• উলসিত মঝু হিয়া আজু আওব পিয়া
    উলসিত মঝু হিয়া আজু আওব পিয়া দৈবে কহল শুভবাণী। শুভ-সূচক যত প্রতি অঙ্গে বেকত অতয়ে নিচয়ে পরমাণি।। শুন সজনি আজু মোর শুভদিনে ভেল। সুখ সম্পদ বিহি আনি মিলায়ব ঐছন মতি গতি ভেল।। মঙ্গল-কলস পর দেই নব পল্লব রোপহ ঠামহি ঠাম। গ্রহ গণক আনি করহ বিভূষিত তুরিতে মিলয়ে জনু শ্যাম।। হারিদ দাড়িম কাজর দরপণ দধি ঘৃত […] keyboard_arrow_right
  • উলসিত মঝু হিয়া আজু আওব পিয়া
    উলসিত মঝু হিয়া আজু আওব পিয়া দৈবে কহল শুভবাণী। শুভসূচক যত প্রতি অঙ্গে বেকত অতয়ে নিচয় করি মানি।। শুন সজনি আজু মোর শুভ দিন কেল। সুখ সম্পদ বিহি আনি মিলায়ব ঐছন মতি গতি ভেল।।ধ্রু।। মঙ্গল কলস পর দেই নব পল্লব রোপহ ঠামহি ঠাম। গ্রহ গণক আনি করহ বিভূষিত তুরিতে মিলয়ে জনু শ্যাম।। হারিদ দাড়িম কাজর […] keyboard_arrow_right
  • এ কথা শুনিয়া নাগর-শেখর
    এ কথা শুনিয়া নাগর-শেখর গদ্‌গদ ভেল তনু। কমল-নয়নে ধারা বরিখয়ে মুগধ হইল কানু।। পীত বসন ধরিয়া সঘন মুছত নয়ন লোর। দশমী দশার শেষ রব শুনি তাহাই হইল ভোর।। “শুনহ সজনি কহিতে কি হয়ে কেমন দেখিলে রাধা। নিশ্চয় কহিবে আছে কি বাঁচিয়া আমার সে তনু আধা।। সে নব কিশোরী তারে কি পাসরি হৃদয়ে আছয়ে জাগি। সে […] keyboard_arrow_right
  • এ কথা শুনিয়া নন্দের বিরহ
    এ কথা শুনিয়া নন্দের বিরহ বাঢ়ল বিষম জ্বালা। বহে প্রেমজল বসন ভিগঁল যেমন কালিন্দী-ধারা।। ক্ষেণেক নিশ্বাস ক্ষেণেক হুতাশ ক্ষেণেক সম্বিত হয়। এক দৃষ্টে চাহে অতি বড় মোহে নয়ান মিলিয়া রয়।। ঘোষের নয়ানে দোঁহার বয়ানে তৈছন দেখিয়ে হয়। * * * * * * * * * * ।। এত কি সহয়ে নন্দের পরাণে বিষম দারুণ […] keyboard_arrow_right
  • এ কথা শুনিয়া নন্দের বিরহ
    এ কথা শুনিয়া নন্দের বিরহ বাঢ়ল বিষম জ্বালা। বহে প্রেমজল বসন ভিগল যেমন কালিন্দী-ধারা।। ক্ষেণেক নিশ্বাস ক্ষেণেক হুতাশ ক্ষেণেক সম্বিত হয়। এক দৃষ্টে চাহে অতি বড় মোহে নয়ান মিলিয়া রয়।। ঘোষের নয়ানে দোঁহার বয়ানে তৈছন দেখিয়ে হয়। * * * * * * এত কি সহয়ে নন্দের পরাণে বিষম দারুণ আগি। এ শোকে আর কি […] keyboard_arrow_right
  • এ কথা শুনিয়া নাগর-শেখর
    এ কথা শুনিয়া নাগর-শেখর গদ গদ ভেল তনু। কমল-নয়নে ধারা বরিখয়ে মুগধ হইল কানু।। পীত বসন ধরিয়া সঘন মুছত নয়ন-লোর। দশমী দশার শেষ রব শুনি তাহাই হইল ভোর।। শুনহ সজনি কহিতে কি হয়ে কেমন দেখিলে রাধা। নিশ্চয় কহিবে আছে কি বাঁচিয়া আমার সে তনু আধা।। সে নব কিশোরী তারে কি পাসরি হৃদয়ে আছয়ে জাগি। সে […] keyboard_arrow_right
  • এ কথা সকল শুনিতে জসদা
    এ কথা সকল শুনিতে জসদা চাহিআ বালক-পানে। বৈকণ্ঠের সুখ কতেক মানল হইল আনন্দ মনে।। তবে নন্দ-সুত মধুর হাসিআ পিয়েন মায়ের স্তন। জোগী-পানে বালা কটাক্ষ করিলা দুহে দুহা ভেল মন।। কটাক্ষ ইঙ্গিতে হর সে জানল সেই ছায়ালের বানি। ‘হরি হরি’ বলি নাচেন আনন্দে দিলা সে শিঙ্গার ধ্বনি।। তেজিআ নন্দের মন্দির হর সে হইলা ব্রজের বালা। কতি […] keyboard_arrow_right
  • এ তোর বালিকা চান্দের কলিকা
    এ তোর বালিকা চান্দের কলিকা দেখিয়া জুড়ায় আঁখি। হেন মনে লয়ে সদাই হৃদয়ে পসরা করিয়া রাখি।। শুন বৃষভানুপ্রিয়ে। কি হেন করিয়া কোলেতে রেখেছ এ হেন সোনার ঝিয়ে।। কমল জিনিয়া বদন সুন্দর মুখে হাসি আছে আধা। গণকে যে নাম সে নাম রাখুক আমরা রাখিলাম রাধা।। স্বরূপলক্ষণ অতি বিলক্ষণ তুলনা দিব যে কিয়ে। মহাপুরুষের প্রেয়সী হইবে সোঙরিবে […] keyboard_arrow_right
  • এ ধনি এ ধনি বচন শুন
    এ ধনি এ ধনি বচন শুন। নিদান দেখিয়া আইনু পুনঃ।। না বাঁধে চিকুর না পরে চীর। না খায় আহার না পীয়ে নীর।। দেখিতে দেখিতে বাড়ল ব্যাধি। যত তত করি নহিয়ে সুধী।। সোনার বরণ হইল শ্যাম। সোঙরি সোঙারি তোহারি নাম।। না চিনে মানুষ নিমিখ নাই। কাঠের পুতলি রহিছে চাই।। তুলা খান দিলে নাসিকামাঝে। তবে সে বুঝিনু […] keyboard_arrow_right
  • এ ধনি এ ধনি বচন শুন
    “এ ধনি এ ধনি বচন শুন। নিদান দেখিয়া আইলুঁ পুন ।। না বান্ধে চিকুর না পরে চীর। না খায় আহার না পীয়ে নীর। দেখিতে দেখিতে বাঢ়ল ব্যাধি। যত তত করি না হয়ে সুধী।। সোনার বরণ হইল শ্যাম। সোঙরি সোঙরি তোহারি নাম।। না চিনে মানুষ নিমিখ নাই। কাঠের পুতলি রহিছে চাই।। তুলা খানি দিলু নাসিকামাঝে। তবে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ