কেহ বলে–“ভাল মোরা যাব চল, মথুরা-নগর পুনু। কিবা কুলভয়ে হেন মনে লয়ে ধরিয়া রাখিব কানু।। যাহার লাগিয়া কত পরমাদ হল সে লোকের হাসি। কেহ গোপনারী বসনেতে ধরি কাড়িয়া লইব বাঁশী।। প্রেম বাড়াইয়া নিদান করিয়া মথুরা সাজল এবে। এত কিবা সহে অবলা-পরাণে কেমন তাহার ভাবে।। কুলশীলপনা ঘুচাইল এবে শুনগো মরমসখি। বাঁচিতে সংশয় এবে সে হইল বড় […]
keyboard_arrow_right