• বৃন্দাদেবীবিরচিত কুসুমহিন্দোলা
    বৃন্দাদেবীবিরচিত কুসুমহিন্দোলা। তাহাতে বসিলা অতি আনন্দে বিভোলা।। রাইকানু সমুখা সমুখি মুখ হেরে। ললিতা বিশাখা সখী ঝুলায় দোহাঁরে।। হেরইতে সখীগণ দুহুঁ মুখচন্দ। নাচত কোই গাওয়ে পরবন্ধ।। খেনে অতি বেগে ঝুলয়ে খেনে মন্দ। জলদে বিজুরি জনু ঐছন ছন্দ।। দুহুঁ পর কুসুম বরিখে সখি মেলি। হেরই মাধব দুহুঁজনকেলি।। keyboard_arrow_right
  • বৃষভানুনন্দিনী রমণীর শিরোমণি
    বৃষভানুনন্দিনী রমণীর শিরোমণি নব নব সহচরি সঙ্গ। চলিলা শ্রীবৃন্দাবনে শ্যামচান্দ দরশনে রসভরে ডগমগ অঙ্গ।। কত চান্দ জিনি শশী মুখে মন্দ মধুর হাসি পিঠে দোলে চাঁচর কেশের বেণী। তার উপর সোনার ঝাঁপা মাঝে মাঝে কনকচাঁপা গোবিন্দের হৃদয়মোহিনী।। নীলমণি চুড়ি হাথে রতনকিঙ্কিণী তাথে নীল বসন সোনার গায়। সোনার নূপুর পাতা মল রাঙ্গা পাএ ঝলমল হংসগমনে চলি যায়।। […] keyboard_arrow_right
  • বৃ্ন্দাবন মনোমোহন ধামে
    বৃ্ন্দাবন মনোমোহন ধামে। শশি কিরণাঞ্চিত বিবিধ কুসুমযুত অলিকুল ঝঙ্করু কোকিল গানে।।ধ্রু।। নৃত্যতি মৌর কপোত শুক বোলত ফিরি গাওত পিকু শারি বিলাসে। পারাবত বনি করত মধুর ধ্বনি চাতকি রীত পিয়ই পিয় ভাষে।। যমুনাসমীপ নীপ বরবৈভব সৌরভ কুন্দ কুমুদ-মৃদুপবনে। মুনিঋষি স্তুত অপসর নাচত কঙ্কণকিঙ্কিণি নূপুর কলনে।। শিব নারদ অজ গাওত অবিরত সতত উদয় দ্বিজরাজে। রাধামন্ত্র জপন অনুশীলন […] keyboard_arrow_right
  • বেলি অবসানে ননদিনী সনে
    বেলি অবসানে ননদিনী সনে জল আনিবারে গেনু। গৌরাঙ্গ চাঁদের রূপ নিরখিয়া কলসি ভাঙ্গিয়া এনু।। কাঁপে কলেবর, গায়ে আসে জ্বর, চলিতে না চলে পা। গৌরাঙ্গ চাঁদের রূপের পাথারে সাঁতারে না পাই থা।। দীঘল দীঘল নয়ান যুগল বিষম কুসুম শরে। রমণী কেমনে ধৈরজ ধরিবে মদন কাঁপয়ে ডরে।। কহে নরহরি গৌরাঙ্গ মাধুরী যাহার অন্তরে জাগে। কুলশীল তার সকলি […] keyboard_arrow_right
  • বেশ পসারি সোঙরি ঘন হরি হরি
    বেশ পসারি সোঙরি ঘন হরি হরি ঘর সঞে ভেলি বহার। রসভরে দীগবিদিগ নাহি হেরই তাহে কি বিঘিনি বিচার।। দেখ সখি রাই চললি অতি রঙ্গে। মদন সুমোহন লোভন ছন্দন ঐছে সুরঙ্গিণি সঙ্গে।। কত অভিলাষে বিলাসক যোগহি বদনে নিরন্তর হাস। সাঁঝহি যৈছন বিধুবর উদয়তি কুমুদিনি হোত বিকাশ।। ঘন দল মাল বিশাল তমাল হেরি তরখি তরখি রহি যায়। […] keyboard_arrow_right
  • ব্রজকুল কুমুদ সুধাকর নাগর
    ব্রজকুল কুমুদ সুধাকর নাগর। নাগরি পিরিতি মুরতিময় সাগর। জয় জয় গোকুল বল্লভ শ্যামর। ভাবিনি ভাব বিভাবিত অন্তর।। কান্তিকরম্বিত জিতনবজলধর। চূড়হি চারু শিখণ্ডখণ্ডধর।। লোচন নীলকমলদল ঢর ঢর। কত কোটি অরুণ জিতল পদতল কয়।। কাঞ্চন রুচি রুচি ধৃত পীতাম্বর। হৃদয়ে ধরল নখরেখসুধাকর।। তহিঁ মণিরাজ রোমারাজি ভুজগেশ্বর। মোতিম মাল সহ নাভিসরোবর ।। খিন কটিতট পট কাঞ্চি মনোহর। জানু […] keyboard_arrow_right
  • ব্রজভূমি করি শূন্য নদীয়ায় অবতীর্ণ
    ব্রজভূমি করি শূন্য নদীয়ায় অবতীর্ণ এতেক তোমার চতুরাল। দুঃখ দিয়া নিরন্তর বর্ণ করি ভাবান্তর পুনঃ বাঢ়াও বিরহ জঞ্জাল।। নাহি শিখিপুচ্ছ চূড়া নাই সেই পীতধড়া করে নাই মোহন বাঁশরি। যে বাঁশরি করি গান বধিলে গোপীর প্রাণ সে বাঁশরি কোথা গৌরহরি।। নাহি সে বাঁকা নয়ন এবে হেরি সুলোচন নাই সে ভঙ্গিমা বাঁকা নাই। যদি দিলে দরশন এরূপে […] keyboard_arrow_right
  • ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন
    ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার। তাহার উপমা বেদে নাহি সীমা ত্রিভুবনে নাহি আর।। এমন মাধব না ভজে মানব কখন মরিয়া যাবে। সেই সে অধমে প্রহারিবে যমে রৌরবে ক্রিমিতে খাবে।। তারপর আর পাপী নাহি ছার সংসার জগত মাঝে। কোন কালে তার গতি নাহি আর মিছাই ভ্রমিছে কাজে।। লোচন দাস ভকতি আশ হরিগুণ কহি […] keyboard_arrow_right
  • ভগবতি দেবতি সময় সে জান
    ভগবতি দেবতি সময় সে জান। রাইক মন্দিরে করল পয়ান।। শূতলি দেখলি অতি বিপরীত। গুরুজন-বচনে না মানয়ে ভীত।। তপস্বিনী করলহিঁ কত অনুমান। কর পরশন করি রাই জাগান।। চমকি উঠলি ধনি থরহরি কাঁপি। পীত বসনে সবহু তনু ঝাঁপি। রতিবিপরীতচিন করতহিঁ গোই। রাঙ্ক রতন জনু বেকত না হোই।। কর জোড়ি রাই প্রণতি করু দেবী। আজু সফল দিন তুয়া […] keyboard_arrow_right
  • ভাই তুমি ত পরম ভণ্ড
    ভাই তুমি ত পরম ভণ্ড। সেথা কি বলিলে এথা পাসরিলে পাইবে উচিত দণ্ড।। জলবিম্বু হেন চপল জীবন মিছা ধনজন আশা। যমদূতে কবে বান্ধ্যা লঞা যাবে ভাঙ্গিয়া পঞ্জর বাসা।। বিষম শমন করিবে দমন ভেজিঞা কিঙ্কর চণ্ড। লোহার ডাঙ্গুষ মাথাএ মারিবে করাতে চিরিবে মুণ্ড।। অখিলের পতি অগতির গতি হরি হরি বলি ডাক। হরির চরণ করিঞা শরণ শমন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ