• রতি রসে অবশ অলস অতি পূর্ণিত
    রতি রসে অবশ অলস অতি পূর্ণিত শূতলি নিভৃত নিকুঞ্জে। মধু লোভে ভ্রমর ভ্রমরিগণ ঝঙ্করু বিকসিত ফলফুল পুঞ্জে।। বিনোদিনী মাধবকোর। তমালে বেঢ়ল জনু কলকলতাবলি দুহুঁরূপ অতি উজোর।। ভূজে ভূজে ছন্দ- বন্ধ করি সুন্দরি শ্যামরকোড়ে ঘুমায়। রতিরসে অলস দুহুঁ তনু ঢর ঢর প্রিয়সখি চামর ঢুলায়।। সুবাসিত বারি ঝারি ভরি রাখত মন্দিরে দুহুঁজন পাশা। মন্দির নীকটে পদতলে শুতলি […] keyboard_arrow_right
  • রতিরসে অতিশয় মাতল নাহ
    রতিরসে অতিশয় মাতল নাহ। অমিয়া সরোবর করু অবগাহ।। সহজে নিরঙ্কুশ নাগর নাগ। তাহে মনমথ নৃপ কৌতুক লাগ।। কর গহি রাখত যুগল চকেবা। দংশই সরসীজ বারব কেবা।। কতই হিলোর উঠাওই রঙ্গে। ডুবহি কবহু আনন্দ তরঙ্গে।। হরিবল্লভ সব সখীগণ কূলে। দেখত সতত হুলাসই ফূলে।। keyboard_arrow_right
  • রন্ধনে মলিনী হইয়া রমণী
    রন্ধনে মলিনী হইয়া রমণী বাহিরে আসিয়া বসি। ঘামে টলমল সে অঙ্গ অতুল যেমন দিবসে শশী।। আসি দাসীগণ করায় সিনান সুগন্ধে শীতল নীরে। প্রিয় সখীগণ পরায় বসন ছরম করল দূরে।। রাধা দাসীগণ চতুর নিপুণ মাজিয়া বিরল ঘরে। বসিতে আসন জলের ভাজন সারি সারি করি ধরে।। যশোদা আকুলি করিয়া বিকুলী রাইরে করল কোরে। ও মোরে বাছনি মূ […] keyboard_arrow_right
  • রয়নি বিহরি দুহুঁ আলসে ভোর
    রয়নি বিহরি দুহুঁ আলসে ভোর। আওল নিকুঞ্জহি কিশোরি কিশোর।। বৈঠল রতন সিংহাসন মাঝ। সেবন পরায়ণ সহচরি সাজ।। কেহুঁ করু বীজন কেহুঁ দেই পানি। চরণ পাখালই ঝরঝরি আনি।। কর চরণ গ্রীবা মৃদু মৃদু চাপি। বিগত কয়ল শ্রম সেবন আপি।। কত কত উপহার ভোজন পান। করিয়া শিতল ভেল নাগর কান।। সখি সঞে সুবদনি অবশেষ পাই। বৈঠল শেজপর […] keyboard_arrow_right
  • রসমই রাসে করই অভিসার
    রসমই রাসে করই অভিসার। সহচরি রঙ্গিণি সঙ্গহি আবৃত রূপ যৌবন উপহার।। কোই রঙ্গিণি কর করপঙ্কজ ধর স্মিত অবলোকন নয়নে। যৈছে কমল পরি মধুমাতল অলি শোহিনি মৃগমদ চিবুকক সদনে।। গন্ধচতুঃসম তনু অনুলেপন শ্যাম মিলব সুখ হিয়া রে। সহচরি কেলিকলারস রঙ্গিত রঙ্গরঙ্গিলে রঙ্গবিহারে।। কেহু রঙ্গিণি করচালনি শোহনি অতি চিত্রিত গতি চরণে। রসভরে রসপরসঙ্গ কহই কেহু রসবতি আরতি […] keyboard_arrow_right
  • রসিক নাগর সাজি বাজিকর
    রসিক নাগর সাজি বাজিকর সঙ্গেত সুবল সখা। ঢোলক বাজাইয়া দড়ি দড়া লৈঞা ভানুপুরে দিলা দেখা।। ধূলা মাখি গায় জুপুপ ঝুলায় নটপটি পাগ শিরে। সুবল সখার কান্ধে দিয়া ভার নামাইলা ধীরে ধীরে।। কুহক লাগাইয়া ঝুলি যে খুলিয়া মুকুতা বাহির করে। উগারে বদনে বহুমূল্য ধনে রাখে সব থরে থরে।। পেটে গুয়া দিয়া বাঁশেতে চড়িয়া ঘুরয়ে কতেক পাকে। […] keyboard_arrow_right
  • রসে ঢর ঢর বিনোদ নাগর
    রসে ঢর ঢর বিনোদ নাগর বসিঞা রাইএর কোরে। মুখ নিরখিঞা উলসিত হঞা ভাসিল নয়ন জলে।। হরি হরি একি অপরূপ ধন্দ। রাই রাই করি কান্দিঞা আকুল হইল গোকুলচন্দ।। রাইর আঁচর ধরি গিরিধর কান্দিতে কান্দিতে বলে। রসবতি সনে আর কত দিনে বিধি মিলাওব মোরে।। পুলকিত তনু মলিন বদন অঝোরে নয়ন ঝরে। পরাণ পুতলী অধিক মুরলী পড়িঞা রহিল […] keyboard_arrow_right
  • রসে তনু ঢর ঢর গৌরকিশোরবর
    রসে তনু ঢর ঢর গৌরকিশোরবর এবে নাম শ্রীকৃষ্ণচৈতন্য। সে সব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা ভক্ত বিনা নাহি জানে অন্য।। দ্বাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম গর্গবাক্য ভাগবতে লিখি। চিতে করি অনুসঙ্গ শ্যাম হইল গৌরাঙ্গ রাধাকৃষ্ণ-তনু তার সাখী।। অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জনু অদভুত গৌরাঙ্গের লীলা। রাই সঙ্গে খেলাইতে কুঞ্জ বনে বিলসিতে অনুরাগে গৌর […] keyboard_arrow_right
  • রাই অঙ্গে হাত দিয়া নটবর রায়
    রাই অঙ্গে হাত দিয়া নটবর রায়। ঘুচিল বিরহ দুখ হাসি মুখ চায়।। দুহুঁ দোঁহার দরশনে আনন্দ হইল। জটিলা আসিয়া কিছু কহিতে লাগিল,, জটিলা বলেন শুন নন্দের নন্দন। তোমার গুণেতে বধূ পাইল চেতন।। এত শুনি গোবিন্দ বলেন জটিলারে। নন্দঘরে থাকি আমি গোকুলনগরে।। যখন তোমার বধূর এমনি হইব। তখনি বলিহ মোরে ভাল করি যাব।। এত বলি বনমালী […] keyboard_arrow_right
  • রাই কানু নিকুঞ্জ মন্দিরে
    রাই কানু নিকুঞ্জ মন্দিরে। বসিলেন বেদীর উপরে।। হেম মণি খচিত তাহাতে। বিবিধ কুসুম চারি ভিতে।। সখীগণ চৌদিগে বেড়িয়া। বসিয়াছে দুহুঁ মুখ চাইয়া।। কুণ্ডের পুরবে সেই কুঞ্জ। যাহা বেড়ি মধুকর গুঞ্জ।। মলয়পবন বহে তায়। তরুপর শারী শুক গায়।। রাই কানু সে শোভা দেখয়ে। হেরি মধুসূদন ভূলয়ে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ