হরি কাঁদে হরি ব’লে কেনে। ধারা বহে দুনয়ানে।। হরি ব’লে হরি ভোরা, নয়নে বয় জলধারা, জানি কি ছলে এসেছে গোরা এই নদীয়ার ভুবনে।। মোরা যত পুরুষ নারী, দেখিতে আইলাম হরি, হরিকে হরিল হরি, জানি সেই হরি কোনখানে।। গৌর হরি দেখে এবার কত পুরুষ নারী ছেড়ে যায় ঘর। জানি সেই হরি কি করে এবার ও তাই […]
keyboard_arrow_right