• কুলের ধরম ভরম সরম
    কুলের ধরম ভরম সরম সকলি হইনু ছাড়া। হাসিতে হাসিতে পীরিতি করিনু এবে সে হইল গাঢ়া।। কে জানে এমন পরিণামে হবে পাইব এমনি দুখ। তবে কি পীরিতে করিতাম রতি এহেন প্রেমের সুখ।। যা দেখি যা ধারা প্রাণ হব হারা বাঁচিতে সংশয় ভেল। আছিল আমার সোনার বরণ কালি যে হইয়া গেল।। চণ্ডীদাসে বলে শ্যামের পীরিতি যে ধনী […] keyboard_arrow_right
  • কুলের ধরম ভরম সরম
    কুলের ধরম ভরম সরম সকলি হৈল ছাড়া। হাসিতে হাসিতে পীরিতি করিনু এবে সে হইল গাঢ়া।। কে জানে এমন পারিণামে হব এমন পাইব দুখ। তবে কি পীরিতি করিমু আরতি এ হেন প্রেমের সুখ।। এই দেখি ধারা প্রেম হৈল হারা বাঁচিতে সংশয় ভেল। আছিল আমার সোনার বরণ কাল হৈয়া গেল।। চণ্ডীদাস বলে শ্যামের পীরিতি যে ধনী করিয়াছে। […] keyboard_arrow_right
  • কে যাবে কে যাবে ভাই ভবসিন্ধুপার
    কে যাবে কে যাবে ভাই ভবসিন্ধুপার। ধন্য কলিযুগের চৈতন্য অবতার।। আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়। জড় অন্ধ আতুর অবধি পার হয়।। হরিনামের নৌকাখানি শ্রীগুরু কাণ্ডারী। সংকীর্ত্তন কোরোয়াল দুই বাহু পসারি।। সব জীব হৈল পার প্রেমের বাতাসে । পড়িয়া রহিল লোচন আপনার দোষে।। keyboard_arrow_right
  • কেহ বলে ভাল মোরা যাব চল
    কেহ বলে ভাল মোরা যাব চল মথুরা নগর পুনু। কিবা কুলভয়ে হেন মনে লয়ে ধরিয়া রাখিব কানু।। যাহার লাগিয়া কত পরমাদ হল সে লোকের হাসি। কেহ গোপনারী বসনেতে ধরি কাড়িয়া লইব বাঁশী।। প্রেম বাড়াইয়া নিদান করিয়া মথুরা সাজল এবে। এত কিবা সহে অবলা পরাণে কেমন তাহার ভাবে।। কুল-শীল পণা ঘুচাইব এবে শুন গো মরম-সখি। বাঁচিতে […] keyboard_arrow_right
  • কেহ বলে–ভাল মোরা যাব চল
    কেহ বলে–“ভাল মোরা যাব চল, মথুরা-নগর পুনু। কিবা কুলভয়ে হেন মনে লয়ে ধরিয়া রাখিব কানু।। যাহার লাগিয়া কত পরমাদ হল সে লোকের হাসি। কেহ গোপনারী বসনেতে ধরি কাড়িয়া লইব বাঁশী।। প্রেম বাড়াইয়া নিদান করিয়া মথুরা সাজল এবে। এত কিবা সহে অবলা-পরাণে কেমন তাহার ভাবে।। কুলশীলপনা ঘুচাইল এবে শুনগো মরমসখি। বাঁচিতে সংশয় এবে সে হইল বড় […] keyboard_arrow_right
  • কেহ বা আছিল শিশু কোলে করি
    কেহ বা আছিল শিশু কোলে করি পিয়াইতেছিল স্তন। দুগ্ধপোষ্য বালা ভূমে ফেলি গেলা ঐছন তাহার মন।। চলিল গমন সেই বৃন্দাবন কাঁদিতে লাগিল শিশু। তেমতি চলিল সব পরিহরি চেতন নাহিক কিছু।। কোন জন ছিল পতির শয়নে ঘুমে অচেতন হয়ে। হেন বেলে শুনি মুরলীর ধ্বনি উঠিল চেতন পেয়ে।। বিচিত্র বসনে মুখানি মুছিয়া চলল পতিরে ত্যজি। পতি-কোল সেই […] keyboard_arrow_right
  • কোন্‌ বিধি সিরজিল কুলবতী নারী
    কোন্‌ বিধি সিরজিল কুলবতী নারী। সদা পরাধীন ঘরে রহি একেশ্বরী।। ধিক্‌ রহু হেন জন হয়ে প্রেম করে। বৃথা সে জীবন রাখে তখনি সে মরে।। বড় ডাকে কথাটি কহিতে যে না পারে। পরপুরুষেতে রতি ঘটে কেন তারে।। এ ছার জীবনের মুই ঘুচাইনু আশ। চণ্ডীদাস কহে কেন ভাবহ উদাস।। keyboard_arrow_right
  • কো ইহ পুন পুন করত হুঙ্কার
    কো ইহ পুন পুন করত হুঙ্কার। হরি হাম জানি না কর পরচার।। পরিহরি সো গিরিকন্দর মাঝ। মন্দিরে কাহে আওল মৃগরাজ।। সো নহ ধনি মধুসূদন হাম। চলু কমলালয় মধুকরি ঠাম।। এ ধনি শুনহ হাম ঘনশ্যাম। তনু বিনে গুণ কিয়ে কহে নিজ নাম।। শ্যামমূরতি হাম তুহুঁ কি না জান। তারাপতি ভয়ে বুঝি অনুমান।। ঘরহুঁ রতন দীপ উজিয়ার […] keyboard_arrow_right
  • কোথায় আছিল গোরা এমন সুন্দর
    কোথায় আছিল গোরা এমন সুন্দর। ও রূপে মুগধ কৈল নদীয়া নগর।। বান্ধিয়া চিকণ কেশ দিয়া নানা ফুলে। রঙ্গণ মালতী যূথী বান্ধুলী বকুলে।। মধু-লোভে মধুকর তাহে কত উড়ে। ও রূপ দেখিতে প্রাণ নাহি রহে ধড়ে।। মণি-মুকুতার হার ঝলমল বুকে। প্রতি অঙ্গে আভরণ বিজুরী চমকে।। কুঙ্কুম লেপিত অঙ্গ চন্দন মিশালে। আজানুলম্বিত ভুজ বনমালা গলে।। মন্থর চলনি গতি […] keyboard_arrow_right
  • কোন সখা বলে শুন রসময়ী
    কোন সখা বলে– “শুন রসময়ী আজু সে বিষম বড়ি। মাঝ রাজপথে হেদে আচম্বিতে কেমনে যাইব এড়ি।। এত দিন মোরা করি আনাগোনা জগাত নাহিক শুনি। কেবা সিরজিল জগাত বলিয়া আমরা নাহিক জানি।।” বড়াই কহিছে– “ভয় দেখাইছে এ বড় বিষম দানী। এ দধি দুধের নহে সে কাঙ্গাল ঐছন যাদুয়া মণি।। যার ঘরে আছে দুধের সাগর নন্দঘোষ যার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ