ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • কহ কহ শ্যাম চিকনিঞা
    কহ কহ শ্যাম চিকনিঞা। রজনী বঞ্চিলে কোন রসবতী পায়্যা।। নয়নে ঝমকে তোমার মলিন অধর। গদগদ কহ কথা ঘুমেতে কাতর।। নিকটে না আইস বঁধু থাক ঐখানে। সাঁজে হারাইয়া তোমায় পায়্যাছি বিহানে।। যেইখানে ছিলে বঁধু সেইখানে যাও। মনের মানস তথা ক্ষেণেক ঘুমাও।। দ্বিজ বলরাম কহে মিনতি আমার। তব পদে দেহ স্থল নন্দের কুমার।। keyboard_arrow_right
  • কহ কহ সুবদনি রাধে
    কহ কহ সুবদনি রাধে। কিবা তোর হইল বিয়াধে।। কেনে তোরে আন মন দেখি। কাহে নখে ক্ষিতি তলে লেখি।। হেম কান্তি ঝামর হইল।। রাঙ্গা বাস খসিয়া পড়িল।। আঁখিযুগ অরুণিম ভেল। মুখ-পদ্ম শুখাইয়া গেল।। এমন হইয়া কি লাগিয়া। না কহিলে ফাটি যায় হিয়া।। এত শুনি কহে ধনি রাই। এ যদুনন্দন মুখ চাই।। keyboard_arrow_right
  • কহ না উপায়ে সখি কহ না উপায়
    কহ না উপায়ে সখি কহ না উপায়। নিরবধি হৃদয়ে জাগয়ে গোরা রায়।। পসরা না যায় গোরাচাঁদের পিরীতি। কি করিব বিধি সে করিল কুলবতী।। কিবা সে মধুর বাণী অমিয়ার ধারা। কিবা সে মোহন রূপ সতী-মন-চোরা।। যদু কহে কি কহিব গোরা-গুণ যত। বিকাইলুঁ গোরা-প্রেমে এ জনমের মত।। keyboard_arrow_right
  • কহত কহত সখি বোলত বোলত রে
    কহত কহত সখি বোলত বোলত রে হমারি পিয়া কোন দেস রে। মদন সরানলে এ তনু জর জর কুসল সুনইত সন্দেস রে।। হমারি নাগর তথায় বিভোর কেহন নাগরী মিলল রে। নাগরী পাএ নাগর সখী ভেল হমারি হিয়া দয় সেল রে।। সঙ্খ কর চূর বসন কর দূর তোড়হ গজমোতি হার রে । পিয়া জদি তেজল কি কাজ […] keyboard_arrow_right
  • কহাঁসৌ সূগা আএল নেহ লাএল
    কহাঁসৌ সূগা আএল নেহ লাএল। কহাঁ লেল বসেরা অমৃত ফল ভোজন।। (ফলাঁ) গাম সৌঁ সূগা আএল নেহ লাএল । (ফলাঁ) গাম লেল বসেরা অমৃত ফল ভোজন।। কে যহ পিজড়া গঢ়াওল সূগা পোসল। কে তাহি দেত অহার অমৃত ফল ভোজন।। (ফলাঁ) বাবা পিজড়া গঢ়াওল সূগা পোসল। (ফলোঁ) সাসু দেতি অহার অমৃত ফল ভোজন।। এহন সূগা নহি […] keyboard_arrow_right
  • কহিও বঁধূরে নতি কহিও বঁধূরে
    কহিও বঁধূরে নতি কহিও বঁধূরে। গমন বিরোধ হৈল পাপ শশধরে।। গুরুজন সম্ভাষিতে গেল আধ রাতি।। তবে ত পাইব আমি বঁধূর সংহতি।। অমাবস্যা প্রতিপদে চাঁদের মরণ। সে দিনে বঁধূর সনে হইবে মিলন।। চণ্ডীদাসে বলে তুমি না ভাবিহ চিতে। সহজে এ কথা বটে কেন পাও ভিতে।। keyboard_arrow_right
  • কহিতে দুঃখ ফাটে বুক শ্যাম
    কহিতে দুঃখ ফাটে বুক শ্যাম পিরীতের লাঞ্ছনা, সই গো, পিরিতে আমায় চাইল না। সখী গো জলের সনে কাষ্ঠের পিরিত জলে ভাসে দুই জনা। জলের সনে মীনের পিরিত জল ছাড়া মীন বাঁচে না। সখী গো অগ্নির সনে করতাম পিরিত মনে ছিল বাসনা; হায় রে অকুল নদীর ভেদ না জানে কালসাপিনী ছৈও না। সখী গো অধম খলিলে […] keyboard_arrow_right
  • কহিলাম মনের কথা ছাড়িতে নারিব
    কহিলাম মনের কথা ছাড়িতে নারিব। শ্যাম নাগর বিনে তিলেক না জীব।। অনুখন হিয়া মোর শ্যামঅনুরাগী। ছাড়িতে যে কহিবে সে হবে বধের ভাগী।। শ্যাম সঙ্গে রসরঙ্গে অঙ্গে অঙ্গ লাগা। মজিল আমার মন সোনায় সোহাগা।। শিবরাম দাসে বলে ভাঙ্গিল চাতুরী। মরমে লাগিল শ্যামরূপের মাধুরী।। keyboard_arrow_right
  • কহু সখি কহু সখি রাতুক রঙ্গ
    কহু সখি কহু সখি রাতুক রঙ্গ। কতেক দিবসপর পহুক প্রসঙ্গ।। কি কহব আহে সখি রাতুক রঙ্গ। পীঠিদয় সুতলহুঁ মুরখক সঙ্গ।। বররে জতন ঘর বৈসলহুঁ জায়। সুতি রহল পহু দীপ মিঝায়।। আঁচর ওছাএ হমহুঁ সঙ্গ দেল। জেহোরে জাগল ছল সেহো অঙ্গ গেল।। ভনাহঁ বিদ্যাপতি সুনু ব্রজনারী। ধৈরজ ধৈরহু মিলত মুরারি।। keyboard_arrow_right
  • কহে পহুঁ বংশীধর মোর পীতবাস পর
    কহে পহুঁ বংশীধর, মোর পীতবাস পর, গৌর অঙ্গে মাখহ কস্তুরী। শ্রবণে কুণ্ডল দিল, বনমালা পরাইল, চূড়া বাঁধে এলায়া কবরী।। গৌর অঙ্গুলি তোর, সোনা বাঁধা বাঁশী মোর, ধর দেখি রন্ধ্র রন্ধ্র মাঝে। চরণে চরণ রাখ, কদম্ব হিলান থাক, তবে সে বিনোদ বাঁশী বাজে। মুরলী অধরে লেহ, এই রন্ধ্রে ফুক দেহ, অঙ্গুলী লোলায়া দিব আমি।। জ্ঞানদাস এই […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ