ওহে বড়াই, তাহার বিষম নারা। (?) কিছু নাহি খায় সে তেজয়ে কায় পাঁজর হৈয়াছে সারা।। শুনি কি না শুনি যেন সরু বাণী যেন রুধিরের ধারা। কনক বদন হৈয়াছে মলিন চকিত লোচনতারা।। শ্রবণ নয়ন করে অনুক্ষণ যেনক শায়ন ধারা। নেতের বসনে মুছিবে কেমনে এত বল আছে কারা।। এখন তখন তাহার জীবন না চলে কণ্ঠের লালা । […]
keyboard_arrow_right