• নন্দের নন্দন চতুর কান
    নন্দের নন্দন চতুর কান। মিলল আসিয়া হৃদয়ে জান।। যাহার যেমন পীরিতি গাঢ়া। তাহারে তেমতি করিলা বাঢ়া।। মথুরা হৈতে এখনি হরি। আইল বলিয়া শবদ করি।। আপন ঘরে আপনি গেলা। পিতা মাতা জনু পরাণ পাইহা।। কোলেতে করিয়া নয়ান-জলে। সেচন করিয়া কাঁদিয়া বলে।। আর দূরদেশে না যাবে তুমি। বাহির আর না করিব আমি।। এত বলি কত দেওল চুম্ব। […] keyboard_arrow_right
  • নাচত নটবর কান
    নাচত নটবর কান। রসবতী পুন পুন হেরই বয়ান।। বাজত কত কত যন্ত্র রসাল। গাওত সহচরি দেওত তাল।। চৌদিগে বেঢ়ল নটিনী-সমাজ। মাঝে শোভত তহিঁ নটবর রাজ।। নটনটিনীগণ ভেল এক সঙ্গ। চলত চিত্রগতি অঙ্গবিভঙ্গ।। করে কর জোড়ি ভোরি নাচে বালা। মদন গাঁথল জনু চাঁদকি মালা। পদতল তাল ধরণিপর ধারি। নাচত রঙ্গিণী সঙ্গে মুরারি।। হেরি ললিতা সখী লেয়লি […] keyboard_arrow_right
  • বিপরিত বেশে মিলল ধনি মাধব
    বিপরিত বেশে মিলল ধনি মাধব মাধব বিপরিত বেশ। ভূলল সরস সম্ভাষ হাসময় জনু নহ আরতি লেশ।। সজনী অপরূপ প্রেম বিচারি। দোঁহ দোঁহা হেরি স্তম্ভ ভেল কলেবর চীতপুতলি সম থারি।।ধ্রু।। বহুখণে সহচরি বচনহি দুহুঁজন ধাই কয়ল দুহুঁ কোর। তৈছন তনু তনু লাগি রহল দুহুঁ দুহুঁ দোহাঁ ভাবে বিভোর।। বিছুরল কেলিবিলাস রসলালস রহলহি কোরে আগোরি। ঐছন সহচরি […] keyboard_arrow_right
  • মরকত-মঞ্জুল-কান্তি মনোহর
    মরকত-মঞ্জুল-কান্তি মনোহর মানিনি-মান-বিমোহ। মাথহিঁ মোর মুকুট ধর সুন্দর মোহন পিত পট শোহ।। মাধব মধুর মুরতি জনু কাম। মাধবি-মল্লি-মুকুলবর-মাধুরি মালতি মিলু ঠাম ঠাম।।ধ্রু।। মোহন মধুর সুমধুর বচন-মধু- মোহিত-মুনিজন-মান। মহা-মহাদেব-দেবগণ-মুরছন মোহন মুরলিমা গান।। মণিময় মকর-কুণ্ডল তছু শোহন মণিময় হারহি সাজ। মরকত-মুকুর মলিন কর-পদ-নখ রাধামোহন-মন রাজ।। keyboard_arrow_right
  • রাইএর দশা সখীর মুখে
    রাইএর দশা সখীর মুখে। শুনিয়া নাগর মনের দুখে।। নয়নের জলে বহয়ে নদী । চাহিতে চাহিতে হরল সুখী।। অনেক যতনে ধৈরজ ধরি। বরজ-গমন ইচ্ছিল হরি।। “এখনি আসিছোঁ মথুরা হৈতে। ইথে আন ভাব না ভাব চিতে।।” অধিক উল্লাসে সখিনী যায়। বড়ু চণ্ডীদাস তাহাই গায়।। keyboard_arrow_right
  • রাইএর দশা সখীর মুখে
    রাইএর দশা সখীর মুখে। শুনিয়া নাগর মনের দুখে।। নয়নের জলে বহয়ে নদী। চাহিতে চাহিতে হরল সুখী।। অব যতনে ধৈরজ ধরি। বরজ গমন ইচ্ছিল হরি।। আগে আগুয়ান করিয়া তার। সখী পাঠায়ল কহিয়া সার।। এখনি আসিছি মথুরা হৈতে। ইথে আন ভাব না ভাব চিতে।। অধিক উল্লাসে সখিনী যায়। বড়ু চণ্ডীদাস তাহাই গায়।। keyboard_arrow_right
  • শুনহ সুঘড়বর বরজকিশোর
    শুনহ সুঘড়বর বরজকিশোর। সো নব রমণী রমণীমণি সুন্দরী তুয়া গুণনাম শ্রবণে ভেল ভোর।।ধ্রু।। কনক লাবণি জিনি তনু ঘন-কোমল পুলক বলিত অতি অতুলিত কাঁপি। ধৈরজ ধরইতে করই যতন কত ঝরই নয়নযুগ অঞ্চলে ঝাঁপি।। সহচরী পাশ হাসরস বিরহিত নিরজনে বসই বিসরি সব কাজ। গুরুজন বচন বজরসম মানই তিলে তিলে হোত শিথিল কুললাজ।। লাগই গেহ বিপিন সম অবিরত […] keyboard_arrow_right
  • শ্যাম বন্ধু না বলিহ আর
    শ্যাম বন্ধু না বলিহ আর। গুরু গরবিত মোর যাউ ছারে খার।। না যাইব ঘরে বন্ধু রহিব কাননে। কি করিবে আর পাপ ননদীবচনে। তুয়া পায়ে সোঁপিয়াছি তনু মন প্রাণ। দিবস রজনি তোমা বিনে নাহি আন।। অন্তরে বাহিরে বন্ধু তুমি কেবল সার। এই দেখ তোমারে করিব গলার হার।। রায় বসন্ত কহে আর কথা নাই। যে পণ করিলে […] keyboard_arrow_right
  • শ্রীঅদ্বৈতচন্দ্র পঁহু মোর
    শ্রীঅদ্বৈতচন্দ্র পঁহু মোর। গৌর প্রেমভরে গরগর অন্তর অবিরত অরুণ নয়নে ঝরু লোর।।ধ্রু।। পুলকিত লোলিত অঙ্গ ঝল ঝলকত দিনকর নিকর নিন্দি বর জোতি। কুঞ্জরদমন গমন মনোরঞ্জন হসত সুলসত দশন জনু মোতি।। সিংহ গরব হর গরজত ঘন ঘন কম্পিত কলি দূরে দুরজন গেল। প্রবল প্রতাপে তাপত্রয় কুণ্ঠিত জগজন পরম হরষ হিয় ভেল।। করুণা জলধি উমড়ি চলু চহুঁ […] keyboard_arrow_right
  • সুন্দরি কি কহব কহই না হোয়
    সুন্দরি কি কহব কহই না হোয়। জানলুঁ কঠিন কপটমতি অতিশয় কো কহু সুখদ সরলমতি তোয়।।ধ্রু।। গোপসি মরম না কহসি কাহু সঞে নিজজন মরম না সমুঝসি থোরি। তোহে কাতর হেরি কাতর অতিশয় সহই না পারি ঝুরই দিঠি মোরি।। তুয়া মুখ মলিনে মলিনমুখী সখী কছু কহইতে বদনে না নিকসই বাণী। তেজসি তুহু যব চমকি শাস তব ঘন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ