• শুন গো সজনি আমার বাত
    শুন গো সজনি আমার বাত। পীরিতি করবি সুজন সাত।। সুজন পীরিতি পরাণ রেখ। পরিণামে কভু না হবে টোট।। ঘষিতে ঘষিতে চন্দন সার। দ্বিগুণ সৌরভ উঠয়ে তার।। চণ্ডীদাস কহে পীরিতি রীতি। বুঝিয়া সজনি করহ প্রীতি।। keyboard_arrow_right
  • শুন গো সজনি পরমাদ শুনি
    শুন গো সজনি পরমাদ শুনি রাধার ঐছন দশা। বিরহে আকুল রসময় কান সঘনে নিশ্বাস নাসা।। করেতে আছিল মোহন মুরলী তাহা না পড়িল কতি। কমল-নয়নে লোর বহি ঘনে ভাসিয়া চলল তথি।। অঙ্গের সৌরভ এ চুয়া চন্দন ভূষণ কৌস্তূভ-মণি। এ সব তিতিয়া চলল ভাসিয়া বিরহে চতুরমণি।। সে মোর প্রেয়সী প্রেমময় রাধা শুধুই সুধার রাশি। দাঁড়ায়ে দেখই ও […] keyboard_arrow_right
  • শুন গো সজনি সই কি বুদ্ধি করিব
    শুন গো সজনি সই কি বুদ্ধি করিব। কালিয়া কানুর লাগি আনলে পশিব।। যাহার লাগিয়ে হল এত পরমাদ। সে জন করিল সুখ সম্পদেতে বাদ।। সকল গোপিনী বলে আর কিবা দেখ। সে শ্যাম নৈরাশ হল কি আর উপেখ।। যে জন করিত দয়া সে হল নিঠুর। তেজিয়াবিমুখ ভেল কৈল অতিদূর।। যমুনাতে গিয়ে চল মরিব ডুবিয়া। এ ছার জীবন […] keyboard_arrow_right
  • শুন গো স্বজনি সই
    “শুন গো স্বজনি সই। কেমনে রহিব কানু না দেখিয়া নিশি দিশি হেদে রোই।। হের দেখ রূপ নয়ান ভরিয়া করেতে মোহন বাঁশী। হাসিতে ঝরিছে প্রবাল মুকুতা সুধা ঝরে কত রাশি।। হেন মনে করি আঁচল ঝাপিয়া যতন করিয়া রাখি। জানি কোন জন ডাক-চুরি দিয়া পাছে লায়ে যায় সখি।। এ রূপ-লাবন্য কোথাহ রাখিতে মোর পরতীত নাই। হৃদয় বিদারি […] keyboard_arrow_right
  • শুন গো স্বজনি সই
    শুন গো স্বজনি সই। কেমনে রহিব কানু না দেখিয়া নিশি দিশি হেদে রোই। হের দেখ রূপ নয়ান ভরিয়া করেতে মোহন বাঁশী। হাসিতে ঝরিছে মতিম মাণিক সুধা ঝরে কত রাশি।। হেন মনে করি আঁচল থাপিয়া আঁচলে ভরিয়া রাখি। পাছে কোন জনে ডাকা-চুরি দিয়া পাছে লয়ে যায় সখি।। এরূপ লাবণ্য কোথায় রাখিতে মোর পরতীত নাই। হৃদয় বিদারি […] keyboard_arrow_right
  • শুন গোয়ালিনি, কংসের উপমা
    “শুন গোয়ালিনি, কংসের উপমা আমারে দেখাহ কেনে । ছাওয়াল কালেতে পূতনা বধিল তাহা জান সর্ব্বজনে।। কি করিতে পারে তোর কংস রাজা পূতনা বধিল যবে। ভয় কি দেখাহ যোগানী বলিয়া তাহারে বধিব কবে।। কি করিতে পারে তোর কংস রাজা আমি যে লইব দান। আপন ইচ্ছাতে দেহ যদি ভাল নহে পাবে অপমান।।” চণ্ডীদাসে বলে — “দোহার পীরিতি […] keyboard_arrow_right
  • শুন গোয়ালিনী উপমা দিয়াছ
    ”শুন গোয়ালিনী উপমা দিয়াছ কংসের আরতিপনা। ছাওয়াল বেলাতে পুতনা বধিল তার রীত আছে জানা।। কি করিতে পারে তোর কংস রাজা পুতনা বধিল যবে । তারে কি দেখাসি যোগানী বলিয়া তাহারে বধিব করে।।” চণ্ডীদাস বলে দোঁহার পীরিতি অমিয়া রসের সার। দুঁহু রসসিন্ধু দানছলা রস অপার মহিমা সার।। keyboard_arrow_right
  • শুন তোরে কি বলিব বাঁশী
    শুন তোরে কি বলিব বাঁশী। সতীকূল সকলি নিবাশি।। গোবিন্দ-অধর–সুধারস। পিয়া পিয়া মাতালি সাহস।। জগত মোহসি মৃদুস্বরে। অবশ করলি কলেবরে।। অথবা কি তুমি অতি দোষী। বাঁশিনী-বাঁশের জাতে বাঁশী।। দারুতে গঢ়ল তুয়া দেহ। কেবল দারুময়ী সেহ।। এ যদুনন্দন দাস ভণে। কি করণা সুকঠিন জনে।। keyboard_arrow_right
  • শুন ধনি কহি তুয়া কানে
    শুন ধনি কহি তুয়া কানে। জনি করু অরুণ নয়ানে।। হরি-হিয় অধিক উজোর। জনু মণিময় সো মুকুর।। কানু কোরে নহ আন নারী প্রতিবিম্ব ভেল তোহারি।। ইথে যদি তুহুঁ করু আনে। সবহুঁ হসব তুয়া মানে।। ঐছন কতিহুঁ না দেখি। অবিচারে নাহ উপেখি।। দোষ দেখি দূষহ তাই। গোবিন্দদাস বলি যাই।। keyboard_arrow_right
  • শুন ধনি রমণিশিরোমণি রাধে
    শুন ধনি রমণিশিরোমণি রাধে। হেরইতে কানু করল বহু সাধে।। যব যমুনা তুহুঁ নাহিতে গেল। মাধব তব তহি তরুতলে খেল।। যৈখনে হেরল তুয়া মুখচান্দ। যামিনি দিনুয়া ঝুরি ঝুরি কান্দ।। উচল কুচযুগ হার উজোর। সোঙরিতে কম্পিত নন্দকিশোর।। রামকদলি ঊরু পদনখ ইন্দু। সঘনে ফুকারই ব্রজকুলবন্ধু।। অভিসর সুন্দরি না কর বিলম্ব। মাধব যদি জিয়ে তব অবলম্ব।। তরণীরমণ ভণ বিহিক […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ