ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • এক কথা বড় মনেতে হইল
    এক কথা বড় মনেতে হইল নাপিতানী বেশ করি। যাইয়া জাবটে রাধার আগেতে কামাব চরণ ধরি।। জল দিয়া তাহে পাখালিয়া পায়ে আলতা পরঞা দিব। সে রাঙ্গা চরণ কমল-তলেতে নিজ নাম লেখ্যা দিব।। শুনিয়া সুবল কহয়ে তখন কি বলিতে পারি আমি। যাহাই করিলে আনন্দ হইব তাহাই করহ তুমি।। নাপিতানী বেশ ধরিতে তখন সুরঞ্জ বসন পরে। চূড়াটি এলায়া […] keyboard_arrow_right
  • এক কুসুম মধুকর ন বসএ কৈসনে রহ নাহ
    এক কুসুম মধুকর ন বসএ কৈসনে রহ নাহ। ই দুই সাজনি জগত সম্ভব সবে অনুভব চাহ।। ন বোল ন বোল পউরুস বচ তহিঁ সুবুধি সআনী। ততেহি মানে অনল পজারহ অজেহে নিঝাইঅ পানী।। পিঅ অনুচিত কিছু নে ধরব মনে ন মানব দূর। মুখরপন মারি জঅো সোভএ তখো কি সোঁপি অনুপূর।। keyboard_arrow_right
  • এক জ্বালা গুরুজন আর জ্বালা কানু
    এক জ্বালা গুরুজন আর জ্বালা কানু। জ্বালাতে জ্বলিল দে সারা হৈল তনু।। কোথায় যাইব সই কি হবে উপায়। গরল সমান লাগে বচন হিয়ায়।। কাহারে কহিব কেবা যাবে পরতীত। মরণ অধিক হৈল কানুর পিরীত।। জারিলেক তনু মন কি করে ঔষধে। জগত ভরিল কালা কানু পরিবাদে।। লোকমাঝে ঠাঁই নাই অপযশ দেশে। বাশুলী আদেশে কহে দ্বিজ চণ্ডীদাসে।। keyboard_arrow_right
  • এক দিন যাইতে সই ননদিনী সনে
    এক দিন যাইতে সই ননদিনী সনে। শ্যাম বঁধুর কথা পড়ি গেল মনে।। ভাবে ভরল মন চলিতে না পারি। অবশ হইল তনু কাঁপে থরহরি।। কি করিব সখি সে হইল বড় দায়। ঠেকিনু বিপাকে আর না দেখি উপায়।। ননদী বোলয়ে হা লো কি না তোর হইল। চণ্ডীদাস বলে উহার কপালে যা ছিল।। keyboard_arrow_right
  • এক দিন লহু হাসি অদ্বৈত-মন্দিরে আসি
    এক দিন লহু হাসি অদ্বৈত-মন্দিরে আসি বসিলেন শচীর কুমার। নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে মহোৎসবের করিলা বিচার।। শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরাণী আসি কহিলেন মধুর বচন। তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে বোলে কিছু শচীর নন্দন।। শূন ঠাকুরাণি সীতা বৈষ্ণব আনিয়ে এথা আমন্ত্রণ করিয়া যতনে। যেবা গায় যেবা বায় আমন্ত্রণ করি তায় পৃথক্ পৃথক্ […] keyboard_arrow_right
  • এক পয়োধর চন্দন লেপিত
    এক পয়োধর চন্দন লেপিত আরে সহজই গোর। হিম ধরাধর কনক ভূধর কোরে মিলল জোড়।। মাধব তুয়া দরশন কাজে। আধ পদচারি করত সুন্দরী বাহির দেহলী মাঝে।। ডাহিন লোচন কাজরে রঞ্জিত ধবল রহল বাম। নীল ধবল কমল যুগলে চাঁদ পূজল কাম।। শ্রীযুত হুসন জগৎ ভূষণ সেহ ইহ রস জান। পঞ্চ গৌড়েশ্বর ভোগ পুরন্দর ভণে যশোরাজ খান।। keyboard_arrow_right
  • এক বাপের দুই বেটা তাজা মরা কেহ নয়
    এক বাপের দুই বেটা তাজা মরা কেহ নয়। সকলেরি এক রক্ত এক ঘরে আশ্রয়।। এক মায়ের দুধ খেয়ে এক দরিয়ায় যায়।। কারো গায়ে শালের কোর্তা কারো গায়ে ছিট, দুই ভাইরে দেখতে ফিট্‌। কেবল জবানীতে ছোট বড় বোবা বাচাল চেনা যায়।। কেউ বলে দুর্গা হরি, কেউ বলে বিসমিল্লা আখেরি পানি খেতে যায় এক দরিয়ায়। মালা পৈতে […] keyboard_arrow_right
  • এক ব্রজ নারী কাখে কুন্ত করি
    এক ব্রজ নারী কাখে কুম্ভ করি দেখিলুঁ যমুনা যাত্যে। তার রূপ সীমা কি দিব উপমা বিজুরী পড়িছে পথে।। মাঝা অতি খীণ ঈষত হিলন নূপুর শোভিছে পায়। আমা পানে চায়্যা ঈষত হাসিয়া পড়িল সখীর গায়।। সেই হৈতে মন নহে সম্বরণ কি জানি কি কৈল মোরে। ভুরু-কাম-ধনু দিয়া প্রেমগুণ বিন্ধিল নয়ন-শরে।। যাহ যাহ দূতি যথা রসবতী বিলম্ব […] keyboard_arrow_right
  • এক মুখে পারিনা গো আমি গউর রূপ বাখানি
    এক মুখে পারিনা গো আমি গউর রূপ বাখানি।। গউর রূপ বাখানি গো সখি গউর রূপ বাখানি। অপরূপ গউর রূপ নির্মল বরনি।। ঐ রূপের তুলনা যিনি বিজুলী নিশানি গো সখি। সুনার বরন গউর মুখে মধুর বাণী।। ঐ রূপে হরিয়া নিল যুবতীর পরানি গো সখি। আবুল হুছন বলে গউর মর্ম জানি।। অন্তিম কালে মনে আশা গুরুর চরণখানি […] keyboard_arrow_right
  • এক মুষ্টি অন্ন ভূমে ফেলে আছাড়িয়ে
    এক মুষ্টি অন্ন ভূমে ফেলে আছাড়িয়ে। এক অন্ন অদ্বৈতের গ্যয়ে লাগিল আসিয়ে।। হাসিয়ে কহিল অদ্বৈত করি উপহাস। কি করিলে অবধূত কৈলে জাতি নাশ।। পবিত্র হইলাম আমি অদ্বৈত ভবনে । অবধূত প্রসাদ পাইলাম এতদিনে।। এতেক শুনিয়া নাচে গৌর গুণমণি। অদ্বৈত ভবনেতে উঠিল হরিধ্বনি।। অদ্বৈতের গৃহে প্রভুর বাড়িল উল্লাস। আনন্দ সায়রে ভাসে নরোত্তম দাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ