• ভাবের আবেশে বহু সীতাপতি মোর পহুঁ
    ভাবের আবেশে বহু সীতাপতি মোর পহুঁ যোগাসনে বসিয়া আছিলা। হঠাৎ কি ভাব মনে হুহুঙ্কার গরজনে অকস্মাৎ উঠি দাঁড়াইলা।। আনিয়াছি আনিয়াছি অবনীমণ্ডলী। জগত তারিবে যেই নদীয়া উদয় সেই ইহা বলি নাচে বাহু তুলি।। তাঁহার উদণ্ড নৃত্যে ভূকম্পন হইল মর্ত্ত্যে ধরণী ধরিতে নারে ভার। শান্তিপুরনাথ সঙ্গে নরনারী নাচে রঙ্গে যেন ভেল আনন্দ-বাজার।। অদ্বৈতের হুহুঙ্কারে সপ্ত সর্গ ভেদ […] keyboard_arrow_right
  • ভাবোল্লাসে ধনী বঁধুরে পাইয়া
    ভাবোল্লাসে ধনী বঁধুরে পাইয়া ভাবে গদ গদ কয়। ব্রজ-পীরিতের প্রদীপ জ্বালিয়ে দীপ কি নিভাতে হয়।। কালিয়া কুটিল স্বভাব তোমার কপট পীরিতি যত। ভূরু নাচাইয়ে মুচকি হাসিয়ে অবলা ভুলাইলে কত।। পীরিতি-রসের রসিক বোলাও পীরিতি বুঝিতে নার। মথুরা নগরের যত নাগরীর পীরিতের ধর ধার।। শুন গিরিধারী মথুরা বিহারী নারী-বধে নাহি ভয়। পীরিতি করিয়ে তোমারে ভজিলে শেষে কি […] keyboard_arrow_right
  • ভাবোল্লাসে ধনী বঁধুরে পাইয়া
    ভাবোল্লাসে ধনী বঁধুরে পাইয়া ভাব গদ্‌গদ হয়। “ব্রজ-পীরিতের প্রদীপ জ্বালিয়ে দীপ কি নিভাতে হয়।। কালিয়া কুটিল স্বভাব তোমার কপট পীরিতি যত।। ভুরু নাটাইয়ে মুচকি হাসিয়ে অবলা ভুলালে কত।। পীরিতি -রসের রসিক বোলাও পীরিতি বুঝিতে নার। মথুরা-নগরের যত নাগরীর পীরিতের ধার ধার’।। শুন গিরিধারি, মথুরা-বিহারি, নারী বধে নাহি ভয়। পীরিতি করিয়ে তোমারে ভজিলে শেষে কি এই […] keyboard_arrow_right
  • ভাল শোভা ময়ূরের পাখে
    ভাল শোভা ময়ূরের পাখে। চূড়ায় বকুলমাল অলি লাখে লাখে। উজলি ভাণ্ডীর তল বসিয়াছে কানু। শ্রীদাম করে পদসেবা সুবল রাখে ধেনু।। পত্রে ছত্র করি ধরে ভায়্যা বলরাম। বসনে বীজন করে প্রিয় বসুদাম।। কেহো নাচে কেহো গায় কানাই বলি ডাকে। অনিমিখ হঞা কেহো চান্দমুখ দেখে।। ধবলী শ্যামলী রহে মুখ পানে চাঞা। মন্দ মন্দ বায়ে কানাইর উড়িছে বরিহা।। […] keyboard_arrow_right
  • ভুবন আনন্দকন্দ বলরাম নিত্যানন্দ
    ভুবন আনন্দকন্দ বলরাম নিত্যানন্দ অবতীর্ণ হৈলা কলিকালে। ঘুচিল সকল দুখ দেখিয়া ও চাঁদমুখ ভাসে লোক আনন্দ হিলোলে।। জয় জয় নিত্যানন্দ রাম। কনক চম্পক কাঁতি আঙ্গুলে চান্দের পাঁতি রূপে জিতল কোটি কাম।।ধ্রু।। ও মুখমণ্ডল দেখি পুর্ণচন্দ্র কিসে লেখি দীঘল নয়ান ভাজু ধনু। অজানুলম্বিত ভূজ করতল থলপঙ্কজ কটি ক্ষীণ করিঅরি জনু।। চরণকমলতলে ভকতভ্রমর বুলে আধ বাণী অমিয়া […] keyboard_arrow_right
  • ভ্রমই গহনবনে গৌরকিশোর
    ভ্রমই গহনবনে গৌরকিশোর। গদাধর সঙ্গে আজি আনন্দে বিভোর।। হেরত তরু তরু মৃদু মৃদু ভাষ। বনশোভা কহইতে মনহি উল্লাস।। কত কত কৌতুক করয়ে দুহুঁ মেলি। গৌর গদাধর কহত রসকেলি।। কত কত উপজল ভাব-তরঙ্গ। গোবিন্দদাস তঁহি দেখত রঙ্গ।। keyboard_arrow_right
  • মথুরায় হাট হৈতে ফিরিয়া আসিতে পথে
    মথুরায় হাট হৈতে ফিরিয়া আসিতে পথে কানে কানে বহিছে যমুনা। কুমারের চাক যেন ঘুরণি উঠিছে হেন দেখি সভে হইল বিমনা।। বড়াই কহ কি উপায়ে হৈব পার। সাঁতারের নদী নয় নামিতে লাগিছে ভয় দেখি প্রাণ কাঁপিছে আমার।।ধ্রু।। জল নহে কালো মেঘ পবন জিনিয়া বেগ দেখি তনু কাঁপয়ে তরাসে। ভুজঙ্গ কুম্ভীর ভাসে মীন পলায় ত্রাসে নামি ইথে […] keyboard_arrow_right
  • মথুরার পথে সখি কি দেখিয়ে আর
    মথুরার পথে সখি কি দেখিয়ে আর। দেখিতে দেখিতে তনু বিদরে আমায়।। সজনী পিয়া মোর যায় মধুপুর। পথে লই চলে তারে দারুণ অক্রূর।।ধ্রু।। এ রূপ যৌবনে আমি কি আর করিব। পিয়ার সঙ্গতি আমি মধুপুরে যাব।। যে গতি পিয়ার মোর সে গতি আমার। গোপাল দাসেতে কহে পিয়া সে তোমার।। keyboard_arrow_right
  • মদনমোহন তনু গৌরাঙ্গসুন্দর
    মদনমোহন তনু গৌরাঙ্গসুন্দর। ললাটে তিলকশোভা ঊর্দ্ধে মনোহর।। ত্রিকচ্ছ বসন শোভে কুটিল কুন্তল। আয়ত নয়ন দুই পরম চঞ্চল।। শুক্লযজ্ঞসূত শোভে বেড়িয়া শরীরে। সূক্ষ্মরূপে অনন্ত যে হেন কলেবরে।। অধরে তাম্বুল হাসে অধর চাপিয়া। যাঙ বৃন্দাবনদাস সে রূপ নিছিয়া।। keyboard_arrow_right
  • মদনমোহন মুরতি মাধব
    মদনমোহন- মুরতি মাধব মধুর মধুপুর তোই। মুগধ মাধবি মানি-মানদ মিছই মারগ জোই।। মিলল মধুঋতু মল্লি মুকুলিত মঞ্জু মাধবি-কুঞ্জ। মেলি মধুকরি মুখর মধুকর মাতি মধু পিবি গুঞ্জ।। মিহিরজা-মৃদু- মন্দ-মারুত মনই মনসিজ-শাতি। মসৃণ মলয়জে মুরছি ম মহি মাহা গড়ি যাতি।। মহামণিময় মহগমণ্ডলে মলিন মুখ-অরবিন্দ। মরমে মৃগয়তি মুদির-মনোহর মোহিত দাস গোবিন্দ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ