• শিশুকালের ভালবাসা
    শিশুকালের ভালবাসা তোমরা বল কি। কিসের লাগ্যা ডর করিব বাপের ঘরের ঝি।। তোমারও তো কও কথা হৈয়া কুলনারী। আমার সাথে দেখি লোকে করে ঠারাঠারি।। চাউটা-নাউটা কত কথা কয় কত ঠাঞি। এমন কভু দেখি নাই শুন আগো মাই।। সব যুবতী মেলি মোরা গিয়াছিলাম জলে। চৌখের মাথা খায়্যা কেবা বৈলা দিল ঘরে।। লোচন বলে ডর কি হেইলো […] keyboard_arrow_right
  • শুন হে নাগর রায়
    “শুন হে নাগর রায়। তোমার উচিত এই লএ চিত এ কথা কহিব কায়।। তোমার কারণে সব তেয়াগিনু কুলেতে দিয়েছি ডোর। অবলা অখলে হেন করিবারে এ নহে উচিত তোর।। আমরা স্বপনে আন নাহি জানি কেবল দুখানি পায়। এতেক বেদন তোমার কারণ শুন হে নাগর রায়।। সকল তেজিলুঁ তভু না পাইলুঁ হৃদয় কঠিন বড়ি । হাসিয়া হাসিয়া […] keyboard_arrow_right
  • শুন গো তাহার কাজ কহিতে বাসিয়ে লাজ
    শুন গো তাহার কাজ কহিতে বাসিয়ে লাজ দেখা হৈল কদম্বের তলে। বিবিধ ফুলের মালা যতনে গাঁথিয়া কালা পরাইতে চায় মোর গলে।। আমি মরি ঐ দুখে ভয় নাহি তার বুকে সাত পাঁচ সখী ছিল সাথে। চাতুরী করিয়া সার বসনে করিলাম আড় ডর হৈল পাছে কেহ দেখে।। না জানে আপন পর সকল বাসয়ে ঘর কারো পানে ফিরিয়া […] keyboard_arrow_right
  • শুন গো মরম সই
    শুন গো মরম সই মোর মনের দুখ। শ্যামবন্ধু না দেখিয়া বিদরিছে বুক।। হাস্যা হাস্যা আস্যা কভু দাঁড়াইত নাছে। সেই অভি- লাষে ওগো থাক্‌তাম গৃহ মাঝে।। যে দিন হৈতে বেণু নিলে ননদ বিড়ালী। সেই দিন হৈতে নন্দের পোয়ে আইসে নাকো বাড়ী।। পাশ পড়শীর বাড়ী আইসে অম্‌নি অম্‌নি যায়। পথে ঘাটে দেখা হৈলে ফিরিয়া না চায়।। লোচন […] keyboard_arrow_right
  • শুন বর নাগর চতুরহি কান
    শুন বর নাগর চতুরহি কান। তোহারি বচন হাম কিছুই না জান।। পর ধন দেখিয়া যো হোয়ত লোভী। তাকর বচন তুহুঁ মোহে কহবি।। যাকর সম্বল নাহি বট দুই । ত্রিভুবন দান করল পরে সোই।। নিশ্চয় বুঝায়বি এহি বচন। রসিক জন কাহে কাক বরণ।। রোহিণীনন্দন কহে শুনহ মুরারি। ছন্দবন্ধে তুহুঁ ধনীকে না পারি।। keyboard_arrow_right
  • শুন রসময় সদয় হৃদয়
    শুন রসময় সদয় হৃদয় আমি সুকঠিন বামা। বিরহ পাবক মাঝারে ধাবক হইলুঁ ফেলিলুঁ তোমা।। আমি মরি মরি মূঢ় সে পামরী দিয়েছি অসুখ নানা। মোর শিরে হাত দিয়ে প্রাণনাথ সকলি করহ ক্ষেমা। শুন তুহুঁ যদি লাখ কুলবতী বিলাসে পাওসি সুখ। মোর সুখ তাতে কোটি গুণ হৈতে নাহি নাহি কিছু দুখ।। এক ভিখ মাগি সরলে কহবি না […] keyboard_arrow_right
  • শুন রাধার নিলাজ নূপুর
    শুন রাধার নিলাজ নূপুর। নারীর চরণে থাক এত কি গরব রাখ মনে কর আপনি ঠাকুর।। একে সে রমণী সঙ্গে দিবানিশি থাক রঙ্গে মনে হেন লাজ নাহি বাস। অগুরু চন্দন হৈতে না জানি বা কি করিতে কোন লাজে মন্দ মন্দ হাস।। গুণময় নাম যার এত কি গরব তার ভ্রুকুটি করহ যথা তথা। রসের পসার হৈতে নাহি […] keyboard_arrow_right
  • শুন শুন এ সখি কর অবধান
    শুন শুন এ সখি কর অবধান। সে যে রমণী নিল হামারি পরাণ।। যবধরি না দেখিয়ে সো চাঁদ মুখ। তবধরি মদন দ্বিগুণ দেই দুখ।। ঝর ঝর অনুখন এ দুই নয়ান। জরজর অন্তর না যায়ে পরাণ।। তা সঞে রভস-রস যদি নাহি হোয়। নিচয়ে না জীয়ব কহলম তোয়।। দুই এক পলকে মিলব বরনারী। যদুনন্দন তব যাঙ বলিহারি।। keyboard_arrow_right
  • শুন শুন ওগো সই
    শুন শুন ওগো সই দণ্ড দুইচাইর রাইতে। দাদা ঘর নাই—গেলাম বউয়ের কাছে শুইতে।। প্রদীপ লৈয়া ঘর ঢুকিলাম (সুধাইলাম) তোর কোলে কে। ঢাক করিয়া বোলে তোমার দাদা আস্যাছে।। দাদা আমার শুইয়া আছে আমি মরি ডাক্যা। বুকের ভিতর কর‍্যা রাখ্ছে‌ বসন দিয়া ঢাক্যা।। বসন খুল্যা দেখ্‌লাম যদি নন্দের ঘরের কানু। ধরব বল্‌তে দৌড়া পলায় কাড়্যা রাখ্যাছি বেণু।। […] keyboard_arrow_right
  • শুন শুন গুণবতী রাই
    শুন শুন গুণবতী রাই। তো বিনু আকুল কানাই।।ধ্রু।। সো তুয়া পরশক লাগি। ছটফটি যামিনি জাগি। খিনতনু মদন-হুতাশে। তেজই উতপত শাসে।। চীত-পুতলী সম দেহ। মরম না বুঝয়ে কেহ।। পুছিতে কহয়ে আধ ভাখি। নিঝরে ঝরয়ে দুটি আঁখি।। জ্ঞান কহয়ে তোহে সার। করহ গমন-উপাচার।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ