ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • হায়রে তুমি বিনে কে আছে আমার রে
    হায়রে তুমি বিনে কে আছে আমার রে। হায়রে বন্ধু, অনাথের নাথ, হায়রে বন্ধু তুমি বিনে কে আছে আমার। বন্ধুরে তোরই সনে প্রেম করি মুই হৈলু লোকের বৈরী,জগতে রহিয়া গেল মোর খুটা। আউলাইয়া মাথার কেশ মুই হইল পাগলের বেশ, যথায় তথায় যাইমুরে চলিয়া। বন্ধুরে হায়রে কঠিন বন্ধ কঠিন তোমার মন রে, রাখ প্রাণী দরশন দিয়া রে। […] keyboard_arrow_right
  • হায়রে নিষ্ঠুর কালিয়া তর পিরীতে মরিমু ঝুরিয়া
    হায়রে নিষ্ঠুর কালিয়া, তর পিরীতে মরিমু ঝুরিয়া।। সেই বেলা কহিছলাম আমি পিরীত ভালা নাই। তোমার দেশে যাইতে বন্ধু পিরীত বই ত নাই।। আপনি আসিয়া বন্ধু পিরতি করিলে। অকালে যুবতি কুল কেমনে ভুলিলে।। সেই বেলা পিরীত কৈলে লোকে না দেখিতে। ছাড়বায় না বলিয়া বন্ধু হস্ত দিছলাম মাথে।। সৈয়দ শাহ্‌নুরে কয় বুঝিতে না পারি। পিরীতের আগুনে আমি […] keyboard_arrow_right
  • হায়রে বন্ধু, বন্ধু তুমি রসিয়ার নাগর
    হায়রে বন্ধু, বন্ধু তুমি রসিয়ার নাগর, তোমার পিরিতে তনু মোর হইল জরজর। ধু তোমার পিরিতে রে বন্ধু, তনু হইল মোর ক্ষীণ। মিছা আশা দিয়া বন্ধু ভাঁড় কতোদিন। শোভা নাই, ছুরত কেনে পাইমু তোরে। বেনিশানের নিশান আমি পাইমু কোথা গেলে। বেনিশানের নিশান আমি যেই হেনে পাইমু, চরণের ধুলা হইয়া তাঁর চরণে লাগিমু। কদমতলে বসি’ বন্ধু বাজাও […] keyboard_arrow_right
  • হায়রে মোর প্রাণ নিয়ে যায় আনন্দেতে মধুর সুরে
    হায়রে মোর প্রাণ নিয়ে যায়, আনন্দেতে মধুর সুরে। কে বাঁশী বাজায়রে মোর প্রাণ নিয়ে যায়।। ধু হায় মনরে, বাজাইয়া মোহন বাঁশী, কইল আমার মন উদাসী। বাঁশীর টানে মরি প্রাণে গৃহে থাকা দায় রে।। ঘরে বাদী কাল ননদী, সঙ্গে সঙ্গে নিরবধি। বাহির যাইতে না দেয় মোরে করি কি উপায় রে।। যখন বন্ধে বাজায় বাশী, তখন আমি […] keyboard_arrow_right
  • হার রে বন্ধুয়ার লাগিয়া রহিতে না পারি
    হার রে বন্ধুয়ার লাগিয়া রহিতে না পারি ঘরে কি হইল মোরে দিয়া। বিরহিণী হইলু আমি জ্বলিয়া অঙ্গার। কতদিনে হইব আমার বন্ধুয়ার দিদার।। আসমানের ডুরি যার লাইগাছে মাথায়। পাতালের ডুরি দিয়া বান্ধিছে দুই পায়।। আখি মলিন হইল মোর পন্থ নিরখিয়া। কতদিনে হইব দেখা মরিরে ঝুরিয়া।। সুতিলে স্বপন দেখি আখিয়ে নিদ্রা না আইসে। তুই কালায় ছাড়িয়া মোরে […] keyboard_arrow_right
  • হারের মূল্য তোমার সব গায়ে নাঞি
    হারের মূল্য তোমার সব গায়ে নাঞি। গরুর রাখাল হঞা এতেক বাড়াঞি।। মিনতি করিয়ে কানাই বলি তোমার আগে। না গেলে মথুরা রাজার যোগান ভাঙ্গে।। যদিবা যাইতে নাহি দিবে মথুরাকে। না যাব মথুরা আজি যাইব ঘরকে।। ঘরে যাইয়া জানাইব আপনার কান্তে। কহিব তাহাকে আমি সকল বৃত্তান্তে।। যদিবা করিতে পারি ইহার নির্ণয়। তবে সে মথুরা যাব কহিলুঁ নিশ্চয়।। […] keyboard_arrow_right
  • হাসি বুলি কণ্ঠ ধরি বাড়াই মিছা পিরীতি
    হাসি বুলি কণ্ঠ ধরি বাড়াই মিছা পিরীতি, ডুবাইলা শ্যাম অবলার জাতি। ধু হৃদেতে কালী রাখিয়া শ্যাম, মুখে মিছা মায়া দিয়া পুরাইলা মনস্কাম। লোকের বৈরী মোরে করি ছাড়ি গেলা কুমতি। আমার এখন একুল ঐকুল দোন কুল ডুবাইলা। কোন কামিনীর ফাঁদে গেলা, ও নাগর কানাই। আমার এই মনের দুঃখ কৈমু কারে ? কি জন্যে নিদয়া জানি হইলা […] keyboard_arrow_right
  • হাসি হাসি বোলে রাই
    হাসি হাসি বোলে রাই শুন ওগো সই।। আজুকার রসের কথা তোমারে তো কই ।। কত দিনের পরে যদি বন্ধু আইল ঘরে। থর্‌থরাইতে কাঁপে নাগর ননদিনীর ডরে।। হাসি আইসে দুঃখ লাগে কি কহিব আর। কোলে থাক্যা চমকিয়া উঠে কত বার।। ঘরের ভিতরে যদি লড়িল মুষাই। ধড়্‌ফড়িয়া উঠি বোলে পালাইয়া যাই।। হাতে ধরিয়া যদি বসাওঁ করি স্থাই। […] keyboard_arrow_right
  • হাসিঞা সুবল কহে শুন বিনোদিনি
    হাসিঞা সুবল কহে শুন বিনোদিনি। তোমারে লইঞা যাত্যে আসিঞাছি আমি।। সহচর ছাড়ি হরি তোমার লাগিঞা। অচেতনে রাধাকুণ্ডে আছএ পড়িঞা।। ধরিঞা আমার বেশ করহ পয়ান। দরশন দিঞা শ্যামের দেহ প্রাণদান।। আপনার বসন ভুষণ দেহ মোরে। ধরিঞা তোমার বেশ আমি রহি ঘরে।। দীনবন্ধু দাস বড় উলসিত হিয়া। পুরিল মনের সাধ বচন শুনিঞা।। keyboard_arrow_right
  • হাহা প্রভু কর দয়া করুণা তোমার
    হাহা প্রভু কর দয়া করুণা তোমার। মিছা মায়াজালে তনু দগধে আমার।। কবে হেন দশা হব সখি সঙ্গ পাব। বৃন্দাবনে ফুল তুলি দোহারে পরাব।। সম্মুখে বসাইঞা কবে চামর ঢুলাব। অগোর চন্দন গন্ধ দোহাঁর অঙ্গে দিব।। এমন দশা কবে হব তাম্বুল যোগাব। সিন্দুর তিলক কবে দোহাঁরে পরাব।। দোহার বিলাস কৌতুক দেখিব নয়নে। নিরখিঞা চান্দমুখ বৈসাব সিংহাসনে।। সদা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ