“আরে মোর যাদুয়া দুলাল। অনেক তপের ফলে এ ধন পেয়েছি কোলে মধুপুরে হারাইল ভাল।। ভাল হল যা করিলে দরিয়াতে ভাসাইলে এ নহে তোমার ঠাকুরালি। বাঢ়াইলে অতি প্রীত এবে কর অনুচিত হিয়ায়ে আনল দিলে ভালি।। বিরহ কঠিন বড় এ কথা জানিহ দঢ় পরবশ না শুণিহ মনে। উগারিয়া মধুরাশি প্রেম কৈলে অহর্নিশি ইহা তুমি ঘুচাহ কেমনে।। গোকুলের […]
keyboard_arrow_right