ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • আমার মনের কথা শুন লো সজনি
    আমার মনের কথা শুন লো সজনি। শ্যাম বঁধু পড়ে মনে দিবস রজনী।। কিবা গুণে কিবা রূপে মোর মন বাঁধে। মুখেতে না সরে বাণী দুটি আঁখি কাঁদে।। চিতের অনল কত চিতে নিবারিব। না যায় কঠিন প্রাণ কারে কি বলিব।। চণ্ডীদাস বলে প্রেম কুটিলতা রীত। কুলধর্ম্ম লোকলজ্জা নাহি মানে চিত।। keyboard_arrow_right
  • আমি কিছু নাহি জানি ভাঙ্গিয়াছে ক্ষির ননী
    আমি কিছু নাহি জানি ভাঙ্গিয়াছে ক্ষির ননী তোমারে শুধাই তার কথা। না দেখি গোকুল চান্দ কেমন করয়ে প্রাণ বলনা গোপাল পাব কোথা।। আমি কি এমন জানি কোলে করি যাদুমণি যাদুরে করাই স্তন পান। মোরে বিধি বিড়ম্বিল গোরস উথলি গেল তা দেখি ধরিতে নারি প্রাণ।। গোপাল না লৈনু কোলে ভুলিনু রোহিণী বোলে সে কোপে কোপিত যাদুমণি। […] keyboard_arrow_right
  • আমি ত অবলা তাহে এত জ্বালা
    আমি ত অবলা তাহে এত জ্বালা বিষম হইল বড়। নিবারিতে নারি গুমরিয়া মরি তোমারে কহিল দড়।। সহজে আপন বয়স যেমন আর নহে হাম জানি। স্বপনে ভালিয়া সে রূপ কালিয়া না রহে আপন প্রাণী।। সই,মরণ ভাল। সে বর নাগর মরমে পশিল ভাবিতে হইল কাল।। কহে চণ্ডীদাসে বাশুলী আদেশে এই ত রসের কূপ। এক কীট হয়ে আর […] keyboard_arrow_right
  • আমি যাই যাই বলি বলে তিন বোল
    “আমি যাই যাই” বলি বলে তিন বোল। কত না চুম্বন দেই কত দেই কোল।। করে কর ধরি পিয়া শপথি দেয় মোরে। পুনঃ দরশন লাগি কত চেষ্টা করে।। পদ আধ যায় পিয়া চাহে উলটিয়া। বয়ান নিরখে কত কাতর হইয়া।। নিগূঢ় পীরিতি পিয়া করেন বহুক। চণ্ডীদাস কহে হিয়ার ভিতরে রহুক।। keyboard_arrow_right
  • আমিত অবলা তাহে এত জ্বালা
    আমিত অবলা তাহে এত জ্বালা বিষম হইল বড়। নিবারিতে নারি গুমরিয়া মরি তোমারে কহিল দড়।। সহজে আপন বয়স যেমন আর নহে হাম জানি। স্বপন ভালিয়া সে রূপ কালিয়া না রহে আপন প্রাণী।। সই, মরণ ভাল। সে বর নাগর মরমে পশিল ভাবিতে হইল কাল। কহে চণ্ডীদাসে বাশুলী আদেশে এইত রসের কূপ।। এক কীট হয়ে আর দেহ […] keyboard_arrow_right
  • আয়ান আসিয়া ডাকিছে হাঁকিয়া
    আয়ান আসিয়া ডাকিছে হাঁকিয়া দাঁড়ায়ে বাহির দ্বারে। দ্বার খোল বলি মাতা ও ভগ্নীরে ঘন ঘন ডাক ছাড়ে।। উপরে থাকিয়া কুটিলা কহিছে রাঙা করি দুটি আঁখি। তোর চতুরতা আজি বুঝিয়াছি নিতি নিতি দাও ফাঁকি।। উপরে যেমন বরণ কালিম ভিতরে তেমনই কালি। দূর হ রাখাল কুল মজানিয়া নতুবা খাইবি গালি।। শ্রমেতে কাতর আয়ান তখন রক্তিম নয়নে চায়। […] keyboard_arrow_right
  • আয়ানের বেশে হরি বাহির হইলা
    আয়ানের বেশে হরি বাহির হইলা। কুটিলা নিকটে গিয়া তুরিতে ভেটিলা।। আয়ানের স্বরে তারে বলিছেন বাণী। কুটিলে বিজন বনে কেন একাকিনী।। আমি ভ্রমিতেছি করি বৃষ অন্বেষণ। তুমি কোন্ অভিপ্রায়ে কৈলে আগমন।। কুটিলা কহিছে করি বধু অন্বেষণে। করিয়ে স্নানের ছলা এসেছে এ বনে।। হরি কহেন মুখে রোষ করিয়া প্রকাশ। আমি হেথা বসি তুমি করহ তল্লাস।। যদি কৃষ্ণ […] keyboard_arrow_right
  • আর একদিন সখি শুতিয়া আছিলু
    আর একদিন সখি শুতিয়া আছিলু। বন্ধুর ভরমে ননদিনী কোলে নিলু।। বন্ধু নাম শুনি সেই উঠিল রুষিয়া । কহে তোর বন্ধু কোথা গেল পলাইয়া।। সতী কুলবতী কুলে জ্বালি দিলি আগি। আছিল আমার ভালে তোর বধ-ভাগি।। শুনিয়া বচন তার অথির পরাণি। কাঁপয়ে শরীর দেখি আঁখির তাজনি।। কেমতে এড়াব সখি, সে পাপিনীর হাথে। বনের হরিণী থাকে কিরাতের সাথে।। […] keyboard_arrow_right
  • আর খেলে খেলা বাজিকর-বালা
    আর খেলে খেলা বাজিকর-বালা দেখায় পাণ্ডব-বংশ। ধর্ম্ম যুধিষ্ঠির ভীম সহোদর অর্জ্জুন ধরিল অংশ।। নকুল আকৃতি ধরিলা মূরতি সহদেব রূপ প্রায়। দেখিতে রাজার চিত মন হরে নয়নে দেখিল তায়।। ত্যজি আনরূপ ধরিল তখনি শিশুপাল -রূপ হয়। সূর্য্যবংশকুল ভগীরথগণ অজ আদি করি নয়।। নানা রাজকুল নানা অবতার দেখিলা অনেক খেলা। কহেন রাজন্‌– “আর কিবা জান কহ বাজিকরবালা।।” […] keyboard_arrow_right
  • আর এক গোপী যাইতে বাহিরে
    আর এক গোপী যাইতে বাহিরে দেখিল তাহার পতি। তাহারে রুষিয়া কহিছে গর্জ্জিয়া– “নিশীথে যাইবে কতি।। একে ঘোর রাতি তাহাতে স্ত্রী জাতি ভয় নাহিক মনে। নাহি লাজ ভয় কুলের কলঙ্ক কি করি যাইবি বনে।।” অনেক গঞ্জিয়া তাহারে ধরিয়া লইয়া থুইল ঘরে। * * * * keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ