ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • ওহে নাথ কি দিব তোমারে
    ওহে নাথ কি দিব তোমারে। কি দিব কি দিব করি মনে করি আমি। যে ধন তোমারে দিব সেই ধন তুমি।। তুমি সে আমার নাথ আমি সে তোমার। তোমার তোমাকে দিব কি যাবে আমার।। যতেক বাসনা মোর তুমি তার সিধি। তোমা হেন প্রাণনাথ মোরে দিল বিধি।। ধন জন দেহ গেহ সকলি তোমার। জ্ঞানদাস কহে ধনি এই […] keyboard_arrow_right
  • ওহে রাধাকান্ত বারেক আইস
    ওহে রাধাকান্ত বারেক আইস নয়ান ভরিয়া তোমা দেখি। না দেখিয়া চাঁদমুখ সদাই বিদরে বুক বুঝাইলে না বুঝে দুই আঁখি।। চান্দ মুখ নিরখিয়ে কর্পূর তাম্বুল দিয়ে যোগাইতে বড় হয় সাধে। তুমি গুণনিধি ময় তবে কেন দয়া নয় মোর ভাগ্যে বিধি হৈল বাদে।। সে মুখ সুন্দর কান্তি চিত্র ভূষণ ভাঁতি পশি গেল হিয়ার মাঝারে। আহা আহা মরি […] keyboard_arrow_right
  • ওহে কানাই এ বুদ্ধি শিখিলা কার ঠাঙি
    ওহে কানাই এ বুদ্ধি শিখিলা কার ঠাঙি। পরের রমণী দেখি সঘনে ফিরাও আঁখি দঢ় জনার হাতে ঠেক নাই।।ধ্রু।। আন্ধারবরণ গা ভূমিতে না পড়ে পা কি গরবে ঘন ঘন হাস। বনে বনে চরাও গাই আপনাকে চিহ্ন নাই হায় ছিছি লাজ নাহি বাস।। পেঁচ দিয়া পর ধড়া টেড়া করি বান্ধ চূড়া কানে গোঁজ বনফুল ডাল। ডিগর লইয়া […] keyboard_arrow_right
  • ওহে তোমরা কে হে চন্দ্রবদনী ধনি-দে
    ওহে তোমরা কে হে চন্দ্রবদনী ধনি-দে। সুন্দর বদনী ধনি পঞ্চম-ভাষণি নবীন যৌবনী তোমরা কেহে।। তোমরা ডাকিছ সুখে তরণি পড়েছে পাকে আপনা সামালি তবে যাই হে। ওহে চন্দ্রবদনী ধনি দে হে।। নাবিক রতন মণি তরণী নিকটে আনি চড় সভে পার করি আমি হে। শুন সুবদনী ধনি হরিষে ভরল তনি তরণিতে চড়ি সখি মেলি হে।। নৌতুন নাবিক […] keyboard_arrow_right
  • ওহে নাথ সেই যদি আইলে
    ওহে নাথ সেই যদি আইলে অনেক দিনের পরে হে। আসবে যদি ছিল মনে। এত দুঃখ দিলে কেনে।। ব্রজাঙ্গনার নয়ন বারি। রাখিয়াছি ঝারি ভরি।। এস চরণ ধৌত করি হে।। keyboard_arrow_right
  • ওহে নাবিক কে জানে তোমার মহিমা
    ওহে নাবিক কে জানে তোমার মহিমা। নাম নৌকায় নিরবধি পার কার ভবনদী তব আগে কি ছার যমুনা।। চরণ তরণী যার যে করে তোমারে সার কিবা তার পারের ভাবনা। পাইয়া চরণরেণু পাষাণ মানবী তনু কাষ্ঠ নৌকা–পদে হইল সোণা।। অজামিল পাপী ছিল সেহত তরিয়া গেল চরণ করিয়া আরাধনা। হেন পদ অনুভবে যাহার পরাণ যাবে নাহি তার যমের […] keyboard_arrow_right
  • ওহে নিকরুণ কহিব কত
    ওহে নিকরুণ কহিব কত। অবলা পরাণে সহে কি এত।। না জানি কি কৈলে আঁখির ঠারে। সে সব কাহিনী কহিতে নারে।। হিয়ার মাঝারে করিয়া থানা। দিলে নিরমল কুলেতে হানা।। আহা মরি মরি কি হৈল তারে। দেখি কে ধৈরজ ধরিতে পারে।। নিরজনে নিজ সখীরে লইয়া। না জানি কি কহে শপথ দিয়া।। নিরবেদে ধনী না বাঁধে থেহা। নরহরি […] keyboard_arrow_right
  • ওহে নিতাই নীলাচল না ছাড়িব আয়
    ওহে নিতাই নীলাচল না ছাড়িব আর। প্রাণের হরিদাস ছিল সেই লীলা সম্বরিল কার সঙ্গে করিব বিহার।। অদ্বৈত শ্রীশ্রীবাস পুরী দামোরর দাস তারা গেল এ সুখ ছাড়িয়া। কেবা পাবে রস রঙ্গ ভ্রমিব কাহার সঙ্গ গেল বুকে পাষাণ চাপাঞা।। বিশ্বরূপ মোর ভাই তাহার উদ্দেশ নাই সেহ গেল বৈরাগ্য করিয়া। ছোট হরিদাস নাম না শুনিব তার গান সেহ […] keyboard_arrow_right
  • ওহে পরাণ গিরিধর
    ওহে পরাণ গিরিধর। কেমনে দেখিব তোমার মুখসুধাকর।। ওহে রসশেখর রায়। কেমনে পাইব তোমা কহ সে উপায়।। ওহে নবজলধরশ্যাম। আর কি দেখিব তোমার ত্রিভঙ্গিম ঠাম।। আর কি আমারে তুমি দিবে দরশন। আর কি দেখিব তোমার ও রাঙ্গা চরণ।। আর কি মালতীমালা গাঁথি দিব গলে। আর কি অধরে দিব কর্পূর তাম্বূলে।। মরিব মরিব বন্ধু নিচয়ে মরিব। তোমার […] keyboard_arrow_right
  • ওহে পরাণ বন্ধু তুমি
    ওহে পরাণ বন্ধু তুমি । কি আর বলিব আমি।। তুমিসে আমার আমিসে তোমার। তোমার তোমাকে দিতে, কি যাবে আমার।। কে জানে মনের কথা কাহারে কহিব। তোমার তোমারে দিয়া, তোমার হইয়া রব।। সৈয়দ মর্তুজা কহে আমি ত না জানি। ভবসিন্ধু হইতে পার যে কর আপনি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ