• নিকুঞ্জ মন্দির ঘরে ধরি কিশোরীর করে
    নিকুঞ্জ মন্দির ঘরে ধরি কিশোরীর করে কহিছেন রসময় হরি। বিশাখাকে কহে ডাকি পাশা আন প্রাণসখি রাই সঙ্গে খেলাইব সারি।। ললিতা কহয়ে হাসি হারিলে লইব বাঁশী রাই দিবে গজমোতি হার। হাসিয়া কহেন হরি আমি যদি জিনি সারি রাই চুম্ব দিবে শতবার।। শুনিয়ে শ্যামের কথা কহিছে চম্পক লতা থাক বন্ধু ভরমে সরমে। কহিবার কথা নয় রাইয়ের যদি […] keyboard_arrow_right
  • প্রেমেতে অবশ হয়ে প্রাণনাথের মুখ চেয়ে
    প্রেমেতে অবশ হয়ে প্রাণনাথের মুখ চেয়ে কহিছেন বিনোদিনী রাধা। ধর মোর বেশর ধর আপন আঁচরে কর তোমার মুরলী রাখ বান্ধা।। হারি যদি হে নাগর নাহি লব এ বেশর জিনি যদি নাহি দিব বাঁশী। বাঁশীটি জিনিয়া লব আপন করিয়া থোব নতুবা হইব তব দাসী।। শ্যাম কহেন হাসি হাসি আমার মোহন বাঁশী পাষাণ দ্রবয়ে যার গানে। এক […] keyboard_arrow_right
  • যাবটে আমার রাইএর গোচর
    যাবটে আমার রাইএর গোচর বসতি হইবে কবে। শ্রীরূপ মঞ্জরী মোরে কৃপা করি চরণে রাখিবে তবে।। মোরে কৃপা করি গোবর্দ্ধন গিরি রাধাকুণ্ড কুঞ্জবনে। যেখানে যেখানে লীলা নিকেতনে নিভৃত নিকুঞ্জ স্থানে।। নিভৃত নিকুঞ্জে রাই যাবে রঙ্গে নয়নে দর্শন হবে। গুরুরূপা সখী অনাথিনী দেখি পশ্চাতে রাখিবে কবে।। আর কত দিনে সেবাপরা-গণে আমারে ইঙ্গিত বাণী। ইঙ্গিত বুঝিব পালঙ্ক বিছাব […] keyboard_arrow_right
  • শুন শুন নিবেদন বিনোদিনী রাই
    শুন শুন নিবেদন বিনোদিনী রাই। তোমা বিনে ত্রিভুবনে মোর কেহ নাই।। বাঁশী দাও মোরে লও বিনামূলে কিনি। বাঁশী দান দেহ মোরে রাধা বিনোদিনী।। এই বাঁশীর গুণেতে বনেতে চরাই গাই। দিবা নিশি বাঁশীতে তোমার গুণ গাই।। এই বাঁশী শুনি যমুনা বহয়ে উজান। এই বাঁশী শুনি ভাঙ্গে মুনিজনের ধ্যান।। এই বাঁশী তোমা ধনে আনিয়ে মিলায়। এই বাঁশী […] keyboard_arrow_right
  • শুন শুন সুবল সাঙ্গাতি
    শুন শুন সুবল সাঙ্গাতি। কহনে না যায় সুখ আজিকার রাতি।। রাইক প্রেম মহিমা নাহি ওর। পরশি রহই তনু হিয়া হিয়া জোড়।। ভাবে বিভোর রাই মঝু পরসঙ্গ। অনিমিখ হেরই নয়ন তরঙ্গ।। রসবতী রাই কতহুঁ রস জান। প্রেম রসে বান্ধই হামারি পরাণ।। সে ধনী অধরে অধর যব দেল। রাজহংসী যেন সরোবরে খেল।। ভণই অকিঞ্চন নাগর সুজান। ইহ […] keyboard_arrow_right
  • সখী সঙ্গে বসি রঙ্গে বিনোদিনী রাই
    সখী সঙ্গে বসি রঙ্গে বিনোদিনী রাই। শ্যাম বিনে রাইএর মনে আর কিছু নাই।। রাই বসি দূতী আসি কয় হাসি হাসি। ঐ দেখ রাধা বলে ডাকে শ্যামের বাঁশী।। কিছুই না বল রাধে কিবা আছে মনে। চলে যেতে ঢ’লে পড়ে চায় পথ পানে।। বিনতি করিয়া তোরে পাঠাইল মোরে। চলহ বিপিনে রাই মান কর দূরে।। চলহ চলহ রাধে […] keyboard_arrow_right
  • সব সহচরী সহ বিনোদিনী রাই
    সব সহচরী সহ বিনোদিনী রাই। উঘাড়িলা সে মঞ্জুষা নিকটেতে যাই।। দেখিতে পাইল শ্যাম নব জলধরে। রাধিকা কপট ক্রোধে কহে ললিতারে।। এ দুষ্ট ভূষণ মম সব চুরি করি। অভিসার করিয়াছে পতিশিরে চড়ি।। দিতে বল সখী মোর ভূষণ ফিরায়ে। নতুবা যে শাস্তি দিব রাজারে কহিয়ে।। শ্যাম কহে পাঠাইয়া ছিলে নিজ পতি। তেই আসিয়াছি আমি তোমার বসতি।। যদি […] keyboard_arrow_right
  • হেনকালে আয়ান তথায়
    হেনকালে আয়ান তথায়। আসি প্রণমিল যশোদায়।। রাণী কহে হয়ে হৃষ্ট মন। এ মঞ্জুষা পূর্ণ আভরণ।। রাধিকারে দিতে অভিপ্রায়। লয়ে যাও বহিয়া তথায়।। অভিমন্যু হরষিত মনে। প্রণমিল রাণীর চরণে।। শিরে করি পেটিকা লইল। ধীরে ধীরে বাহির হইল।। কহে কবি দীন অকিঞ্চন। শ্রীকৃষ্ণের মঞ্জুষায় গমন।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ