ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • স্বপনে কালিয়া নয়নে কালিয়া
    “স্বপনে কালিয়া নয়নে কালিয়া চেতনে কালিয়া মোর। শুইতে কালিয়া বসিতে কালিয়া কালিয়া-কলঙ্ক কোর।। ভোজনে কালিয়া গমনে কালিয়া কালিয়া কালিয়া বলি। কালা হাইবাসে কালিয়া মূরতি ভূষণ করিয়া পরি।। গগনে চাহিতে কালিয়া বরণ দেখিয়ে মেঘের রূপ। তবে সে জুড়ায়ে এ পাপ পরাণ উঠয়ে রসের কূপ।। নীলঘন শ্যাম যে দিখে সম্মুখে তাহাই দেখিয়া রই। * * * * […] keyboard_arrow_right
  • স্বপনে কালিয়া নয়নে কালিয়া
    স্বপনে কালিয়া নয়নে কালিয়া চেতনে কালিয়া মোর। শুইতে কালিয়া বসিতে কালিয়া কালিয়া কলঙ্ক কোর।। ভোজনে কালিয়া গমনে কালিয়া কালিয়া কালিয়া বলি। কালা হাই বাসে(?) কালিয়া মূরতি ভূষণ করিয়া পরি।। গগনে চাহিতে কালিয়া বরণ দেখিয়ে মেঘের রূপ। তরে সে জুড়ায়ে এ পাপ পরাণ উঠয়ে রসের কূপ।। নীলঘন শ্যাম যে দেখি সম্মুখে তাহাই দেখিয়া রই। * * […] keyboard_arrow_right
  • স্বরূপ বিহনে রূপের জনম
    স্বরূপ বিহনে রূপের জনম কখন নাহিক হয়। অনুগত বিহনে কার্য্যসিদ্ধি কেমনে সাধকে কয়।। কে বা অনুগত কাহার সহিত জানিব কেমনে শুনে। মনে অনুগত মুঞ্জরী সহিত ভাবিয়া দেখহ মনে।। দুই চারি করি আটটা আখর তিনের জনম তায়। এগার আখরে মূল বস্তু জানিলে একটি আখর হয়।। চণ্ডীদাস কহে, শুন হে মানুষ তাই। সবার উপর মানুষ সত্য তাহার […] keyboard_arrow_right
  • স্বরূপে আরোপ যার রসিক নাগর তার
    স্বরূপে আরোপ যার রসিক নাগর তার প্রাপ্তি হবে মদনমোহন। গ্রাম্য দেব বাশুলীরে জিজ্ঞাস গে করজোড়ে রামী কহে শৃঙ্গার সাধন।। চণ্ডীদাস করজোড়ে বাশুলীর পায় ধরে মিনতি করিয়া পুছে বাণী। শুন মাতা ধর্ম্মমতি বাউল হইনু অতি কেমনে সুবুদ্ধি হবে প্রাণী।। হাসিয়ে বাশুলী কয় শুন চণ্ডী মহাশয় আমি থাকি রসিক নাগরে। সে গ্রামে দেবতা আমি ইহা জানে রজকিনী […] keyboard_arrow_right
  • হইলে সুজাতি পুরুষের রীতি
    হইলে সুজাতি পুরুষের রীতি যে জাতি নায়িকা হয়। আশ্রয় হইলে সিদ্ধ রতি মিলে কখন বিফল নয়।। তেমতি নায়িকা হইলে রসিকা হীন জাতি পুরুষেরে। স্বভাব লওয়ায় স্বজাতি ধরায় যেমন কাচ-পোকা করে।। সহজ করণ রতি নিরূপণ যে জন পীরক্ষা জানে। সেই ত রসিক হয় ব্যবসিক দ্বিজ চণ্ডীদাস ভণে।। keyboard_arrow_right
  • হন্ত ন কিমু মন্থরয়সি
    হন্ত ন কিমু মন্থরয়সি সন্ততমভিজল্পম্। দন্ত-রোচি রন্তরয়তি সন্তমসমনল্পম্।। রাধে পথি মুঞ্চ ভূরি সম্ভ্রমমভিসারে। চারয় চর- ণাম্বুরুহে ধীরং সুকুমারে।।ধ্রু।। সন্তনু ঘন- বর্ণমতুল কুন্তল-নিচয়ান্তম্। ধ্বান্তং তব জীবতু নখ- কান্তিভিরভিশান্তম্।। সসনাতন মানসাদ্য যান্তী গতশঙ্কম্। অঙ্গীকুরু মঞ্জু-কুঞ্জ বসতেরলমঙ্কম্।। keyboard_arrow_right
  • হরি তনু পরশি হরষি ধনী বৈঠল
    হরি তনু পরশি হরষি ধনী বৈঠল আনন্দে দেহ না ধরই। বেরি এক নিরখি জনম দুখ বিছুরল নীরস কথন রসে কহই।। শুন শুন সুন্দর শ্যাম। রাই অভাগিনী ব্রজ মাহা আছয়ে ভরমে লইতে কভু নাম।। কত রস আগরি মধুপুর নাগরী কুবরী যাকর নাম। অন্তরে রিঝি সমঝি সুখে চিরদিন কয়লি যাক লই ধাম।। সো সব কাঁহা রহল অব […] keyboard_arrow_right
  • হরি হরি আর কি এমন দশা হব
    হরি হরি আর কি এমন দশা হব। ছাড়িয়া পুরুষদেহ প্রকৃতি হইব।। টানিয়া বান্ধিব চূড়া নবগুঞ্জা তাহে বেড়া নানা ফুলে গাঁথি দিব হার। পীতবসন অঙ্গে পরাইব সখী সঙ্গে বদনে তাম্বূল দিব আর।। দুহুঁ রূপ মনোহারী দেখিব নয়ান ভরি নীলাম্বরে রাইকে সাজাইয়া। নবরত্ন জাদ আনি বান্ধিব বিচিত্র বেণী তাহে ফুল মালতী গাঁথিয়া।। সে না রূপমাধুরী দেখিব নয়ান […] keyboard_arrow_right
  • হরি হরি এ বড় বিস্ময় লাগে মনে
    হরি হরি এ বড় বিস্ময় লাগে মনে। জিনি নব জলধর পূর্ব্বে যার কলেবর সে এবে গৌরাঙ্গ ভেল কেনে।। শিখি-পুচ্ছ গুঞ্জা-বেড়া মনোহর যার চূড়া সে মস্তকে কেশ-শূণ্য দেখি। যার বাঁকা চাহনিতে মোহে রাধিকার চিতে এবে প্রেমে ছলছল আঁখি।। সদা গোপ গোপী সঙ্গে বিলসয়ে রস-রঙ্গে এবে নারী-নাম না শুনয়ে। ভুজযুগে বংশী ধরি আকর্ষয়ে ব্রজ-নারী সেই ভুজে দণ্ড […] keyboard_arrow_right
  • হরি হরি কি পুছসি ক্রন্দন-রীত
    হরি হরি কি পুছসি ক্রন্দন-রীত। সো বিনি দোখে রোখে পরিবাদল অতয়ে বেয়াকুল-চীত।।ধ্রু।। কাহে হাম বোলব কো দুখ জানব কো পরবোধব রাধা। কো মৃত দেখি জিবন পরকাশব বিঘটন করই সমাধা।। গণি গণি এহ থেহ নহি পায়ই বৈঠল কুঞ্জ-কুটীরে। তৈখনে আয়ল তুহুঁ সম্বাদলি সুধা-রসে সেঁচলি শরীরে।। সো যদি হেরি পুনহি মোহে দোখই তব কিয়ে হোয়ব মোর। রাসানন্দ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ