• আলীকুল জাগল অলিকুল গানে
    আলীকুল জাগল অলিকুল গানে। চমকি চাহই দিগ চকিত নয়ানে।। চঞ্চল চিত অতি চললি নিকুঞ্জে। সুখদ শেজ তহিঁ সুকুসুম পুঞ্জে।। বিগলিত কুন্তল বিগলিত বাস। হেরি হেরি সহচরি করু পরিহাস।। জাগ জাগ সুন্দরি সুন্দর কান। দশদিশ নিরমল ভেল বিহান।। জাগল দুহুঁজন রহল বিভোর। নয়ন না মেলই তনু তনু জোড়।। সখিগণে তৈখনে করু অনুমান। কপট কোটি কত করত […] keyboard_arrow_right
  • আহা আহা বঁধু তোমার শুকায়েছে মুখ
    আহা আহা বঁধু তোমার শুকায়েছে মুখ। কে সাজালে হেন সাজে হেরে বাসি দুখ।। কপালে কঙ্কণ-দাগ আহা মরি মরি। কে করিল হেন কাজ কেমন গোঙারি।। দারুণ নখের ঘা হিয়াতে বিরাজে। রক্তোৎপল ভাসে যেন নীল-সরঃ মাঝে।। কেমন পাষাণী যার দেখি হেন রীতি । কে কোথা শিখালে তারে এ হেন পীরিতি।। ছল ছল আঁখি দেখি মনে ব্যথা পাই। […] keyboard_arrow_right
  • এই মাগি শ্যাম পায় অবলা মনে
    এই মাগি শ্যাম পায় অবলা মনে। ধু। হেন সাধ করে মনে প্রিয় লাগ পাস্‌ , চক্ষুর পোতল আড়ে সে নিধি লুকাস্‌ ।। দেখি দেখি নয়ানের সাধ না পূরায়, শুনি কর্ণে মধুবাক্য শান্তি নাহি পায়। নয়ান অন্তরে রাখি দেখি নিরন্তর, হৃদের কমলরসে রাখিতে ভ্রমর।। আলি রাজা ভণে অই গীত নিশি দিন, শ্যাম পদে শ্রদ্ধা এই –যেন […] keyboard_arrow_right
  • কানু উপেখি ধনি ভাব একাকিনি
    কানু উপেখি ধনি ভাব একাকিনি বিরলহি মন্দিরে বসি। নয়নক নীর অবিরত গলতহি বদন-কমল যায় ভাসি।। হেট বয়ানে রসবতী। পিয়ান গুণ যত চীতহি ভাবত নখে করি লিখতহি ক্ষিতি।। বিরস বদন করি আছয়ে সুন্দরী সখিগণ মীলল পাশ। নাহ বিমুখ হেরি কান্দয়ে ফুকরি কহতহি গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • জানিয়া কামিনি যামিনি শেষ
    জানিয়া কামিনি যামিনি শেষ। জাগব সখি সভে করব নিদেশ।। ললিতা বিশাখা ঘুমায়ব সখি সঙ্গে। সবহুঁ চরণ সম্বাহব রঙ্গে।। হরি হরি কবহুঁ শ্রীচরণ সম্বাই। কনকমঞ্জরি-মুখ হেরব জাগাই।। ঘুমল সখিগণে জাগব শয়নে। কর্পূর তাম্বুল দেয়ব বদনে।। বিরচিব সিন্দুর কাজর বেশ। বসন পিন্ধায়ব বান্ধব কেশ।। তনু অনুলেপব চন্দন-গন্ধ। পুনহি পরায়ব কাঁচলি-বন্ধ।। আরতি করব হেরব মুখ-চন্দ। টূটব চিরদিন বিরহক […] keyboard_arrow_right
  • তুঙ্গ মণি মন্দিরে ঘন বিজুরি সঞ্চয়ে
    তুঙ্গ মণি মন্দিরে ঘন বিজুরি সঞ্চরে মেহ রুচি বসনপরিধানা। যত যুবতি মণ্ডলী পন্থমাঝ পেখলি কোই নহ রাইক সমানা।। অতএ বিহি তোহারি সুখ লাগি। রূপ গুণ সায়রি সৃজিল ইহ নায়রি ধনিরে ধনি ধন্য তুয়া ভাগি।। দিবস অরু যামিনী রাই অনুরাগিণী তোহারি হৃদি মাঝ রহু জাগি। নিমেষে নব নৌতুনা সুবেশা মৃগ লোচনা অতএ তুঁহু উহারি অনুরাগী।। রতন […] keyboard_arrow_right
  • দেখ দেখি গোরি শুতল শ্যাম-কোর
    দেখ দেখি গোরি শুতল শ্যাম-কোর। লাগল নীল রতন কিয়ে কাঞ্চন কুবল চম্পক জোর।। গোরি সুনাগরি অধরে অধর ধরি ঘুমায়ল বিদগধ চোর। কনয়-কমলে অলি মাতি রহল জনু হিমকর শ্যাম চকোর।। পীন পয়োধর তুঙ্গ মনোহর রাতুল করযুগ সাজ। উলটি কমল বিকচ কিয়ে ঝাঁপল কনয় ধরাধর-রাজ।। নাগরি গুরু উরু নাগর বেঢ়ল নাগরি-ভুজ বেঢ়ি অঙ্গ। জলদে বিজুরি জনু বেঢ়ল […] keyboard_arrow_right
  • দেখ সখি হোর কিয়ে নাগর-রাজ
    দেখ সখি হোর কিয়ে নাগর-রাজ। বিপরিত বেশ বিভূষণ হেরিয়ে কোন কয়ল ইহ কাজ।। ঢুলি ঢুলি চলত খলত পুন উঠত আয়ত ইহ মঝু কান্ত। স্থল-পঙ্কজ-দল নয়ন-যুগল-বর যামিনি জাগি নিতান্ত।। মুখ-বিধু-রাজ মলিন অব হেরিয়ে অরুণ-কিরণ-ভয় লাগি। অলক-নিকর-উড়ু ভাল-গগন পর নিশি-অবসান ভয় ভাগি।। বান্ধুলি-অধরে হেরি জনু নীলিম কাজর করি অনুমান। অপরুপ দশন কাঁতি জনু দরপণ সো অব রঙ্গিম […] keyboard_arrow_right
  • নাগর নাগরী মুখ হেরাহেরি
    নাগর নাগরী মুখ হেরাহেরি কর ধরাধরি করি। নিকুঞ্জ হইতে সহচরী সাথে সরসে হরয়ে ভরি।। বাহির অঙ্গনে আসি। আদিত উদিত দেখি চমকিত নিশি নাহি মনে বাসি।।ধ্রু।। আপন ভবন গমন কারণ মন উচাটন হৈয়া। দুহুঁ দোহাঁ হেরি অঙ্গের মাধুরী রহে অনিমিখে চায়্যা।। বিসরল গেহ দেহ নহে থির নেহ বড় পরবীণ। রাধা মাধবের পিরীতি পাথারে সরব-আনন্দ মীন।। keyboard_arrow_right
  • নাগর সখী-কর শিরোপর দেল
    নাগর সখী-কর শিরোপর দেল। কহইতে বচন অধির ভৈ গেল।। বদন হেরিয়া বুঝল সখী-বাণী। কহিল রমনীমণি হাম দিব আনি।। কানু আশোয়াশে করল পয়ান। চলল যুবতি করল অনুমান।। হাসি হেরি রাইক করল সম্ভাষ। কিয়ে লাগি সখী গমন মঝু পাশ।। বলরাম দাস কহে তোমার আরতি। যৌবন রতন দেহ কানায়ের প্রীতি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ