ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • আজু গোঠেরে সাজল দোন ভাই
    আজু গোঠেরে সাজল দোন ভাই। রাম কানাই গোঠে সাজে জোর শিঙ্গা বেণু বাজে বরজে পড়িল ধাওয়া ধাই।। চৌদিকে বরজ-বধূ মঙ্গল গায়ত সবে মুরছিত কতহুঁ নয়ান। আগে লাখে লাখে ধেনু গগনে উঠিছে রেণু দ্বিজগণে করে বেদ গান।। মুরহর হলধর ধরাধরি করে কর লীলায় দোলায় নিজ অঙ্গ। ঘনায়্যা ঘনায়্যা কাছে মউরা মউরী নাচে চান্দে মেঘে দেখি এক […] keyboard_arrow_right
  • আজু গোঠেরে সাজল দোন ভাই
    আজু গোঠেরে সাজল দোন ভাই। রাম কানাই গোঠে সাজে যোড় শিঙ্গা বেণু বাজে বরজে পড়িল ধাওয়া ধাই।। চৌদিকে ব্রজ-বধূ মঙ্গল গায়ত মুরছিত কতহুঁ নয়ান। আগে লাখে লাখে ধেনু গগনে উঠিছে রেণু দ্বিজগণে করে বেদ গান।। মুরহর হলধর ধরাধরি করে কর লীলায় দোলায় নিজ অঙ্গ। ঘনায়্যা ঘনায়্যা কাছে মউরা মউরী নাচে চান্দে মেঘে দেখি এক সঙ্গ।। […] keyboard_arrow_right
  • আজু দেখব মুখ প্রিয় মঝু আয়ব
    আজু দেখব মুখ প্রিয় মঝু আয়ব বিথারই মরম আনন্দ। খীণ তনু কঞ্চুক বন্ধ টুটত ঘন বাম নয়ন করু পন্দ।। দেহপর চীর সুথির রহত নাহি হাথকি দরপণ টুট। অবহুঁ দশদিশ পরসন্ন হোয়ত বিরহ ধুম গেই ছুট।। কহি কহি এক সখী চলি আওব কি করহ মুগধিনী রাই। হরি আওল বলি ঘোষণা পড়ল পুর চল চল দেখহ যাই।। […] keyboard_arrow_right
  • আজু পেখনু নন্দকিশোর
    আজু পেখনু নন্দকিশোর। কেলিবিলাস সবহু অব তেজল অহনিশি রহত বিভোর।। যবধরি চকিত বিলোকি বিপিনতটে পালটি আওলি মুখ মোড়ি। তবধরি মদন- মোহন তনু কাননে লুঠই ধৈরয পণ ছোড়ি।। পুন ফিরি সোই নয়নে যদি হেরবি পাওব চেতন নাহ। ভুজঙ্গিনী দংশি পুনহি যদি দংশয়ে তবহি শময়ে বিষদাহ।। অব শুভ খন ধনি মণিময় ভূষণ ভূষিত তনু অনুপাম। অভিসরু বল্লভ […] keyboard_arrow_right
  • আজু পেখলুঁ ধনী-অভিসার
    আজু পেখলুঁ ধনী-অভিসার। জানি বিলম্ব তেজি পরিজনগণ আপহি করল শিঙ্গার।।ধ্রু।। মনসিজ অন্তরে মন্তর লেখল অঞ্জনে তিলকিত ভাল। মৃগমদে নয়ন কমলদলে আঁজন শোভাকর শরজাল।। যাবক রসে কুচ কলস রঙ্গাওল তাকর অতুল ভাণ্ডার। কিঙ্কিণী কণ্ঠে হার জঘনে ধরি তারক পাশ বিথার।। সংভ্রম ভরম- মহোদধি ডুবল চলল নিতম্বিনী রঙ্গে। কহে হরিবল্লভ মদন করব কিয়ে সঙ্গর পশুপতি সঙ্গে।। keyboard_arrow_right
  • আজু বড় মোর শুভ দিন দিল
    “আজু বড় মোর শুভ দিন দিল নিশি পোহায়ল মোর। গদ্‌গদ্‌ হৈয়া ভাবে আবেশিয়া সুখের নাহিক ওর।। আজু[সে] দেখব চরণ দু’খানি লোটায়ে পড়িব তায়। প্রেমে কত শত প্রণাম করিব সে দু’টি কমল-পায়।। তবে যদুনাথ ধরি দু’টি হাত পরশ করব মোরে। আলিঙ্গন-রসে গদ্‌গদ্‌ হব ও নব নাগরবরে।। পাইয়া পরশ হইব হরষ ভাসিব আনন্দ-জলে।” এ সব কাহিনী কহিতে […] keyboard_arrow_right
  • আজু মুই কি দেখিলুঁ গোরা নটরায়
    আজু মুই কি দেখিলুঁ গোরা নটরায়। অসীম মহিমা গোরার কহনে না যায়।। কেমনে গঢ়ল বিধি কত রস দিয়া। ঢল ঢল গোরাতনু কাঞ্চন জিনিয়া।। কত শত চাঁদ জিনি বদনকমল। রমণীর চিত হবে নয়ন যুগল।। বাসুদেব ঘোষ কহে হইয়া বিভোর। সুরধুনীতীরে গোরাচাঁদ উজোর।। keyboard_arrow_right
  • আজু রঙ্গে হোরি
    আজু রঙ্গে হোরি খেলত শ্যাম গোরী। সখিগণ মিলি গাওত বাওত কিশোর কিশোরি নাচি নাচাওত আনন্দে মন ভোরি। বিবিধ যন্ত্র তাল মৃদঙ্গ কোই মোচঙ্গ বাওয়ে উপাঙ্গ তন নন নন তোরি।। তথ তথ তথ তও থৈয়া দৃগতি দৃগতি দ্রিমি ধৈয়া চঙ লঙ লঙ লোরি। কুরু গুড়ু গুড়ুদাং দ্রিমিদাং কিট কিট কিটধাং তৃগধাং শিবরাম গাওয়ে হোরি।। keyboard_arrow_right
  • আজু রসে বাদর নিশি
    আজু রসে বাদর নিশি। প্রেমে ভাসল সব বৃন্দাবনবাসী।। শ্যামঘন বরিখয়ে কত রস-ধার। কোরে রঙ্গিণি রাধা বিজুরি সঞ্চার।। ভাবে পিছল পথ গমন সুবঙ্ক। মৃগমদচন্দনপরিমল পঙ্ক।। দীগ বিদিগ নাহি প্রেমের পাথার। ডুবল নরোত্তম না জানে সাতাঁর।। keyboard_arrow_right
  • আজু সাজলি ধনী অভিসার
    আজু সাজলি ধনী অভিসার। চকিত চকিত কত বেরি বিলোকই গুরুজন ভবন দুয়ার।। অতি ভয় লাজে সঘন তনু কাঁপই ঝাঁপই নীলনিচোল। কত কত মনহি মনোরথ উপজত মনসিজ সিন্ধু হিলোল।। মন্থর গমনী পন্থ দরশাওলি চতুর সখী চলু সাথ। পরিমলে অধ্ব কানন করি বাসিত ভামিনী অবনত মাথ।। তরুণ তমাল সঙ্গ সুখ কারণ জঙ্গম কাঞ্চন বেলি। কেলি বিপিন নিপুণ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ