• শুনগো রাধিকা চাঁপার কলিকা
    শুনগো রাধিকা চাঁপার কলিকা অধিক উজর কে। কত কোটী চাঁদ উদয় করেছে একলা তোমার দে।। তুয়া এক পদে চাঁদ শত নিন্দে দন্ত অধিক শোভা। তোমার তরাসে উছলি আকাশে দেখিয়া ও রূপ আভা।। কেবা তোমার অধিক উজর তোমার অঙ্গের মলা । বিধি আগে আনি ভাঙ্গি খানি খানি ধরে মোর ষোল কলা।। সিন্দূরের ফোঁটা অধরের ছটা অরুণ […] keyboard_arrow_right
  • শুনরে সুবল ভাই বলিয়ে তুমারে
    শুনরে সুবল ভাই বলিরে তুমারে। রাধার মহিমাগুণ কে কহিতে পারে।। বেদবিধি অগোচর শ্রীরাধার নাম।। নামের মহিমা যার নাহিক উপাম।। কিবা রাত্রি কিবা দিনে মুরলীতে গাই। মনের আনন্দে হয়ে ওর নাহি পাই।। এই মোর মনে হয় কহিয়ে তুমারে। অবিরত রাধাপদ সেবা করিবারে।। যে পদ সেবিলে ভাই সফল জীবন। ভাগ্যবতী গোপিগণ করয়ে সেবন।। শ্রীমুখে অমৃতবাণী শুনয়ে শ্রবণে। […] keyboard_arrow_right
  • শুনরে সুবল সখা আর কি হইবে দেখা
    শুনরে সুবল সখা আর কি হইবে দেখা পাসরিতে নারি সুধামুখী। এ কথা কহিব কায় কেবা পরতীত যায় মোর প্রাণ আমি তার সাখী।। সখা হে ভাবিতে গণিতে তনু শেষ। না জানি কি করে বিধি যদি কার্য্য নহে সিদ্ধি আনলে করব পরবেশ।। শুনিয়া সুবল কয় কিছু না করিহ ভয় অবিলম্বে আনি দিব তারে। পুরাব তোমার আশ তবে […] keyboard_arrow_right
  • শুনলো রাজার ঝি
    শুনলো রাজার ঝি। তোরে কহিতে আসিয়াছি কানু হেন ধন পরানে বধিলি একাজ করিলি কি।। বেলি অবসান কালে। গিয়াছিলি নাকি জলে তাহারে হেরিয়া মুচকি হাসিয়া ধরিলি সখীর গলে।। দেখায়ে বদন চাঁদে। তারে ফেলিলি বিষম ফাঁদে তুরিতে আয়লি লখিতে নারিল ওই ওই বলি কাঁদে।। হৃদয় দেখায়ে থোরি। তার মন যে করিলি চুরি বিদ্যাপতি কহে শুনলো সুন্দরী কানু […] keyboard_arrow_right
  • শুনহ নাগর কানু
    ”শুনহ নাগর কানু। কে তোমা এ মাঠে দানী করিয়াছে ধরিয়া মোহন বেণু। হাসি হাসি চাহ কুল নিতে চাহ আপন বড়াই রাখ। তিলেকে ভাঙ্গিবে ঠাকুরালিপণা আপনি দাঁড়ায়ে দেখ”।। কানু বলে ”আগে যাহাই করিবে তাহা আগে তুমি কর। তবে সে তোমারে ছাড়ি দিব আমি যাহার ভরসা কর।। কংশের যোগানী বলিয়া তোমার বড় অহংকার দেখি। কোটী কোটী কংস […] keyboard_arrow_right
  • শুনহ সুন্দরী রাধা
    “শুনহ সুন্দরী রাধা। যে জন পরশে লাখ সুধানিধি সে জনে কেন বা বাধা।। তোমার লাগিয়া যেমন যোগিনী ভজয়ে পরম পদ। তেমত যে শ্যাম তোমাতে ধেয়ান তারে কেন কর বধ।। রস রস পর আর রস পর পাঁচ রস আট মিট। বেদ গুণ গুণ গুণ রস পর সায়র অমিয়া বিঠ।। সে জন রসের সমুদ্র থাকিতে পিয়াসে মরয়ে […] keyboard_arrow_right
  • শুনহ হে ভ্রমর কেন বা ঝঙ্কার
    “শুনহ হে ভ্রমর কেন বা ঝঙ্কার তোমার কালিয়া তনু। তোমারে দেখিয়ে বাঢ়ল বিষাদ বিয়োগ উঠল দুনু।। ঝাট চলি যাও কেন দুখ দাও চমকে আমার হিয়া। যাহ বৃন্দাবনে নিকুঞ্জ-ভবনে যথায় রসের পিয়া।। সেইখানে গিয়া ফুলে মধু খেয়্যা থাকহ যেখানে কানু। হেথা কেনে তুমি মধুর লালসে তোমার কালিয়া তনু।। কালিয়া বরণ দেখি মোর মন দ্বিগুণ জ্বলিয়া যায়। […] keyboard_arrow_right
  • শুনহ একু অব ধান মাধব
    শুনহ একু অব ধান মাধব গহনে পড়ু ধনি জীব রে। গুরুয়া বিরহে সে বিকল শশিমুখি লখই জনু দিনদীপ রে।।ধ্রু।। ধরণি ধামিনি ধূলি ধূসর ধনি না সম্বর চীর রে। মাহ শাঙন বরিখে যৈছন ঐছন নয়নক নীর রে।। শাসভরে কুচ- কুম্ভ উপর চীর থির নাহি থেহ রে। পবনে কম্পিত কনক ভূধর শিখরে শারদ মেহ রে।। শুনহ নাগর […] keyboard_arrow_right
  • শুনহ নাগর কানু
    “শুনহ নাগর কানু। কেবা সে তোমারে করিয়াছে দানী ধরিয়া মোহন বেণু।। হাসি হাসি কহ কুল নিতে চাহ আপন বড়াই রাখ। তিলেকে ভাঙ্গিব ঠাকুরালি-পনা আপনি দাঁড়ায়ে দেখ।।” কানু বলে –“আগে যাহাই করিবে তাহা আগে তুমি কর। তবে সে তোমারে ছাড়ি দিব আমি কাহার ভরসা কর।। কংসের যোগানী বলিয়া তোমার বড় অহংকার দেখি। কোটী কোটী কংস করিয়াছি […] keyboard_arrow_right
  • শুনহ নাগর গুণের সাগর
    শুনহ নাগর গুণের সাগর এই সে মহিমা তোর। অবলা অখলে ফেলাইলা জলে কে আর আছয়ে মোর।। তোমার শীতল চরণ দেখিয়ে দেখি এ কুলের বালা। ছায়ার কারণে শীতল বলিয়া তাহে ভেল এত জ্বালা।। সিন্ধু দেখি মোরা তৃষ্ণা পাই তোরা পিয়াস যাইব দূর। অধিক বাড়ল পিয়াস অন্তর মনমথ নাহি পূর।। ছায়ার কারণে তরুরে সেবিনু তাপ হইল বড়ি। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ