।। মঞে সপনেহু নহি সুমঞো দেও। অইসন পেম তোলি হল জনু কেও।। রহিঅ নুকওলে অপনা গেহ। খল কৌসলে টুটি জাএত সিনেহ।। বিমুখ বুঝাএ ন করিঅএ বোল। মুখ সুখে ধেঙ্গুর কাট পটোর।। keyboard_arrow_right
  • সভাই বলে রাধার পরাণ কানাই
    সভাই বলে রাধার পরাণ কানাই। তুমি রজনী বঞ্চিলে কোন্‌ ঠাই। ধু কেমনে বনালে চূড়া, শ্রবণে দুলিতেছে, মেলিতে নার দুটি আঁখি। হব না মথুরা গতি, কি কব চূড়ার ভাতি, শ্যাম অঙ্গে লাগিয়াছে সাখি। কঙ্কুম কস্তুরী আর, সুগন্ধি তাম্বুল, থুইয়াছিনু শিয়র উপরে। হা হরি হা হরি করি, জাগিয়া পোহানু নিশি, তুমি ছিলে কাহার মন্দিরে। শেখ ভিখনে ভণে […] keyboard_arrow_right
  • সভার পরাণ ধন এই নীলমণি
    সভার পরাণ ধন এই নীলমণি। তিল আধ আঁখি আড় না করিহ রাণি।। দেখিলে গোপিনীগণ উলসিত মনে। অঞ্জন বলিঞা পাছে পরয়ে নয়নে।। আর এক ভয় মোর অহনিশি আছে। চান্দ বল্যে রাহু এস্যে গরাসএ পাছে।। নবনি জিনিঞা তনু রবির উদয়ে। অবনি মিলাবে জানি প্রাণ কাঁপে ভয়ে।। দীনবন্ধু দাস বলে শুন নন্দরাণি। গলাএ গাথিঞা রাখ্য এই নীলমণি।। keyboard_arrow_right
  • সভে মিলি বৈঠল কালিন্দি-তীর
    সভে মিলি বৈঠল কালিন্দি-তীর। ঝর ঝর সবহুঁ নয়নে বহ নীর।। কাঁহা গেও নাহ দুখ-সাগরে ডারি। অবলা-মতি কৈছে তরইতে পারি।। বিরহ-বিয়াধি-বিরামক-লাগি। গাওত তছু গুণ যামিনি জাগি।। বিষ-জল ব্যাল বর্ষ ভয়ে রাখি। অব কাহে মারসি অকরূণ আঁখি।। যবহুঁ চলসি বন গোধন সাথ। নিমিখে মানিয়ে জনু যুগ-শত যাত।। অব কৈছে তুয়া বিনে ধরব পরাণ। তব বচনামৃত না করিয়া […] keyboard_arrow_right
  • সভে মেলি ঝুলন যাই হিঁডোর
    সভে মেলি ঝুলন যাই হিঁডোর। বংশী-বট তট সব সখি ভোরা। ঝূলত নন্দ-কিশোর।।ধ্রু।। সখি-গণ সঙ্গহি চলু বৃখভানু-সুতা। বায়ত মৃদঙ্গ-মন্দিরা। তাম্বুল করপুর হার মনোহর ভেটব পীতম প্যারা।। ললিতা বিশাখা সঙ্গীত গাওত হরি-গুণ-গানে সব ভোরা। সুরদাস-প্রভু তুহারি দরশকো ঢুঁড়ত নয়ন-চকোরা।। keyboard_arrow_right
  • সভে মেলি ভজ ভাই শ্রীনন্দ নন্দন
    সভে মেলি ভজ ভাই শ্রীনন্দ নন্দন। গোপ গোপীগণ হন যার প্রাণধন।। কায় মনে ভজ ভাই নন্দকুমার। গোপ গোপী সঙ্গে যার নিত্য বিহার।। সখাগণ সঙ্গে আর বৃন্দাবন ধাম। সভাকার প্রাণ ভজ কৃষ্ণ বলরাম।। পিরীতি করিয়া ভজ রাম নন্দলাল। ব্রজবালা সঙ্গে আর রঙ্গিয়া রাখাল।। একান্ত করিয়া ভজ নব ঘনশ্যাম। শ্রীদাম সুদাম সঙ্গে আর বসুদাম।। বৃষভানু নন্দিনী ভজ […] keyboard_arrow_right
  • সম-বয় বেশ-ভূষণ-ভূষিত-তনু
    সম-বয় বেশ-ভূষণ-ভূষিত-তনু সখিগণ সঙ্গহি মেলি। গজ-গতি নিন্দি গমন অতি সুন্দর কিয়ে জিত-খঞ্জন-কেলি।। দেখ রাই করল অভিসার। শিরিষ-কুসুম জিনি কোমল পদতল বিপথে পড়ত অনিবার।।ধ্রু।। যো থল-কমল পরশে অতি কোমল ঝামর ভই উপচঙ্ক। সো অব যাহাঁ তাহাঁ কঠিন ধরণি মাহা ডারত বড়ই নিশঙ্ক।। ঐছন ভাতি মিলল কুঞ্জ মাহা দূতিক যাহাঁ উপদেশ। ভণ রাধামোহন তহিঁ যো আচরণ হাম […] keyboard_arrow_right
  • সময় জানি তব কাননদেবি
    সময় জানি তব কাননদেবি। ইঙ্গিতে বনহুঁ বসন্তহিঁ সেবি।। গন্ধচূর্ণ বহু আনল তাই। সব সখিগণ দেখি লেওল ধাই।। মণিময় কতশত পিচকারি আনি সহচরীগণে কহে গদগদ বাণী।। এক এক করি সব সহচরী নেল। শত শত কুসুমগেন্দু পুন দেল।। কুসুমক বারি ঝারি ভরি আনি। তাহে মিশাওল মৃগমদপানি।। ভরি পিচকারি কানু তাহা নেল। হেরইতে মাধব হরষিত ভেল।। keyboard_arrow_right
  • সমর সমাধিয়া যুগল কিশোর
    সমর সমাধিয়া যুগল কিশোর। আওল দুহুঁ যাহাঁ কুসুমহিণ্ডোর।। বৃন্দা দেবীরচিত ফুলদোলা। ঝূলয়ে দুহুঁ জন আনন্দে বিভোলা।। কুসুম বরিখে সব সহচরি মেলি। গাওত বহুবিধ মনসিজকেলি।। সুমেল করিয়া কত কত যন্ত্র। নাচত গাওত তাল স্বতন্ত্র।। দোলত দুহুঁ জল কুসুমহিণ্ডোরে। দুইদিগে দুই সখী দেই ঝকোরে।। তড়িত জড়িত জনু জলধর-কাঁতি। পরিমলে ধাওল মধুকর-পাঁতি।। অপরূপ দোলত কেলি-নিকুঞ্জে। দুহুঁ পর কুসুম […] keyboard_arrow_right
  • সমুদিতমদনে রমণীবদনে চুম্বনবলিতাধরে
    সমুদিতমদনে রমণীবদনে চুম্বনবলিতাধরে। মৃগমদতিলকং লিখতি সপুলকং মৃগমিব রজনীকরে।। রমতে যমুনাপুলিনবনে বিজয়ী মুরারিরধুনা।।ধ্রু।। ঘনচয়রুচিরে রচয়তি চিকুরে তরলিততরুণাননে।; কুরুবককুসুমং চপলাসুষমং রতিপতিমৃগকাননে।। ঘটয়তি সুঘনে কুচযুগগগনে মৃগমদরুচিরূষিতে। মণিসরমমলং তারকপটলং নখপদশশিভূষিতে।। জিতবিসশকলে মৃদুভুজযুগলে করতলনলিনীদলে। মরকতবলয়ং মধুকরনিচয়ং বিতরতি হিমশীতলে।। রতিগৃহজঘনে বিপুলাপঘনে মনসিজকনকাসনে। মণিময়রসনং তোরণহসনং বিকিরতি কৃতবাসনে।। চরণকিশলয়ে কমলানিলয়ে নখমণিগণপূজিতে। বহিরপবরণং যাবকভরণং জনয়তি হৃদি যোজিতে ।। রময়তি সুভৃশং কামপি সুদৃশং খলহলধরসোদরে। কিমফলমবসং […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ