ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • রাসজাগরণে নিকুঞ্জভবনে
    রাসজাগরণে নিকুঞ্জভবনে আলুয়্যা আলসভরে। শুতলি কিশোরী আপনা পাসরি পরাণনাথের কোরে।। সখি হের দেখসিয়া বা। নিন্দ যায় ধনী ও চাঁদ-বদনী শ্যামঅঙ্গে দিয়া পা।।ধ্রু।। নাগরের বাহু করিয়া শিথান বিথান বসন ভূষা। নিশ্বাসে দুলিছে রতনবেশর হাসিখানি তাহে মিশা।। পরিহাস করি নিতে চাহে হরি সাহস না হয় মনে। ধরি করি বোল না করিহ রোল দাস জগন্নাথ ভণে।। keyboard_arrow_right
  • রাসবিলাসে মুগধ নটরাজ
    রাসবিলাসে মুগধ নটরাজ। যূথহি যূথ রমণিগণ মাঝ।। চুম্বয়ে রময়ে সবহুঁ সমভাব। হেরইতে সুবদনি ভেল বিভাব।। কোপে কমলমুখি করল পয়ান। বৈঠলি তিমিরকুঞ্জে করি মান।। মণ্ডলি ছোড়ি রাই যব গেল। হেরি নাগরবর চমকিত ভেল।। আকুল গোকুলবল্লভ কান। ছাড়ি সব রঙ্গিণি করল পয়ান।। বিলপই মনমথবাণে ভই খীণ। ঢুঁড়ই সবহুঁ কুঞ্জে মতিহীন।। রাই না পাই যাই এক কুঞ্জ। রোয়ত […] keyboard_arrow_right
  • রাসবিহারে মগন শ্যাম নটবর
    রাসবিহারে মগন শ্যাম নটবর রসবতি রাধা বামে। মণ্ডলি ছোড়ি রাইকর ধরি হরি চললি আন বন-ধামে।। যব হরি অলখিত ভেল। সবহুঁ কলাবতি আকুল ভেল অতি হেরইতে বন মাহা গেল।।ধ্রু।। সখিগণ মেলি সবহুঁ বন ঢুঁড়ই পূছই তরুগণ পাশ। কাঁহা মঝু প্রাণনাথ ভেল অলখিত না দেখিয়া জিবন নিরাশ।। কহ কহ কুসুমপুঞ্জ তুহুঁ ফুল্লিত শ্যামভ্রমর কাহাঁ পাই। কোন উপায়ে […] keyboard_arrow_right
  • রাসরঙ্গথল পরম সুশীতল
    রাসরঙ্গথল পরম সুশীতল সহচরিগণ তহি ঘেরি। দুহুঁ মুখ চাহি পাই পরমানন্দ বাজনযন্ত্রে তন্ত্রে করু মেলি।। রঙ্গিণি রাই রঙ্গিয়া শ্যামরায়। দুহুঁ দুহাঁ চাই দুহুঁক মুচুকায়নি ঝুলাই নূপুর পরবেশল তায়।।ধ্রু।। শ্যামর গোরি হোই অতি উলসিত রচই সরস পরবন্ধ। ইনহি ইনহি মঝু ওর সেঁ গাওব সখিক ভাগ নিরবন্ধ।। নরতন মঙ্গল পরম সুসঙ্কুল গাওত বাওত আলি। রহি রহি পাদ […] keyboard_arrow_right
  • রূপ কোটি কাম জিনি বিদগধ-শিরোমণি
    রূপ কোটি কাম জিনি বিদগধ-শিরোমণি গোলোকে বিহরে কুতূহলে। ব্রজ-রাজ-নন্দন গোপিকার প্রাণ-ধন কি লাগি লোটায় ভুমি-তলে।। keyboard_arrow_right
  • রূপ দেখি মোহিত হইল কত জনা
    রূপ দেখি মোহিত হইল কত জনা। নগরে চাতরে সব পড়িল ঘোষণা।। “রূপবতী কুলবতী ছাড়ে নিজ পতি। জনমিয়া হেন রূপ নাহি দেখি কতি।।” বৃকভানুপুরে যত পুরবাসিগণ। মুগধ হইয়া রহে দেখিয়া সুঠান।। “এ বড় বিষম বাজি কখন না দেখি। কি আনন্দ দেখিয়া মজিল যেন আঁখি।।” লাগিল মোহ-নিগড়া রহে এক চিতে। তটস্থ হইয়া রহে কেহ কোন ভিতে।। মদন-মূরতি […] keyboard_arrow_right
  • রূপ দেখি যত মথুরা-নাগরী
    রূপ দেখি যত মথুরা-নাগরী মোহিত হইল তারা। তাথে প্রেমরসে কুলের কামিনী চৈতন্য নাহিক কারা।। কে হেন ও রূপ নিরমান কৈল কত সুধা দিয়া রাশি। গড়ল হরষে এমনি পরশে এমতি গতিকে বাসি।। ধন্য সে রসিয়া এমন কালিয়া নিরমাণ কৈল দেহা। গঠন সুঠন করি একমন নয়ন খঞ্জন রেহা।। চৌরস কপাল উঘ রাতাপল দশন কুন্দের কলি। দেখিয়া শুনিয়া […] keyboard_arrow_right
  • রূপ দেখি যত মথুরা-নাগরী
    রূপ দেখি যত মথুরা-নাগরী মোহিত হইল তারা।। তাথে প্রেমরসে কুলের কামিনী চৈতন্য নাহিক কারা।। কে হেন ও রূপ নিরমাণ কৈল কত সুধা দিয়া রাশি। গড়ল হরষে এমনি পরশে এমনি গতিকে রাশি।। ধন্য সে রসিয়া এমন কালিয়া নিরমাণ কৈল দেহা। গঠন সুঠন করি একমন নয়ন খঞ্জন-রেহা।। চৌরস কপাল উঘ রাতাপল দশন কুন্দের কলি। দেখিয়া শুনিয়া ফুলের […] keyboard_arrow_right
  • রূপ দেখি হিয়া কেমন করে
    “রূপ দেখি হিয়া কেমন করে। না দেখিয়া ছিনু ভাল দেখি পরমাদ ভেল কেন বা লইয়া আইল মোরে।। হৃদয়ে পশিল আসি এ হেন রূপের রাশি অবলার পরাণ তরল। পাশে আছে এক দোষ জানি করে অতিরোষ গুরুজন জানি কর বল।। শুনহ মরম- প্রিয়া এ হেন রসিক লয়া কিরথু রসের নব লেহা। অমূল্য রতন ধন আর কিবা প্রয়োজন […] keyboard_arrow_right
  • রূপ দেখি হিয়া কেমন করে
    রূপ দেখি হিয়া কেমন করে। না দেখিয়া ছিনু ভাল দেখি পরমাদ ভেল কেন বা লইয়া আইল মোরে।। হৃদয়ে পশিল আসি এ হেন রূপের রাশি অবলার পরাণ তরল। পাছে আছে এক দোষ জানি কবে অনিরোষ গুরু জন জানি করে বল।। শুনহ মরম-প্রিয়া এ হেন রসিক লয়া করিথু রসের নব লেহা। অমূল্য রতন ধন আর কিবা প্রয়োজন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ