ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • ওহে ও কুবুজার বন্ধু
    ওহে ও কুবুজার বন্ধু। পাসরেছ রাইমুখ-ইন্দু।। ওহে ও পাগধারী। পাসরেছ নবীন কিশোরী।। রাই পাঠাইল মোরে। দাসখত দেখাবার তরে।। যাতে মোরা আছি সাখী। পদতলে নাম দিলে লেগি।। তুমি ব্রজ যাবে যবে। করতালি বাজাইব সবে।। দ্বিজ চণ্ডীদাস ভণে। গালি দিব যত আছে মনে।। keyboard_arrow_right
  • ওহে কানাই তিলেক নাহিক তোমার লাজ
    ওহে কানাই তিলেক নাহিক তোমার লাজ। বিষয় কে দিল পথে ঠেকেছ রাধার হাতে অলপে সে না আসিবে কাজ।। দ্বিভুজে মুরলী ধর বাঁশীতে সন্ধান পূর বুকে হান মনমথ বাণ। রমণী মণ্ডলী করি আভরণ লব কাড়ি ভাল মতে সাধাইব দান।। কুবোল বলহ যদি মাথায় ঢালিব দধি বসিতে না দিব তরুতলে। কাড়ি লব পীতধড়া আউলায়ে ফেলিব চূড়া বাঁশীটি […] keyboard_arrow_right
  • ওহে নাথ কি করিয়া গেলে
    ওহে নাথ কি করিয়া গেলে। বজর পাড়িয়ে মোর ভালে।। আমি সে করল কোন কাজ। পরিহরি সতীপণা লাজ।। আগু পাছু কিছু না গুণিনু। ছার মুখে কি বোল বুলিনু।। তুমি পতি পুরুষ-রতনে। ইহা না জানিল পরিণামে।। অপরাধ ক্ষেম এইবার। শুন নাথ মহিমা তোমার।। অবলা কি জানে গুণরাশি। আমি তোমার চরণের দাসী।। আপনার গুণে কর দয়া। লইয়াছি তুয়াপদ-ছায়া।। […] keyboard_arrow_right
  • ওহে নাথ কি করিয়া গেলে
    “ওহে নাথ কি করিয়া গেলে। বজর পাড়িয়ে মোর ভালে।। আমি সে করল কোন কাজ। পরিহরি সতীপণা লাজ।। আগু পাছু কিছু না গুণিনু। ছার মুখে কি বোল বুলিনু।। তুমি পতি পুরুষরতনে। ইহা না জানিল পরিণামে।। অপরাধ ক্ষম এইবার। শুন নাথ মহিমা তোমার।। অবলা কি জানে গুণরাশি। আমি তোমার চরণের দাসী।। আপনার গুণে কর দয়া। লইয়াছি তুয়া […] keyboard_arrow_right
  • ওহে বড়াই তাহার বিষম নারা
    ওহে বড়াই, তাহার বিষম নারা। (?) কিছু নাহি খায় সে তেজয়ে কায় পাঁজর হৈয়াছে সারা।। শুনি কি না শুনি যেন সরু বাণী যেন রুধিরের ধারা। কনক বদন হৈয়াছে মলিন চকিত লোচনতারা।। শ্রবণ নয়ন করে অনুক্ষণ যেনক শায়ন ধারা। নেতের বসনে মুছিবে কেমনে এত বল আছে কারা।। এখন তখন তাহার জীবন না চলে কণ্ঠের লালা । […] keyboard_arrow_right
  • কক্‌খটি বচন রচন শুনি সচকিত
    কক্‌খটি বচন রচন শুনি সচকিত দুহুঁচিতে ভৈ গেল তরাস। নিরমিত বেশ পুনহি ভেল বিচলিত খলিত কেশ পট-বাস।। ভরমহি কানুক পীত বসন লেই সুন্দরি ঝাঁপল অঙ্গ। রাইক ওঢ়নি লেই সুনাগর চলু সব সহচরি সঙ্গ।। সহজই সঙ্গ-ভঙ্গে অতি আকুল ঝাঁপল দুহুঁ দিঠি নীর। তাহে গুরুজনভিতে শঙ্কাকুলচিতে না চিহ্নয়ে নিজ চীর।। দুহুঁ জন অতিশয় বিরহে বেয়াকুল সজল নয়নে […] keyboard_arrow_right
  • কখন না জানি আমি বিচ্ছেদের জ্বালা
    কখন না জানি আমি বিচ্ছেদের জ্বালা। কে সহিবে ইহ দুখ হইয়া অবলা।। মরিব মরিব সখি না রাখিব জিউ। কে রাখিবে দেহ না হেরিয়া সেহ পিউ।। কে রহিবে গোকুলে কে শুনিবে বোল। কে করিবে অনুখণ ক্রন্দনের রোল।। কে হেরিবে শূন্য কদম্বক কোর। কে যাওব ঐছন কুঞ্জক ওর।। নারিব নারিব প্রাণ রাখিতে নারিব। কহে বলরাম হাম আগে […] keyboard_arrow_right
  • কত ঘন চন্দন কত কত বীজন
    কত ঘন চন্দন কত কত বীজন সজল জলদ বিষ-শঙ্কা। জৈঠহি পৈঠল হিয়ে বড়বানল কিয়ে দুরবিহি ভেল বঙ্কা।। নব নব জলধর ভরি রহু অম্বর বরিষা নব পরবেশে। খেণে খেণে জলদ মধুরময় ধনি শুনি গুণি গুণি উঠয়ে তরাসে।। keyboard_arrow_right
  • কত ঘর বাহির হইব দিবারাতি
    কত ঘর বাহির হইব দিবারাতি। বিষম হইল কালা কানুর পীরিতি।। খাইতে না রুচে অন্ন শুইতে না লয় মন। বিষ মিশাইলে যেন এ ঘর করণ।। পাসরিতে চাহি যদি পাসরা না যায়। তুষের অনল যেন জ্বলিছে হিয়ায়।। হাসিতে শ্যামের সনে পীরিতি করিয়া। নাহি যায় দিবা নিশি মরয়ে ঝুরিয়া।। পীরিতি এমন জ্বালা জানিব কেমনে। তবে কেন বাড়াই লেহা […] keyboard_arrow_right
  • কত নাস-বেশ করি পরায় পাটের শাড়ী
    কত নাস-বেশ করি পরায় পাটের শাড়ী সাধে সাধে সমুখে হাটায়। দেখিয়া হাটন মোর হইয়া আনন্দে ভোর দুই বাহু পসারিয়া ধায়।। সই তেঞি সে হিয়ার মাঝে জাগে। কত কুলবতী যারে হেরিয়া ঝুরিয়া মরে সেহ যোড় হাথে মোর আগে।। অতিরসে গরগরি কাঁপে পহু থরথরি আরতি করিয়া কোলে করে। ঘন ঘন চুম্বনে নিবিড় আলিঙ্গনে ডুবাইল রসের সাগরে।। চন্দন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ