• রূপ হেরি লোচন তিরপিত ভেল
    রূপ হেরি লোচন তিরপিত ভেল। গুণ শুনি শ্রবণ সফল ভৈ গেল। মনক মনোরথ মনমথ দেল। চন্দনচাঁদে চিত হরি নেল।। এ সখি এ সখি আজুক রঙ্গ। শুধই সুধায় সিঁচিত ভেল অঙ্গ।। আরতি গুরুয়া পিরীতি নহ থোর। লাখ মুখে কহিতে না পাইয়ে ওর।। পরশে অবশ তনু বেশ নিরঝম্প। ঘামল সব তনু উপজল কম্প।।। সরস সম্ভাষণ হাস পরিপাটী। […] keyboard_arrow_right
  • লোক অনুরাগ ঘরের সোহাগ
    লোক অনুরাগ ঘরের সোহাগ পতির আরতি নাশি। সজনি লো শ্যাম কি জানি করিলে এ সব ঝগড়া বাসি।। প্রাণ সই না জানি কি জানি হইল। রাতি দিন নাই সদাই ধেয়াই মরমে সমাধি রইল।। দেখিতে শুনিতে নয়নে শ্রবণে আন না দেখি না শুনি। এত পরমাদ নাহি অবসাদ আন না জানে পরাণি।। সে রূপ সে গুণ সে মৃদু […] keyboard_arrow_right
  • শচীর কোঁয়র গৌরাঙ্গ সুন্দর
    শচীর কোঁয়র গৌরাঙ্গ সুন্দর দেখিলুঁ আঁখির কোণে। অলখিতে চিত হরিয়া লইল অরুণ নয়নের বাণে।। সই সরমে কহিলুঁ তোরে। এতেক দিবসে নদীয়া নগরে নাগরী না রবে ঘরে।। রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথা কয়। ভাবিয়া চিন্তিয়া মনে দঢ়াইলুঁ পরাণ রহিবার নয়।। কোন কুলবতী যুবতী ইহার বুঝয়ে রসবিলাস। তাহার চরণ হৃদয়ে ধরিয়া কহয়ে গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • শচীর কোঙর গৌরাঙ্গ সুন্দর
    শচীর কোঙর গৌরাঙ্গ সুন্দর দেখিলুঁ আঁখির কোণে। অলখিতে চিত হরিয়া লইল অরুণ নয়ান বাণে।। সই মরম কহিলুঁ তোরে। এতেক দিবসে নদীয়া নগরে নাগরী না রবে ঘরে।।ধ্রু।। রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথা কয়। ভাবিয়া চিন্তিয়া মনে দঢ়াইলুঁ পরাণ রহিবার নয়।। কোন পুণ্যবতী যুবতী ইহার রস বিলাস বুঝয়ে। তাহার চরণ হৃদয়ে ধরিয়া গোবিন্দদাসিয়া ঝুরয়ে।। keyboard_arrow_right
  • শিব বিরিঞ্চি যারে ধ্যানে নাহি পায়
    শিব বিরিঞ্চি যারে ধ্যানে নাহি পায়। সহস্র আননে শেষ যার গুণ গায়।। যার পাদপদ্ম লক্ষ্মী করয়ে সেবন। দেবেন্দ্র মুনীন্দ্র যারে করয়ে চিন্তন।। ত্রেতায় জনম যার দশরথ ঘরে। যাহার বিলাস সদা গোকুল নগরে।। গোপীগণ ঠেকিল যাহার প্রেম ফাঁদে। পতিতের গলা ধরি সে বা কেন কাঁদে।। অপরূপ এবে নবদ্বীপের বিলাস। হেরিয়া মুগধ ভেল বৃন্দাবন দাস।। keyboard_arrow_right
  • শুন গুণমণি কহি এক বাণী
    “শুন গুণমণি কহি এক বাণী কাঁধেতে করহ মোরে। তবে সে এ পথে পারিয়ে চলিতে নিশ্চয় কহিয়ে তোরে।।” “আইস ধনী রামা কাঁধে করি তোমা” সেখানে বসিলা হরি। শ্যামের সরস বচন পাইয়া দাঁড়াইল গোপনারী।। বসন নিবিড় করিয়া বাঁধল সেই যে চড়ব কাঁধে। হেন বেলে তথি চলি গেলা কতি সে নব-গোকুল-চাঁদে।। সেই নব নারী কাষ্ঠের পুতলি দাঁড়ায়ে চেতন […] keyboard_arrow_right
  • শুন কমলিনী বহদিন হইতে
    শুন কমলিনী বহদিন হইতে। হিয়াতে সাধ মোর চরণ সেবিতে।। দাস করি লেহ মোরে ও রাঙ্গা চরণে সখির সমাজে মোর রহুক ঘোষণে।। এক দিঠে চাহে ধনি বঁধু-মুখ-পানে। কত শত ধারা বহে ও দুই নয়ানে।। চিত পুতলী ধনি ধূলায় লোটায়।। হেরি মুরছিত ভেল বিদগধ রায়।। চৌদিকে সখিগণ করে হায় হায়। কোন সখি কহে অব কি করি উপায় […] keyboard_arrow_right
  • শুন গুণমণি কহি এক বাণী
    শুন গুণমণি কহি এক বাণী কাঁধেতে করহ মোরে। তবে সে এ পথে পারিয়ে চলিতে নিশ্চয় কহিয়ে তোরে।। আইস ধনী রামা কাঁধে করি তোমা সেখানে বসিলা হরি। শ্যামের সরস বচন পাইয়া দাঁড়াইল গোপনারী।। বসন নিবিড় করিয়া বাঁধল সেই যে চড়ব কাঁধে। হেন বেলে তথি চলি গেলা কতি সে নব গোকুলচাঁদে।। সেই নর-নারী কাষ্ঠের পুতলি দাঁড়ায়ে চেতন […] keyboard_arrow_right
  • শুন গো মরম সই
    শুন গো মরম সই। যখন আমার জনম হইল নয়ন মুদিয়া রই।। দিতে ক্ষীর সর জননী আমার নয়ন মুদিত দেখি। জননী আমার করে হাহাকার কহিল সকলে ডাকি।। শুনি সেই কথা জননী যশোদা বঁধুরে লইয়া কোরে। আমারে দেখিতে আইল তুরিতে সূতিকা-মন্দির ঘরে।। দেখিয়া জননী কহিছেন বাণী এই কি ছিল কপালে। করিয়া সাধনা পেলাম অন্ধ কন্যা বিধি এত […] keyboard_arrow_right
  • শুন গো মরম সই
    শুন গো মরম সই। যখন আমার জনম হইল নয়ন মুদিয়া রই।। দিতে ক্ষীর সর জননী আমার নয়ন মুদিয়া দেখি। জননী আমার করে হাহাকার কহিল সকলে ডাকি।। শুনি সেই কথা জননী যশোদা বঁধুরে লইয়া কোরে। আমারে দেখিতে আইল তুরিতে সুতিকা মন্দিরে ঘরে।। দেখিয়া জননী কহিছেন বাণী এই কি ছিল কপালে। করিয়া সাধনা পেলাম অন্ধ কন্যা বিধি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ