• গেলা যত সখী বচন না শুনি
    গেলা যত সখী বচন না শুনি যুকতি করিছে কতি। রাই মানাইতে না পারিল তারা কি কব ইহার গতি।। চলে ব্রজনারী যেখানে গোপিনী কহিতে লাগিল তায়। রাই মানাইতে না পারি বেকত এ কথা কহিব কায়।। হেথা শ্যাম রায় রাধা না দেখিয়া পুছে রসময় কান। কহে এক সখী শুন সুনাগর রাধার হয়েছে মান।। অনেক যতনে বুঝাইল রাধা […] keyboard_arrow_right
  • গোরা অনুরাগে মোর পরাণ বিদরে
    গোরা অনুরাগে মোর পরাণ বিদরে। নিরবধি ছল ছল আঁখিজল ঝরে।। গোরা গোরা করি মোর কি হৈল বিয়াধি। নিরবধি পড়ে মনে গোরা গুণনিধি।। কি করিব কোথা যাব গোরা অনুরাগে। অনুখন গোরাপ্রেম হিয়ার মাঝে জাগে।। গৌরাঙ্গ পিরীতিখানি বড়ই বিষম। বাসু কহে নাহি রহে কুলের ধরম।। keyboard_arrow_right
  • গোরা পহুঁ না ভজিয়া মলুঁ
    গোরা পহুঁ না ভজিয়া মলুঁ। আপনার করমদোষে আপনি ডুবিলুঁ।। অধনে যতন করি ধন তেয়াগিলুঁ। প্রেমরতন মণি হেলায় হারাইলুঁ।। বিষয় বিষম বিষ সতত খাইলুঁ। গৌরকীর্ত্তনরসে মগন না হৈলুঁ।। সৎসঙ্গ ছাড়িয়া কৈলুঁ অসতে বিলাস। তে কারণে করমবন্ধন লাগে ফাঁস।। এমন গৌরাঙ্গের গুণে না কান্দিল মন। মনুষ্যদুর্ল্লভ জন্ম হৈল অকারণ।। কেনে বা আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া। বল্লভদাসিয়া […] keyboard_arrow_right
  • গোরাগুণে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব
    গোরাগুণে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব। গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব।। কে আর করিবে দয়া পতিত দেখিয়া। দুর্ল্লভ হরির নাম দিবে যাচিয়া।। অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া। গোরা বিনু শূন্য হৈল সকল নদীয়া।। বাসুদেব ঘোষ কান্দে গুণ সোঙারিয়া। কেমনে রহিবে প্রাণ গোরা না দেখিয়া।। keyboard_arrow_right
  • ঘর নহে ঘোর হেন ঘরের বসতি
    ঘর নহে ঘোর হেন ঘরের বসতি। বিষ হেন লাগে মোরে পতির পিরীতি।। বিরলে ননদী মোরে যতেক বুঝায়। কানুর পিরীতি বিনে আন নাহি ভায়।। সখি মোর নব অনুরাগে। পরবশ জীউ না উবরে পুণভাগে।। আঁখে রৈয়া আঁখে নহে সদা রহে চিতে। সে রস বিরস নহে জাগিতে ঘুমিতে।। এক কথা লাখ হেন মনে বাসি ধান্দি। তিলে কতবার দেখোঁ […] keyboard_arrow_right
  • চন্দন-চান্দ লিখি চুম্বই কাহ্ন
    চন্দন-চান্দ লিখি চুম্বই কাহ্ন। লাজে কমলমুখি তেরছ বয়ান।। কিশলয়দলে করু দশনকি ঘাত। কিশলয় হেরি ধনি হেঠ রহু মাথ।। ঘন নখরেখ দেই কনয়া কটোর। উহুঁ উহুঁ করি ধনি মোড়ই কোর চম্পকদাম আলিঙ্গই কান। লাজে গোরি সুখে হরল গেয়ান।। নীল পীত কিয়ে গলিত পিধান।। গোবিন্দদাস দুহুঁক গুণ গান।। keyboard_arrow_right
  • চম্পক দাম হেরি চিত অতি কম্পিত
    চম্পক দাম হেরি চিত অতি কম্পিত লোচনে বহে অনুরাগ। তুয়া রূপ অন্তরে জাগয়ে নিরন্তর ধনি ধনি তোহারি সোহাগ।। বৃষভানু-নন্দিনি জপয়ে রাতি দিনি ভরমে না বোলয়ে আন। লাখ লাখ ধনি বোলয়ে মধুর বাণি সপনে না পাতয়ে কাণ।। রা কহি ধা পহুঁ বাহই না পারই ধারা ধরি বহে লোরে। সোই পুরুষ মণি লোটয়ে ধরণি পুণি কো কহ […] keyboard_arrow_right
  • চম্পকদাম হেরি চিত অতি কম্পিত
    চম্পকদাম হেরি চিত অতি কম্পিত লোচনে বহে অনুরাগ। তুয়া রূপ অন্তরে জাগয়ে নিরন্তর ধনি ধনি তোহারি সোহাগ।। বৃষভানুনন্দিনি জপয়ে রাতি দিনি ভরমে না বোলয়ে আন। লাখ লাখ ধনি বোলয়ে মধুর বাণি সপনে না পাতয়ে কান।।ধ্রু।। তুয়া পথ নিরখিতে রজনী গোঙায়ই দিবসে জপয়ে তুয়া নাম। শয়নে সপনে মনে আন নাহি জানয়ে তুয়া গুণ গায় অবিরাম।। হার […] keyboard_arrow_right
  • চল চল মাধব করহ পয়ান
    চল চল মাধব করহ পয়ান। জাগিয়া সকল নিশি আইলা বিহান।। হাম বনচারি রহিয়ে একসরিয়া। না করহ চাতুরালি তুহুঁ শতঘরিয়া।। মিছই শপথি না করিহ মোর আগে। কেমনে মিটাইবে ইহ রতিদাগে।। যাহ চলি চঞ্চল না কর জার। দগধ পরাণ দগধ কত বার।। বিমুখ ভেল ধনি না কহই আর। দাস অনন্ত অব কি কহিতে পার।। keyboard_arrow_right
  • চল দেখি যায়্যা সই চল দেখি যাঞা
    চল দেখি যায়্যা সই চল দেখি যাঞা। দাঁড়াঞা বৈয়াছে শ্যাম ত্রিভঙ্গ হইয়া।। চরণে চরণ বেড়া ত্রিভঙ্গ হইয়া। ঝুমরি গাইছে শ্যাম বাঁশরী বাজাইয়া।। হরিয়া লইল কুল বঙ্কিম চাহিয়া। অঙ্গ-ভঙ্গ কৈল শ্যাম ঈষদ হাসিয়া।। কালিয়া বরণখানি অঞ্জন জিনিয়া। হেরি রূপ পুলকিত নিমানন্দের হিয়া।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ