ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সুন্দরি তোহারি চরিত অপার
    সুন্দরি তোহারি চরিত অপার। কানু সঞে মান মানলি অবিচার।। যাকর পরশনে নহে সব তূল। ভাবই তুহুঁ তছু নাহ কত মূল।। তুহুঁ সে গোঁয়ারি না হেরসি পরিণাম। এতহু কাকুতি করয়ে তোহে শ্যাম।। ভাবে বুঝলুঁ হাম তো বিনু শ্যাম। রতিপতি দাস কহে না জানত আন।। keyboard_arrow_right
  • সুন্দরি থির কর আপনক চীত
    সুন্দরি থির কর আপনক চীত। কানু অনুরাগে অথির যব হোয়বি কৈছে বুঝবি তছু রীত।। সমুচিত বেশ বনায়ব অব তুয়া মিলাওব নাগরপাশ। তা সঙে নিরুপম নটন বিলাসবি পূরবি সব অভিলাষ।। কালিন্দিতীর সমীর বহই মৃদু নিভৃত নিকুঞ্জক মাহ। কত কত কেলি বিলাসবি কানু সঞে করবি অমিয়া অবগাহ ।। এত কহি বেশ বনাওত সহচরি সুন্দরিচিত থির ভেল। অভিসার […] keyboard_arrow_right
  • সুন্দরি না কর গমন পরসঙ্গ
    সুন্দরি না কর গমন পরসঙ্গ। না সহে দুঃসহ কথা আনে কি আনের বেথা ভালে হর ভেল আধভঙ্গ।। তুহুঁ হাম তনু ভীন শ্রবণে জীবন খীন কেমনে ধরিব আমি বুক। হাসিতে মোহিত মন কি মোহিনী তুমি জান বিরমহ দেখি চাঁদমুখ।। না দেখিলে কিবা হয় পলক অলপ নয় ইথে আঁখি অধিক তিয়াস। পরাণ কেমন করে মরম কহিলুঁ তোরে […] keyboard_arrow_right
  • সুন্দরি বেকত গুপুত নেহা
    সুন্দরি বেকত গুপুত নেহা।। বঞ্চিত আজু করিঅ নহি পারব সাখি দেল তুঅ দেহা।। সঘনে আলস সখী তুঅ মুখমণ্ডল গণ্ড অধর ছবি মন্দা। কত রস পানে কয়ল সব নীরস রাহু উগিলল চন্দা।। জাগি রজনি দুহু লোহিত লোচন অলস নিমিলিত ভাঁতী। মধুকর লোহিত কমল কোরে জনি সুতি রহল মদে মাতী।। বেকত পয়োধরে নখরেখ ভুখল তাহে পরল কুচ […] keyboard_arrow_right
  • সুন্দরি বেরি এক কর অবধান
    সুন্দরি বেরি এক কর অবধান। ক্ষেম অপরাধ প্রেম- বাদ করবি যব তব কৈছে ধরব পরাণ।।ধ্রু।। লিখি লহ কবজ দাস করি সুন্দরি জীবন যৌবনে বহু ভাগি। তুয়া গুণরতন শ্রবণে মণিকুণ্ডল এবে ভেল ত্রিভঙ্গ বৈরাগী।। পীতাম্বর গলে করি করযুগলে মিনতি করিয়ে তুয়া আগে। হাম ঐছে লাখ লাখ যুগ লুঠই তুয়া ধনি চরণ সোহাগে।। মনসিজ করে ধনু হেরি […] keyboard_arrow_right
  • সুন্দরি শুনহ আজুক কথা
    সুন্দরি শুনহ আজুক কথা। তাপ দূরে গেল সব ভাল হৈল ইহা উপজিল যথা।।ধ্রু।। অরুণ উদয়ে ব্রাহ্মণ-নিচয়ে আইল গোকুল মাঝ। জরতীর স্থানে কবি নিবেদনে আপন মনের কাজ।। গোবর্দ্ধন পাশে আমরা হরিষে করিব যজ্ঞের কাম। যে গোপ-যুবতি ঘৃত দিবে তথি ইষ্ট বর পাবে দান।। জটিলা শুনিয়া আমারে ডাকিয়া যতন করিয়া বৈল। বধূরে সাজাঞা গাবী-ঘৃত লৈয়া তুরিতে তাহাঁই […] keyboard_arrow_right
  • সুন্দরি সুবদনি ভাঙু সুরেখি
    সুন্দরি সুবদনি ভাঙু সুরেখি। দীঘ নয়ানি ধনি হরিণি বিশেখি।। নাসা খগপতি অধর সুরঙ্গ। গমন মন্থর অতি জিনি মাতঙ্গ।। যাইতে পেখলুঁ সো বর নারী। তবধরি মঝু মন মনসিজ জারি।।ধ্রু।। শুন শুন সুবল মরমক বাত। কৈছে মিলব আমি সো ধনি সাথ।। দাস হরেকৃষ্ণ বচন অবধান। ধনি মিলব তোহে নিচয়ে জান।। keyboard_arrow_right
  • সুন্দরি হাম বলিহারি তোহারি
    সুন্দরি হাম বলিহারি তোহারি। পরমিত নহে গুণ অতুল ভুবন তিন রূপ মনোমোহনকারি।। বচনে নিছনি প্রাণ অলপে বুঝিয়ে যেন সাধ করি রাখিতে নয়ানে। হিয়ার মাঝারে কিয়ে অনুখণ রাখব সদা দেখি এ তুয়া বয়ানে।। এ তুয়া দরশন জনমভাগ্যে পুন বসনপবনে অঘহারি। সো অঙ্গসঙ্গে সফল মঝু জীবন করোঁ হিয়ে বাহু পসারি।। পুরুখ রমণি কত অন্তরে অনুভব সো পুন […] keyboard_arrow_right
  • সুন্দরী তুমি নাগর ভুলাইতে জান
    সুন্দরী তুমি নাগর ভুলাইতে জান। আড় নয়ন কোণে, হানিলে মদন বাণে জীউ ধরিয়া মোরে টান ।। ধু একে তোমার গোরা গা, না সহে ফুলের ঘা বায়ে হেলিছে সব অঙ্গ। দেখিয়া তোমার মুখ, অন্তরে বিদরে বুক কাম সাগরে উঠে তরঙ্গ।। তোমার যৌবনে আমি, ঝাঁপ দিব মনে জানি যদি কৃপা করহ আমারে। বুঝিয়া আপন কাজ, পার কর […] keyboard_arrow_right
  • সুন্দরী রাধে গো তোর কানাইয়া যাইবে ছাড়ি
    সুন্দরী রাধে গো তোর, কানাইয়া যাইবে ছাড়ি। তাই ভাবিয়া হাছন, রাজা, ফিরে বাড়ী বাড়ী।। কানাইয়া ছাড়িয়া গেলে, লোকে বলবে এড়ি। কানাইয়ারে বান্ধিয়া রাখ, পায়ে দিয়া দড়ি।। মধুপুরে যাইব কানাই, আমার আছে জানা। গেলে পরে না আসিব, হইবায় তুমি ফানা।। শীঘ্র করি বান্ধ রাধে, পায়ে দেও তার বেড়ি। বান্ধাবার লাগি হাছন রাজায়, করে লড়ালড়ি।। গেলে না […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ