• এক দিন যাইতে সই ননদিনী সনে
    এক দিন যাইতে সই ননদিনী সনে। শ্যাম বঁধুর কথা পড়ি গেল মনে।। ভাবে ভরল মন চলিতে না পারি। অবশ হইল তনু কাঁপে থরহরি।। কি করিব সখি সে হইল বড় দায়। ঠেকিনু বিপাকে আর না দেখি উপায়।। ননদী বোলয়ে হা লো কি না তোর হইল। চণ্ডীদাস বলে উহার কপালে যা ছিল।। keyboard_arrow_right
  • একদিন যাইতে ননদিনী সনে
    একদিন যাইতে ননদিনী সনে। শ্যাম বধুর কথা পড়ি গেল মনে।। ভাবে ভরল মন চলিতে না পারি। অবশ হইল তনু কাঁপে থরথরি।। কি কহিব সখি, সে হইল বিষম দায়। ঠেকিলুঁ বিপাকে আর না দেখি উপায়।। ননদী বলয়ে হে লো কিবা তোর হৈল । চণ্ডীদাস বলে উহার কপালে যা ছিল।। keyboard_arrow_right
  • একদিন যাইতে ননদিনী সনে
    একদিন যাইতে ননদিনী সনে। শ্যাম বঁধুর কথা পড়ি গেল মনে।। ভাবে ভরল মন চলিতে না পারি। অবশ হইল তনু কাঁপে থরথরি।। কি কহিব সখি, সে হইল বিষম দায়। ঠেকি বিপাকে আর না দেখি উপায়।। ননদী বলয়ে হেঁ লো কিবা তোর হইল। চণ্ডীদাস বলে উহার কপালে যা ছিল।। keyboard_arrow_right
  • একে কুলবতী ধনী তাহে সে অবলা
    একে কুলবতী ধনী তাহে সে অবলা। ঠেকিল বিষম প্রেমে কত স’বে জ্বালা।। অকথন বেয়াধি এ কহন না যায়। যে করে কানুর নাম ধরে তার পায়।। পায়ে ধরি কাঁদে সে চিকুর গড়ি যায়। সোনার পুতুলি যেন ভূমেতে লোটায়।। পুছয়ে কানুর কথা ছল ছল আঁখি। কোথায় দেখিলা শ্যাম কহ দেখি সখি।। চণ্ডীদাস কহে কাঁদে কিসের লাগিয়া। সে […] keyboard_arrow_right
  • একে নব পিরীতি আরতি অতি দুরগম
    একে নব পিরীতি আরতি অতি দুরগম সোঙরি সোঙরি খিণ দেহা। তাহে গুরু-গঞ্জন হৃদয়-বিদারণ জীবইতে ভেল সন্দেহা।। সজনি দূরে কর ও পরথাব। প্রেম-নাম যাহাঁ শুনই না পায়ব সেই নগরে হাম যাব।।ধ্রু।। যাহে বিনু সপনে আন নাহি হেরিয়ে অব মোহে বিছুরল সোই। হাম অতি দুখিনি সহজে একাকিনি আপন বলিতে নাহি কেই।। দুহুঁ কুল চাহিতে আকুল অতি অন্তর […] keyboard_arrow_right
  • একে হাম অবলা তাহে কুলবতী বালা
    একে হাম অবলা তাহে কুলবতী বালা ঝুরি ঝুরি খীণ ভেল চীত। বিরহ-বিয়াধি অন্তরে আসি উপজল শমন-সমান তছু রীত।। কহ সখি কি করি উপায়। মোরে পরিহরি শ্যাম মথুরা রহল গিয়া দুখে হিয়া বিদরিতে চায়।।ধ্রু।। কানুর লাগিয়া চিত সদাই বিকল মোর নিবারিব কেমন করিয়া। বিধাতা কতেক দুখ কপালে লিখিল মোর সভে মিলি দেখহ চিরিয়া।। ইহা বলি সুন্দরি […] keyboard_arrow_right
  • এত দিন ছিলে কোথা
    এত দিন ছিলে কোথা। ছাড়িয়া জননী বাছা যাদুমণি হিয়ায়ে মারিয়ে ব্যথা।। ও মোর বাছনি চাঁদ-মুখখানি দেখিয়ে নয়ান ভরি। দুষ্ট কংস লাগি তোমা হেন পুত্রে ভেজল গোকুল পুরী।। শোকেতে আকুল পরাণ বিকল এই দেখ তনু সারা। যেন আঁখে আসি তারা দুটি বসি দেখিল উজোর পারা।। পরাণ-প্রদীপ কেবল লোচন এত দিন ছিলে কোথা। কোলে যদুমণি এ ক্ষীর […] keyboard_arrow_right
  • এত দিনে ছিলে কোথা
    “এত দিনে ছিলে কোথা। ছাড়িয়া জননী বাছা যাদুমণি, হিয়ায়ে মারিয়ে ব্যথা।। ও মোর বাছনি, চাঁদ-মুখখানি দেখিয়ে নয়ান ভরি। দুষ্ট কংস লাগি তোমা হেন পুত্রে ভেজল গোকুল- পুরী।। শোকেতে আকুল পরাণ বিকল এই দেখ তনু সারা। যেন আঁখে আসি তারা দুটি বসি দেলি উজোর পারা।। পরাণ-প্রদীপ কেবল লোচন এত দিন ছিলে কোথা। কোলে যদুমণি এ ক্ষীর […] keyboard_arrow_right
  • এতদিনে সদয় হইল মোরে বিধি
    এতদিনে সদয় হইল মোরে বিধি। আনি মিলায়ল গোরাগুণনিধি।। এতদিনে মিটল দারুণ দুখ। নয়ন সফল ভেল দেখি চাঁদমুখ।। চির উপবাসী ছিল লোচন মোর।। চাঁদ পাওল যেন তৃষিত চকোর।। বাসুদেব ঘোষে গায় গোরা পরবন্ধ। লোচন পাওল যেন জনমের অন্ধ।। keyboard_arrow_right
  • এতহি কহল যব কানু শুনই তব
    এতহি কহল যব কানু শুনই তব আয়ল দূতিক সাথ। যাঁহা ধনি বৈঠত দ্রুত চলি আওত করই কতহি প্রণিপাত।। বিমুখি-ভাব তব পরিহর সুমুখি গো বিনতি গদ-গদ নাথে। ইহ বেরি মোহে হেরি সব দোখ খেমহ হরি লাগি ধরি তুয়া হাথে।। তব ললিতা সা ত্বং ললিতায়া ইতি ব্রজ মহ কো নহি জান। আঁচর পাতি হম তুয় পাশে মাগিয়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ