• ফাগু খেলত বর-নাগর-রায়
    ফাগু খেলত বর-নাগর-রায়। রায় রঙ্গিনি বহুবিধ গায়।। হাসি হাসি সুন্দরি মনমথ-রঙ্গে। ফাগু লেই ডারয়ে নাগর-অঙ্গে।। রসে ধসধস তনু আধ আধ হেরি। চুয়া চন্দন দেই বেরি বেরি।। চপল নাগর কুচ পরশল থোরি। চমকি চমকি মুখ রহলিহুঁ গোরি।। ফাগু দেওল হরি লোচন-ওর। মুন্দল ধনি দুহুঁ লোচন-কোর।। অধরহি চুম্বন করু তব কান। গোবিন্দদাস দুহুঁক গুণ গান।। keyboard_arrow_right
  • বিরচিতচাটুবচনরচনং চরণে রচিতপ্রণিপাতম্‌
    বিরচিতচাটুবচনরচনং চরণে রচিতপ্রণিপাতম্‌। সম্প্রতি মঞ্জুল-বঞ্জুল-সীমনি কেলিশয়নমনুযাতম্‌।। মুগ্ধে মধুমথনমনুগতমনুসর রাধিকে।।ধ্রু।। ঘনজঘনস্তনভারভরে দরমন্থরচরণবিহারম্‌। মুখরিতমণিমঞ্জীরমুপৈহি বিধেহি মরালনিকারম্‌।। শৃণু রমণীয়তরং তরুণীজনমোহনমধুরিপুরাবম্‌। কুসুমশরাসনশাসনবন্দিনি পিকনিকরে ভজ ভাবম্‌।। অনিলতরলকিশলয়নিকরেণ করেণ লতানিকুরম্বম্‌। প্রেমণমিব করভোরু করোতি গতিং প্রতি মুঞ্চ বিলম্বম্‌।। স্ফুরিতমনঙ্গতরঙ্গবশাদিব সূচিতহরিপরিরম্ভম্‌। পৃচ্ছ মনোহরহারবিমলজলধারমমুং কুচকুম্ভম্‌।। অধিগতমখিলসখীভিরিদং তব বপুরপি রতিরণসজ্জম্‌। চণ্ডি রণিতরসনারবডিণ্ডিমমভিসর সরসমলজ্জম্‌।। স্মরশরসুভগনখেন করেণ সখীমবলম্ব্য সলীলম্‌। চল বলয়ক্কণিতৈরববোধয় হরিমপি নিজগতিশীলম্‌।। শ্রীজয়দেবভণিতমধরীকৃতহারমুদাসিতবামম্‌। হরিবিনিহিতমনসামধিতিষ্ঠতু কণ্ঠতটীমবিরামম্‌।। keyboard_arrow_right
  • বিহরই নিধুবনে যুগল কিশোর
    বিহরই নিধুবনে যুগল কিশোর। ফাগুরঙ্গে সব হৈয়াছে বিভোর।। চূয়া চন্দন ভরি পিচকারি। শ্যামনাগর অঙ্গে দেওত ডারি।। ললিতা বিশাখা আদি সখীগণ মেলি। রাইক নিয়ড়ে কানু লেই গেলি।। নাগর খেলই রাইক সঙ্গে। সব সখী ডারত নাগরঅঙ্গে।। বীণ রবাব মুরজ কপিনাস। বিবিধ যন্ত্র লেই করয়ে বিলাস।। কোই কোই গাওত নব নব তান। জ্ঞানদাস হেরি জুড়ায় নয়ান।। keyboard_arrow_right
  • বিহরতি সহ রাধিকয়া রঙ্গী
    বিহরতি সহ রাধিকয়া রঙ্গী। মধু-মধুরে বৃন্দাবন-রোধসি হরিরিহ হর্ষ-তরঙ্গী।।ধ্রু।। বিকিরতি যন্ত্রেরিত মঘবৈরিণি রাধাকুঙ্কুম-পঙ্কম্। দয়িতাময়মপি সিঞ্চতি মৃগমদ রস-রাশিভিরবিশঙ্কম্।। ক্ষিপতি মিথো যুব- মিথুনমিদং নব- মরুণতরং পটবাসম্। জিতিমিতি জিতিমিতি মহুরভিজল্পতি কল্পয়দতনু-বিলাসম্।। সুবলো রণয়তি ঘন-করতালীং জিতবানিতি বনমালী। ললিতা বদতি সনাতন-বল্লভ- মজয়ত পশ্য মমালী।। keyboard_arrow_right
  • মধু ঋতু বিহরই গৌর কিশোর
    মধু ঋতু বিহরই গৌর কিশোর। গদাধরমুখ হেরি আনন্দে নরহরি পুরব প্রেমে ভেল ভোর।। নবিন লতা নব পল্লব তরুকুল নওল নবদ্বীপ ধাম। ফুল্ল কুসুমচয় ঝংকৃত মধুকর সুখদ এ ঋতুপতি নাম।। মুকুলিত চূত গান অতি সুললিত কোকিল কাকলি রাব। সুরধুনিতীর সমীর সুগন্ধিত ঘরে ঘরে মঙ্গল গাব।। মনমথ রাজ সাজ লেই ফীরয়ে বনফুল ফল অতি শোভা। সময় বসন্ত […] keyboard_arrow_right
  • মধু-ঋতু সময় নবদ্বিপ-ধাম
    মধু-ঋতু সময় নবদ্বিপ-ধাম। সুরধুনি-তীর সবহুঁ অনুপাম।। কোকিল মধুকর পঞ্চম ভাষ। চৌদিশে সবহুঁ কুসুম পরকাশ।। ঐছন হেরইতে গৌর কিশোর। পুরব প্রেম-ভরে পহুঁ ভেল ভোর।। ঝর ঝর লোচন ঢরকত লোর। পুলকে পুরল তনু গদগদ বোল।। শুনহ মুকুন্দ মরম-অভিলাষ। আজু নন্দ-নন্দন করত বিলাস।। সো মুখ যদি হাম দরশন পাঙ। তব দুখ খণ্ডয়ে তছু গুণ গাঙ।। মোহে মিলাহ ব্রজমোহন […] keyboard_arrow_right
  • মলয়জ পবন পরশে পিক কুহরই
    মলয়জ পবন পরশে পিক কুহরই শুনি উলসিত ব্রজনারী। উলসিত পুলকিত সবহুঁ লতা তরু মদন ভেল অধিকারী।। মুকুলিত চূত দূত ভেল বটপদ শবদহি দেল বাধাই। সন্ত বসন্ত পূজায়ল ঘরে ঘরে জগজনে আনন্দ বাঢ়াই।। চাতক পাত্র কপোত শিখণ্ডক দুহুঁজন লিখন বুঝাই। দ্বিজবর সন্ত বিহঙ্গ শূকমুখে পঞ্চম বেদ পড়াই।। কুঞ্জলতাপর সাজল ঋতুপতি বহুবিধ চিত্রবিধানে। কুসুম বিকাশল রাসস্থল ঝলমল […] keyboard_arrow_right
  • যূথহি যূথ রমণিগণ মাঝ
    যূথহি যূথ রমণিগণ মাঝ। বিহরই নাগরি নাগর-রাজ।। বরিখত চন্দন কুঙ্কুম পঙ্ক। নাচত গাওত পরম নিশঙ্ক।। ঋতুপতি রয়নি উজোরল চন্দ। পরিমল ভরি বহ মারুত মন্দ।। বাওত কত কত যন্ত্র রসাল। কত কত ভাতি ধরই করে তাল।। সারি শুক শিখিকুল কোকিল রাব। সৌরভে মধুকর মধুকরি ধাব।। অপরূপ দুহুঁ জন অতনুবিলাস। গোবর্দ্ধন হেরি বাঢ়য়ে উলাস।। keyboard_arrow_right
  • ললিতলবঙ্গলতাপরিশীলনকোমলমলয়সমীরে
    ললিতলবঙ্গলতাপরিশীলনকোমলমলয়সমীরে। মধুকরনিকরকরম্বিতকোকিলকূজিতকুঞ্জকুটীরে।। বিহরতি হরিবিহ সরসবসন্তে। নৃত্যতি যুবতিজনেন সমং সখি বিরহিজনস্য দুরন্তে।।ধ্রু।। উন্মদমদনমনোরথপথিকবধূজনজনিতবিলাপে। অলিকুলসঙ্কুলকুসুমসমূহনিরাকুলবকুলকলাপে।। মৃগমদসৌরভরভসবশংবদনবদলমালতমালে। যুবজনহৃদয়বিদারণমনসিজনখরুচিকিংশুকজালে।। মদনমহীপতিকনকদণ্ডরুচিকেশরকুসুমবিকাশে। মিলিতশিলীমুখপাটলিপটলকৃতস্মরতূণবিলাসে।। বিগলিতলজ্জিতজগদবলোকনতরুণকরুণকৃতহাসে। বিরহিনিকৃন্তনকুন্তমুখাকৃতিকেতকিদন্তুরিতাশে।। মাধবিকাপরিমলললিতে নবমালিকয়াতিসুগন্ধৌ। মুনিমনসামপি মোহনকারিণী তরুণাকারণবন্ধৌ।। স্ফুরদতিমুক্তলতাপরিরম্ভণপুলকিতমুকুলিতচূতে। বৃন্দাবনবিপিনে পরিসরপরিগতযমুনাজলপূতে।। শ্রীজয়দেবভণিতমিদমুদয়তি হরিচরণস্মৃতিসারম্। সরসবসন্তসময়বনবর্ণনমনুগতমদনবিকারম্।। keyboard_arrow_right
  • সব ঋতু সঙ্গে আইল রস রঙ্গ সহিত। বিরহিনী ক্ষীণ তনু মদনে চিন্তিত
    সব ঋতু সঙ্গে আইল রস রঙ্গ সহিত। বিরহিনী ক্ষীণ তনু মদনে চিন্তিত। আইল বসন্ত ঋতু লইয়া নব শর, মনোজ সারথি লৈয়া সঙ্গে।। তরু সব হরষিত, সতত যে পুলকিত, দশ দিগ শোভে নব রঙ্গে।। ফিরএ কন্দর্প বর, হাতে লটয়া ধনুশর, সমীর তুরঙ্গে সোয়ার। নানা তরু লতা ফুলে, শিরীষ চামর দোলে, ষটপদ যন্ত্রের ঝঙ্কার।। কহে আপজল হিত, […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ