• বিরলে বসিয়া আছিল শুতিয়া
    বিরলে বসিয়া আছিল শুতিয়া শুন গো পরাণ-সখি। নিশিতে আসিয়া দিল দরশন কমল-নয়ান-আঁখি।। পেয়ে বহু ধন অমূল্য রতন থুইতে নাহিক ঠাঁই। কোন্‌খানে থোব সে হেন সম্পদ্ মোর পরতীত নাই।। যত ছিল তাপ দূরে গেল পাপ বিরহ বেদনা যতি। রাখে পেয়ে ধন আমার তেমন ইহা না রাখিব কতি।। আজি নিশি দিন ভেল শুভক্ষণ বঁধুয়া মিলল কোলে। হাসি […] keyboard_arrow_right
  • বিরহিণি কি কহব নাহক দুখ
    বিরহিণি কি কহব নাহক দুখ। আধ তিল তুয়া বিনে জীবন শূন্য মানে তাহে কি মাথুর সুখ।। সদাই বিরলে বসি অবনত মুখ-শশী ঝর ঝর ঝরয়ে নয়ান। দুই হাত বুকে ধরি রাই রাই করি ঐছনে হরয়ে গেয়ান।। পুন চেতন পুন ঐছন মুরছন পুন পুন করয়ে ধিকার। গোকুল-নগরক পথিক হেরি কত করে ধরি করে পরিহার।। আওব কানু কহল […] keyboard_arrow_right
  • বিরা বৃন্দাদেবী তবে তথাই আইলা
    বিরা বৃন্দাদেবী তবে তথাই আইলা। রাইকে বিরস দেখি কহিতে লাগিলা।। কহ ধনি কাহে লাগি মলিন বয়ান। কুণ্ডক তীরে মিলহ বর কান।। শুনি উলসিত ধনি দুখ গেল দূর। তবহিঁ ভকতি করি প্রণমিল সূর।। গজবরগমনে চলিল ধনি রাই। কুণ্ডক তীরে মিলিল তব যাই।। সহচরিগণ লেই তোড়ই ফুল। মাধব কহ বিধি ভেল অনুকূল।। keyboard_arrow_right
  • বিলসই শ্যাম সুধামুখি কাননে
    বিলসই শ্যাম সুধামুখি কাননে কেলীকৌতুকে মাতি। মধুপুর-জনিত যে দুখ উপজায়ল সো বিসরল প্রেম-ভাতি।। ভাল আলিঙ্গন চুম্বন ভাল। মরকত কনক-লতা জনু বেড়ল উজোর তরুণ-তমাল।।ধ্রু।। চুম্বনে বদন বদন রহু সঙ্ঘিত বরিখত তহিঁ প্রেম-নীর। নব-ঘন বেড়ই জনু সৌদামিনি দরশি রহল তহি থীর। নীল-সরোজ বরণ আধ কাঞ্চন হেরইতে দুহুঁ-মুখ-চন্দ। পিবইতে নয়নে সোই রূপ-মাধুরি তৃষিত-চাতক রাসানন্দ।। keyboard_arrow_right
  • বিষম বাঁশীর কথা কহনে না যায়
    বিষম বাঁশীর কথা কহনে না যায়। ডাক দিয়া কুলবতী বাহির করয়।। কেশে ধরি লৈয়া যায় শ্যামের নিকটে। পিয়াসে হরিণী যেন পড়য়ে সঙ্কটে।। হারে সই, শুনি যবে বাঁশীর নিশান। গৃহ-কাজ ভুলি প্রাণ করে আনচান।। সতী ভুলে নিজ পতি মুনি ভুলে মন। শুনি পুলকিত হয় তরুলতাগণ।। কি হবে অবলা জাতি সহজে সরলা। কহে চণ্ডীদাস সব নাটের গুরু […] keyboard_arrow_right
  • বিষম বাঁশীর কথা কহনে না যায়
    বিষম বাঁশীর কথা কহনে না যায়। ডাক দিয়া কুলবতী বাহির করয়।। কেশে ধরি লৈয়া যায় শ্যামের নিকটে। পিয়াসে হরিণ যেন পড়য়ে সঙ্কটে।। হারে সই, শুনি যবে বাঁশীর নিশান। গৃহ-কাজ ভুলি প্রাণ করে আনচান।। সতী ভুলে নিজ পতি মুনি ভুলে মৌন। শুনি পুলকিত হয় তরু-লতাগণ।। কি হবে অবলা জাতি সহজে সরলা। কহে চণ্ডীদাস সব নাটের গুরু […] keyboard_arrow_right
  • বিষয়ে সকলে মত্ত নাহি কৃষ্ণনাম-তত্ত্ব
    বিষয়ে সকলে মত্ত নাহি কৃষ্ণনাম-তত্ত্ব ভক্তিশূন্য হইল অবনী। কলিকাল-সর্প-বিষে দগ্ধ জীব মিথ্যারসে না জানয়ে কেবা সে আপনি।। নিজকন্যা-পুত্রোৎসবে ধন-ব্যয় করে সভে নাহি অন্য শুভ কর্ম্মলেশ। যক্ষ পূজে মদ্য মাংসে নানা মতে জীব হিংসে এই মত হৈল সর্ব্বদেশ।। দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি অবতীর্ণ হৈলা গৌড় দেশে। ব্রজরাজ-কুমার সাঙ্গোপাঙ্গে অবতার করাইব এই অভিলাষে।। সর্ব্ব-আগে আগুয়ান […] keyboard_arrow_right
  • বেশ সে সুবেশ অতি মনোহর
    বেশ সে সুবেশ অতি মনোহর মোহিতে অবলাগণে। নানা আভরণ করল শোভন জননী নাহিক জানে।। নিভৃতে উঠিয়া নাগর শেখর ত্যজিয়া আনহি কাজ। চলিলা সত্বরে বাঁশী লয়ে করে নানা বেশ ফুলসাজ।। চলিতে গমন মদমত্ত হাতী অঙ্কুশ নাহিক মানে। মদন বেদন উপজে তখন আপন পর কি জানে।। মনসিজ শরে বিন্ধিল ধানুকী আর কি চেতন রহে। নিবারণ নহে মরম […] keyboard_arrow_right
  • ব্রজ নিজ জনসঙ্গে কত কত ধাওত
    ব্রজ নিজ জনসঙ্গে কত কত ধাওত অর কত কুলবতী নারী।। জয় জয়কার করত নব বধূগণ কনক কুম্ভ ভরি বারি।। আনন্দ কো কহু ওর। রসবতী ঠাড়ে অট্টালিকা উপরি হেরইতে দুহুঁ দিঠি লুব্ধ চকোর।। নয়নে নয়নে কত প্রেমরস উপজত দুহুঁ মন ভৈগেল ভোর। প্রেম রতন ধন দোঁহে দুহাঁ পিয়াওল দুহুঁ চিত দুহুঁ করু চোর।। চলইতে চরণ অথির […] keyboard_arrow_right
  • ব্রজবাসিগণ জীবনশেষ
    ব্রজবাসিগণ জীবনশেষ। দেখিয়া উঠিলা নটনবেশ।। কালিয়ফণায় নটনরঙ্গ। হেরি জনু তনু জীবন সঙ্গ।। মরণশরীরে আইল প্রাণ। হেরিয়া ঐছন সবহুঁ মান।। ফণায় ফণায় দমন করি। নটবরভঙ্গে নাচয়ে হরি।। ভাঙ্গিল দরপ ভুজগঈশ। উগারে অনলসমান বিষ।। ফণিমণিগণ পড়য়ে খসি। পূজয়ে চরণ নখরশশী।। নাগাঙ্গনাগণ করয়ে স্তুতি। শুনি ব্রজমণি হরষমতি।। ফণিপতি অতি হইয়া ভীত। শরণ লইল চরণ নীত।। ফণিপতিবরে অভয় করি। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ