ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • এ নব নাগর গুণের সাগর
    এ নব নাগর গুণের সাগর রাধার বদন হেরি। হাসি রসে রসে অমিয়া বরিষে বামে শেভিয়াছে গৌরী।। দেখ দেখ রূপ সিয়া । কোন বিধি এত রূপ’ নিরমিল কে জানে কি সুধা দিয়া।। এত রূপখানি কেমনে গড়ল ধন্য সে রসিয়া জনে। কোন বিধি এত রূপ নিরমিল কুন্দর মনের সনে।। শুভক্ষণ দিনে অমিয়ার সনে মুখেতে দিয়াছে ঢালি। চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • এ নব নাগর গুণের সাগর
    এ নব নাগর গুণের সাগর রাধার বদন হেরি। হাসি রসে রসে অমিয়া বরিষে বামে শোভিয়াছে গৌরী।। দেখ দেখ রূপ সিয়া। কোন বিধি এত রূপ নিরমিল কে জানে কি সুধা দিয়া।। এতরূপখানি কেমনে গড়ল ধন্য সে রসিয়া জনে। কোন বিধি এত রূপ নিরমিল কুন্দল মনের সনে।। শুভ ক্ষণ দিনে অমিয়ার সনে মুখেতে দিয়াছে ঢালি। চণ্ডীদাস কহে […] keyboard_arrow_right
  • এ বোল বলিয়া বিস্মিত হইয়া
    এ বোল বলিয়া বিস্মিত হইয়া ডাকেন রোহিনি দেবি। “* * * * * * * * লের গুন মরিএ মরমে ভাবি।। আমার সাক্ষাতে মৃর্ত্তিকা খাইল দেখিল নয়ন-কনে। * * * * * * মুখ মেল দেখি দেখাইল মুখখানে।। মেলয়িা শ্রীমুখ কিবা দেখাইল দেখিয়া বিস্মিত হ(লুঁ) কহিতে বিসম পরতিত নহে মু মেন কি ফল পালুঁ ।। […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া বৃকভানু রাজা
    এ বোল শুনিয়া বৃকভানু রাজা মগন হইলা চিতে। “তোমারে কি দিয়া আমি সে তুষিব কি তোরে আছয়ে দিতে।। পরাণ কাড়িয়া দিই তোমা হাতে তুব সে শোধন নয়। কোন বস্তু দিয়া তোমা সুখী করি হেন মোর মনে হয়।।” করেতে ধরিয়া বাহির হইলা সেই শিশু লই সঙ্গে। নানা রত্ন আদি কনকের মালা দিল হরষিত রঙ্গে।। মণি-মাণিকের মালা […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া সুবল সাঙ্গাত
    এ বোল শুনিয়া সুবল সাঙ্গাত কহেন উত্তর বোল। “ইহার বচন জানিয়ে সকলি করিব এখন ওর।।” কহেন সুবল সখা। “তোমার চরিত করিব বেকত তা সনে করাব দেখা।। তোমার মরম বুঝিনু করম শুন রসময় কান। তা সনে মিলন করাব যতনে ইহাতে নাহিক আন।। তোমার মরম আমি ভালে জানি শুনহ মরম সখা। বুঝিব চরিত জানিব বেকত তোমারে করাব […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া হাসিয়া হাসিয়া
    এ বোল শুনিয়া হাসিয়া হাসিয়া কহেন গোপের নারী। “বড় অদভুত শুনিল বেকত ইহা পরমাদ বড়ি।।” ভাল ভাল বলি বলে গোপীগণ “যাহাই করিবে তুমি। সেই সত্য ফল সেই সে সুদিন কি আর বলিব আমি।।” কেহ বলে–“শুন নাগর মোহন না দেখি না শুনি কানে । রাধারে রাজত্ব দিবে সে বেকত দেখি যে মনের সনে।।” আনন্দ অথির হইয়া […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া হাসিয়া হাসিয়া
    এ বোল শুনিয়া হাসিয়া হাসিয়া কহেন গোপের নারী। বড় অদভুত শুনিল বেকত ইহা পরমাদ বড়ি।। ভাল ভাল বলি বলে গোপীগণ বাহাই করিবে তুমি। সেই সত্য ফল সেই সে সুদিন কি আর বলিব আমি।। কেহ বলে শুন নাগর মোহন না দেখি না শুনি কাণে। রাধারে রাজত্ব দিব সে বেকত দেখিয়ে মনের সনে।। আনন্দ অথির হইয়া নাগরী […] keyboard_arrow_right
  • এ সখি সুন্দরি, কহ কহ মোয়
    এ সখি সুন্দরি,কহ কহ মোয়। কাহে লাগি তুয়া অঙ্গ অবশ হোয়।। অধর কাঁপয়ে তুয়া ছল ছল আঁখি। কাঁপিয়া উঠয়ে তনু কন্টক দেখি।। মৌন করিয়া তুমি কি ভাবিছ মনে। এক দিঠি করি রহ কিসের কারণে।। বড়ু চণ্ডীদাস কহে বুঝিলাম নিশ্চয়। পশিল শ্রবণে বাঁশী অতত্ত্ব সে হয়। keyboard_arrow_right
  • এ সখি অব সব পরীখন ভেলি
    এ সখি অব সব পরীখন ভেলি। তুহু নব প্রেম অমৃত রস বেলী।। লাগলি শ্যাম তমালকো অংস। ফুল ভয়ো সব জগ অবতংস।। এ দোহু মিলন কবহু না ছোটে। মূঢ়কো যতনে বেলী নহি টুটে।। ঘন বিনু চাতক জল বিনু মীন। হরি বিনু তৈছন তুহু তনু খীণ।। চান্দনি বিনু চকোর নাহি পিয়ে। তৈছন তূয়া বিনে হরি নাহি জিয়ে।। […] keyboard_arrow_right
  • এ সখি কি মোরে হইল বিধি বাম
    এ সখি কি মোরে হইল বিধি বাম। মানে মানিনী হৈঞা হারাইনু শ্যাম।। কত জানি মিনতি করিল পিয়া মোর। সজল নয়ন হৈঞে ব্যাকুল ভোর।। না শুনিল বিনয় বচন অভিমানে। কান্দি কান্দি পিয়া গেল সজল নয়নে।। না কহিলুঁ প্রিয় কথা না পেখিলুঁ হেরি। নিরাশ হইঞা গেলা রসের মুরারি।। সখী কহে শুন ধনি বিনোদিনী রাই। সহজেই খলচিত কঠিন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ