• আজু কেন গোরাচাঁদের বিরস বয়ান
    আজু কেন গোরাচাঁদের বিরস বয়ান। কে আইল কে আইল করি ঝরয়ে নয়ান।। চৌদিকে ভকতগণ কাঁদি অচেতন। গৌরাঙ্গ এমন কেনে না বুঝি কারণ।। সে মুখ চাইতে হিয়া কেমন জানি করে। কত সুরধুনীধারা আঁখিযুগে ঝরে।। হরি হরি বলি গোরা ছাড়য়ে নিশ্বাস। শিরে কর হানে বাসু গদগদ ভাষ।। keyboard_arrow_right
  • আজু পরভাতে কাক কলকলি
    আজু পরভাতে কাক কলকলি আহার বাঁটিয়া খায়। বন্ধু আসিবার নাম সোধাইতে উড়িয়া বৈঠল ঠায়।। সখি হে কুদিন সুদিন ভেল। তুরিতে মাধব মন্দির আওব কপালি কহিয়া গেল।। সুচারু সদন দেখিলুঁ স্বপন গিরির উপরে শশী। মালতীর মালা দধির ডালা নিকটে মিলিল আসি।। গণক আনিয়া পুন গণাইলুঁ সুদশা কহিল মোরে। অন্তরে বাহির যতেক গণিল সুখের নাহিক ওরে।। মোর […] keyboard_arrow_right
  • আজু পরভাতে দেখিলুঁ কার মুখ
    আজু পরভাতে দেখিলুঁ কার মুখ। কোন্ নিদারুণ বিধি দিলে এত দুখ।। কোন দুরাচার হেন ঘোষণা ঘুষিল। কেমন বজরহিয়া পিয়া লইতে আইল।। কার পূর্ণ ঘট মুঞি ভাঙ্গিলুঁ বাম পায়। পদাঘাত কৈলুঁ কোন্ ভূজঙ্গমাথায়।। না জানিয়া মুঞি কোন্ দেবেরে নিন্দিল। কে মোর হিয়ার ধন লইতে আইল।। এত কহি সুবদনী ভেল মুরছিত। জ্ঞানদাস কহে সখী করায় সম্বিত।। keyboard_arrow_right
  • আজু বিরহ-ভাবে গৌরাঙ্গ সুন্দর
    আজু বিরহ-ভাবে গৌরাঙ্গ সুন্দর। ভূমে পড়ি কান্দে বোলে কাহাঁ প্রাণেশ্বর।। পুন মুরছিত ভেল অতি ক্ষীণ শ্বাস। দেখিয়া লোকের মনে বড় হয় ত্রাস।। উচ করি ভকত করল হরিবোল। শুনিয়া চেতন পাই আঁখি ঝরু লোর।। ঐছন হেরইতে নরনারী কান্দে। মরু যাই এ রাধামোহন আন্ধে।। keyboard_arrow_right
  • আজু রসে বাদর নিশি
    আজু রসে বাদর নিশি। প্রেমে ভাসল সব বৃন্দাবনবাসী।। শ্যামঘন বরিখয়ে কত রস-ধার। কোরে রঙ্গিণি রাধা বিজুরি সঞ্চার।। ভাবে পিছল পথ গমন সুবঙ্ক। মৃগমদচন্দনপরিমল পঙ্ক।। দীগ বিদিগ নাহি প্রেমের পাথার। ডুবল নরোত্তম না জানে সাতাঁর।। keyboard_arrow_right
  • আজুক প্রাতরে কান্দি শচিনন্দন
    আজুক প্রাতরে কান্দি শচিনন্দন কহতহি গদ গদ বাত। হোর দেখ অকুর লেই চলি প্রাণ-পতি অবুধ গোপ চলু সাথ।। সজনি কঠিন প্রাণ নাহি যায়। হেরইতে যো মুখ নিমিখ দেই দুখ সো অব বহু অন্তরায়।। কি করব গুরুজন আর যত দুরজন বারহ নাহ আগোরি। ঐছন ভাতি কহই গৌরাঙ্গ পহু তৈখনে পড়লহি ভোরি।। নয়নক নীর বহই জনু সুরধুনি […] keyboard_arrow_right
  • আট রন্ধ্রে আট গুণের মহিমা
    আট রন্ধ্রে আট গুণের মহিমা পাঁচ রস করে গান। এ রাগ-রাগিণী প্রথম আঁখর কনিষ্ঠ অঙ্গুলি তান।। তাথে মধু আছে অঙ্গুলির কাছে অতি সে সুস্বরে বটে। রাই-করে ধরি রসিক মুরারি গানের মাধুরী উঠে।। গাও গাও কিছু মধুর মধুর কালিয়া আঁখর শুনি। প্রেমরসে রাধা আবেশ হইয়া কহেন একটি বাণী।। রাধ্যাশ্যাম বলি বাজয়ে মুরলী যমুনা উজান ধরে। খগ […] keyboard_arrow_right
  • আনন্দে ভকতগণ দেই জয়রব
    আনন্দে ভকতগণ দেই জয়রব। শ্রীবাস পণ্ডিতঘরে মহামহোৎসব।। পঞ্চগব্য পঞ্চামৃত শত ঘট জলে। গৌরাঙ্গের অভিষেক করে কুতূহলে।। রতন বেদীর পর বসি গোরাচান্দ। অপরূপ রূপ সে রমণীমনফান্দ।। শান্তিপুরনাথ আর নিত্যানন্দ রায়। হেরিয়া গৌরাঙ্গমুখ প্রেমে ভাসি যায়।। মুকুন্দ মুরারি আদি সুমধুর গায়। হরি বলি হরিদাস নাচিয়া বেড়ায়।। কহে কৃষ্ণদাস গোরাচাঁদের অভিষেক। নদীয়ার নরনারী দেখে পরতেক।। keyboard_arrow_right
  • আনিয়া অমিঞা খাইলুঁ দুধে মিশাইয়া
    আনিয়া অমিঞা খাইলুঁ দুধে মিশাইয়া। লাগিল গরল যেন মীঠ তেয়াগিয়া।। তিতার তিতিল দেহ মীঠ গেল কেন। জ্বলন্ত অনলে যেন পুড়িছে পরাণ।। বাহিরে অনল জ্বলে দেখে সর্ব্বলোকে। অন্তর জ্বলিয়া উঠে তাপ লাগে বুকে।। পাপ দেহে তাপ হৈল ঘুচিবেক কিসে। কানু পরশিলে যাএ কহে চণ্ডীদাসে।। keyboard_arrow_right
  • আনিল অমিয়া-পানা দুধে মিশাইয়া
    আনিল অমিয়া-পানা দুধে মিশাইয়া। লাগিল গরল যেন মিঠ তেয়াগিয়া।। তিতায় তিতিল দেহ মিঠ হবে কেন। জ্বলন্ত অনলে যেন পুড়িছে পরাণ।। বাহিরে অনল জ্বলে দেখে সব লোকে। অন্তর জ্বলিয়া উঠে তাপ লাগে বুকে।। পাপ দেহের তাপ মোর ঘুচিবেক কিসে। কানুর পরশে যাবে কহে চণ্ডীদাসে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ