শুন শুন সুবদনি বিনোদিনি রাই। তোমা বই কারু নই তোমারি দোহাই।। তোমার লাগিয়ে সাধের গোলোক ছাড়িলাম। গাইতে তোমার গুণ মুরলী শিখিলাম।। ইথে না প্রত্যয় যাও মদন কর সাখী। তব শ্রীচরণ দাও শ্যাম নাম লিখি।। কোমল পদে কঠিন নাম লিখ্তে আঁচড় যায়। ধূলাতে লিখিয়ে নাম চরণ রাখ তায়।। গোবিন্দদাসিয়া কহে শুন সব সখি। বিকাইলুঁ রাইপদে তোমার […]
keyboard_arrow_right