রাধার আবেশে গমন মন্থর চলিল আবেশ হৈয়া। শ্যাম-মন্ত্র-মালা জপিতে জপিতে প্রবেশ করল গিয়া।। উপবন-মাঝে প্রবেশ করিল সুখময়ী ধনী রাই। প্রেম-রস-ভরে আধ আধ বোল কহিছে সঘনে তাই।। এক সখী গিয়া সেখানে যাইয়া কহিছে রাধার পাশে।– “কি আর বিলম্ব করিছ তোমরা চলহ তুরিত বেশে।। নাগর-শেখর একলা আছয়ে চলহ তুরিত করি।” গিয়া বৃন্দাবনে দিল দরশন চণ্ডীদাস কহে ভালি।।
keyboard_arrow_right