ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • ওগো সামান্যে কি সেই অধর চাঁদকে পাবে
    ওগো সামান্যে কি সেই অধর চাঁদকে পাবে। যার লেগে হল যোগী দেবের দেব মহাদেবে।। ভাব জেনে ভাব না দিলে তখন, বৃথা যাবে সেই ভক্তি-ভজন। বাঞ্ছা যদি হয় সে চরণ ভাব দে না সে ভাবে।। যে ভাবে সব গোপিনী তারা, হয়েছিল পাগল পারা, চরণ ফেলে তেমনি ধারা ভাব দিতে তাই হবে।। নিহেতু ভজন গোপীকার, তাইতে সদায় […] keyboard_arrow_right
  • ওগো রাই মুই কেনে আইলাম জলে
    ওগো রাই, মুই কেনে আইলাম জলে। দেখিলুম বন্ধের রূপ ঐ কদম তলে।। ধু ফুলেরমালা গলে রে চম্পারমালা দোলে। পুষ্পহার গলে দিয়া নাচে কদমতলে।। সখীর সঙ্গে আইলাম জলে জলভরি গেল তারা। শ্যামরূপ নিরখিতে আমার কলসী না গেল ভরা।। যমুনার জলেরে যাইতে ননদী দিল বাধা। ভাঙ্গিল কাঁখের কলসী হাতে রৈল কাঁধা।। মুরলী বাজাএ শ্যাম কদমতলে বসি। শুনিতে […] keyboard_arrow_right
  • ওগো রাই সই কি দেখিআ কি শুনিআ
    ওগো রাই সই কি দেখিআ কি শুনিআ তোরা মোরে দোস গো। মুই ত না জান কিছু ননদিনী পিছু পিছু আজুকার বোলে কু-বোল বুলি রোস গো।। ধু সব সখি এক হৈআ মিছা কথা কৈআ কৈআ ব্রজকুলে তোলে মিছা রোল গো। কার ভাবে মনে লাজ দিআছে সভার মাঝ আজু নাগর দিআছে করি কোল গো।। হীন অহ্মাণে ভনে […] keyboard_arrow_right
  • ওঝা রোঝা আন গিয়া পাইয়াছে ভূতা
    ওঝা রোঝা আন গিয়া পাইয়াছে ভূতা। কাঁপি কাঁপি উঠি ঐ বৃষভানুসূতা।। ধ্রু।। কালাবরণ হিরণ পিন্ধন যবে পড়ে মনে। মূরছি পড়িয়া ধরি কান্দে ভূম খানে।। রক্ষা অক্ষা মন্ত্র পড়ে ধরি ধনীর চুলে। কেহ বোলে আনি দেহ কালার গলার ফুলে।। কালিয়া বরণ থাকে কদম্বের ডালে। বালিকা দেখিয়া পাইয়াছে শিশুকালে।। চেতন পাইয়া তবে উঠিবেক বালা। ভূত প্রেত ঘুচিবেক […] keyboard_arrow_right
  • ওতএ কতন্ত উদন্ত ন জানিঞ
    ওতএ কতন্ত উদন্ত ন জানিঞ এতএ অনল বম চন্দা।। সৌরভ সব ভার অরুঝাএ ন দূই পঙ্কজ মন্দা।। কোকিল কাঞি সন্তাবহ কাহ্ন তাও ধরি জনু পঞ্চম গাবহ জাবে দিগন্ত বনাহ।। মদনক তন্ত অনুধরি পলটএ বুঝিতহু হোসি সঞানী। আজক কালিকালি নহি বুঝসি জৌবন বন্ধু ছুট পানী।। পিআ অনুরাগী তঞে অনুরাগি দুহু দিস বাঢ়ু দুরন্তা মঞে বরু দসমি […] keyboard_arrow_right
  • ওপারে বঁধুর ঘর বৈসে গুণনিধি
    ওপারে বঁধুর ঘর বৈসে গুণনিধি। পাখী হঞা উড়ি যাও পাখা না দেয় বিধি।। যমুনাতে দিব ঝাঁপ না জানি সাঁতার। কলসে কলসে সিঁচ না ঘুচে পাথার।। মথুরার নাম শুনি প্রাণ কেমন করে। সাধ লাগে বড়াই গো কানু দেখিবারে।। আর কি গোকুলচাঁদ না করিব কোলে। হাতের পরশমণি হারাইনু হেলে।। আগুনেতে দিই ঝাঁপ আগুন নিভায়। পাষাণেতে দিই কোল […] keyboard_arrow_right
  • ওমন হরি বলে ডাকলে না পরকালের
    ওমন হরি বলে ডাকলে না পরকালের উপায় আর দেখি না।। মন রে রঙ্গে ঢঙ্গে ভুলিয়ে রইলে পর কালের কি করিলে সেই ভাবনা একদিন ভাবলে না। অন্তরে নাই সাধন ভক্তি শেষ দিনের কি হবে গতি, মন রে তুমি তার প্রতি ফিরিয়া চাইলে না।। মন রে মত্ত হয়ে মায়ার জালে হরি নাম তুই ভুলে রইলে, সে বিনে […] keyboard_arrow_right
  • ওমা কালী কালী গো এতনি ভঙ্গিমা জান
    ওমা কালী! কালী গো! এতনি ভঙ্গিমা জান। কত রঙ্গ ঢঙ্গ কর যা ইচ্ছা হয মন।। মাগো স্বামীর বুকে পা দেও মা ক্রোদ্ধা হইলে রণ। কৃষ্ণরূপে প্রেমভাবে, মামীর বসন টান।। আদ্যাশক্তি হইয়া মাগো! পুত্র লইলায় বর। শতবার মারিয়া মাগো; কর পুত্রের ঘর।। কখন কালী, কখন রাধা, কখন গো তারিণী। জ্ঞানচক্ষে চাইয়া দেখিস মা মোর পরাণী। কালীরূপ […] keyboard_arrow_right
  • ওরে কোকিল তুই ডাকছ
    ওরে কোকিল তুই ডাকছ কি কারণে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ কোকিলারে তোর ডাক শুনে।। কুহু কুহু কুহু স্বরে এত রাত্রের পরেরে। কেন ডাক ধীরে ধীরে মানে না কোমল প্রাণে।। কোকিল তরে করি মানা, কুহু স্বরে আর ডাকিছ না রে। প্রাণে আর ধৈর্য মানে না ছাই দিব কুলমানে।। বন্ধু হারা যে অবধি, আমার হয়েছে দারুণ ব্যাধি […] keyboard_arrow_right
  • ওরে ঠিক কইরা ধইরো
    ওরে ঠিক কইরা ধইরো ছিপের গোড়া– শক্ত কইরা ধইরো ছিপ, ও যেন হয় না নড়া চড়া। বর্শী বাইস চণ্ডীদাস ও রজকিনীর পুরে আশক কেও না কারে ছাড়া, তারা এক মরণে দুইজন মরে–মরবি আজ তোরা। অধীন লালন ভেইবা বলে–শোনরে কিনু বলি তোরে, আমি বিনয় করি বলছি তারে, হই না যেন ফটিক চান্দের চরণ বরে। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ