• শুন বিনোদিনী ধনি
    শুন বিনোদিনী ধনি আমার কাণ্ডারী তুমি তোমার কাণ্ডারী কহ কারে। তুয়া অনুরাগে প্রেম- সমুদ্রে ডুব্যাছি হাম আমারে তুলিয়া কর পারে।। যোগী ভোগী নাপিতানী তোমার লাগিয়া দানী ওঝা হইলাম তোমার কারণে। তুয়া অনুরাগে মোরে লৈয়া ফিরে ঘরে ঘরে তুয়া লাগি করিলুঁ দোকানে।। রাখাল হইয়া বনে সদা ফিরি ঘরে ঘরে তুয়া লাগি বনে বনচারী। তোমার পিরীতি পাইয়া […] keyboard_arrow_right
  • শুন মাধব কি কহব রাইক তাপ
    শুন মাধব কি কহব রাইক তাপ। কত বেরি মুরছই কত বেরি বিলপই কতবিধ করত প্রলাপ।। খেণে অছু কহই দেখ ইহ শ্যামর মথুরা-নাগর ধূত। উঠি বেগে বান্ধহ ললিত-মুকুতা-পাশে নাহি যায় করিয়া আকূত।। ঐছন কতবিধ করু তুয়া অনুভব প্রেমহি কত উনমাদ। হেরইতে ঐছন কান্দয়ে সখিগণ কত কত করত বিষাদ।। এ সব বিপতি সময় ব্রজনন্দন যাই সকল করু […] keyboard_arrow_right
  • শুন রজকিনী রামি
    শুন রজকিনী রামি। ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লইনু আমি।। তুমি বেদবাদিনী হরের ঘরণী তুমি সে নয়নের তারা। তোমার ভজনে ত্রিসন্ধ্যা যাজনে তুমি সে গলার হারা।। রজকিনী-রূপ কিশোরীস্বরূপ কামগন্ধ নাহি তায়। রজকিনী-প্রেম নিকষিত হেম বড়ু চণ্ডীদাস গায়।। keyboard_arrow_right
  • শুন রসমই রাধা
    ”শুন রসমই রাধা। চল সব গোপী বিলম্ব না কর কেন বা করিছ বাধা।। দেখ আগে হৈয়া পশরা লইয়া দানী আগে কিবা চায়। তবে সে সকল জানিব কহিতে হেন আছে অভিপ্রায়।।” বড়াই বচনে যত গোপীগণে চালিলা কদম্ব তলে। ”রহ রহ বলি শুন গোয়ালিনী” দানী সে ডাকিয়া বলে।। ”বহুদিন রাধে পলাইছ সাধে আজু সে পাইয়াছি লাগি। যত […] keyboard_arrow_right
  • শুন রসময় সদয় হৃদয়
    শুন রসময় সদয় হৃদয় আমি সুকঠিন বামা। বিরহ পাবক মাঝারে ধাবক হইলুঁ ফেলিলুঁ তোমা।। আমি মরি মরি মূঢ় সে পামরী দিয়েছি অসুখ নানা। মোর শিরে হাত দিয়ে প্রাণনাথ সকলি করহ ক্ষেমা। শুন তুহুঁ যদি লাখ কুলবতী বিলাসে পাওসি সুখ। মোর সুখ তাতে কোটি গুণ হৈতে নাহি নাহি কিছু দুখ।। এক ভিখ মাগি সরলে কহবি না […] keyboard_arrow_right
  • শুন রাধার নিলাজ নূপুর
    শুন রাধার নিলাজ নূপুর। নারীর চরণে থাক এত কি গরব রাখ মনে কর আপনি ঠাকুর।। একে সে রমণী সঙ্গে দিবানিশি থাক রঙ্গে মনে হেন লাজ নাহি বাস। অগুরু চন্দন হৈতে না জানি বা কি করিতে কোন লাজে মন্দ মন্দ হাস।। গুণময় নাম যার এত কি গরব তার ভ্রুকুটি করহ যথা তথা। রসের পসার হৈতে নাহি […] keyboard_arrow_right
  • শুন রে বানর আমার উত্তর জটিলার ঘরে যাও
    শুন রে বানর আমার উত্তর জটিলার ঘরে যাও। সোনার বাঁশরি এসেছি পাসরি আমারে আনিয়া দাও।। ক্ষীর সর ননী খাওয়াইব আমি শুন রে বানরগণ। এত শুনি সভে মনে মনে ভাবে যাবট পুরেতে জান।। জটিলার ঘরে চালের উপরে দুয়ার বসিয়ে কত। অয়াকার করে সহিতে না পারে গালি দেয় অবিরত।। ঘরের ভিতর শিকার উপরে ভাণ্ড ভাঙ্গি ননি খায়। […] keyboard_arrow_right
  • শুন লো বড়াই বুড়ি তুমি সে নাটের গুঁড়ি
    শুন লো বড়াই বুড়ি তুমি সে নাটের গুঁড়ি আনিয়া করিলি পরমাদ। মোর মনে যত ছিল সকলি বিফল হৈল দূরে গেল ঘর যাবার সাধ।। দু কূলে বহিছে বায় কাঁপিছে রাধার গায় নন্দ-সুত নবীন কাণ্ডারী। তরণী নবীন নয় ভার দিতে করি ভয় ভাঙ্গা নায় বসিতে না পারি। হাসি বলে গোবিন্দাই পার হবে ভয় নাই অশ্ব গজ কত […] keyboard_arrow_right
  • শুন লো রাজার ঝি
    শুন লো রাজার ঝি। লোকে না বলিবে কি।। মিছাই করসি মান। তো বিনু জাগল কান।। আনত সঙ্কেত করি। তাহা জাগাইলা হরি।। উলটি করসি মান। বড়ু চণ্ডীদাস গান।। keyboard_arrow_right
  • শুন লো রাজার ঝি
    শুন লো রাজার ঝি। লোকে বা বলিবে কি।। মিছাই করসি মান। তো বিনু আকুল কান।। আনত সঙ্কেত করি। তাহা জাগাইলা হরি।। উলটি কবলি মান। বড়ু চণ্ডীদাস গান।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ