• সখি সঙ্গে করি বেশের মন্দিরে
    সখি সঙ্গে করি বেশের মন্দিরে বসিলা আনন্দ চিতে। তেজি নিল পাড়ি পীত ধড়া পরি চূড়াটী বান্ধিল মাথে।। কেহ হয় দাম শ্রীদাম সুদাম সুবলাদি প্রিয় সখা। চল বৃন্দাবনে নটবর সনে যাইয়া করিব দেখা।। ললিতা সুন্দরি জানয়ে চাতুরি বলাই সাজিবে বড়। বিশাখারে ভাল সাজিবে সুবল এই সে উপায় কর।। কহে ইন্দুরেখি শুন বিধুমুখি তোমারে সাজাব হরি। রায় […] keyboard_arrow_right
  • সখি হামারি দুখের নাহি ওর
    সখি হামারি দুখের নাহি ওর। এ ভয় বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।। ঝম্পি ঘন গরজন্তি সন্ততি ভুবন ভরি বরিখন্তিয়া। কান্ত পাহুন কাম দারুণ সঘনে খর শর হন্তিয়া।। কুলিশ কতশত পাত মোদিত মৌর নাচত মাতিয়া। মত্ত দাদুরি ডাকে ডাহুকী ফাটি যাওত ছাতিয়া।। তিমির দিগ্ ভরি ঘোর যামিনী ন থির বিজুরিক পাঁতিয়া। ভনয়ে শেখর কৈছে নিরবহ […] keyboard_arrow_right
  • সখি হে ফিরিয়া আপন ঘরে যাও
    সখি হে ফিরিয়া আপন ঘরে যাও। জিয়ন্তে মরিয়া যেই আপনারে খাইয়াছে তারে তুমি কি আর বুঝাও।।ধ্রু।। নয়ান পুতলি করি লইনু মোহনরূপ হিয়ার মাঝারে করি প্রাণ। পিরীতি-আগুন জ্বালি সকলি পুড়াইয়াছি জাতি-কুল-শীল-অভিমান।। না জানিয়া মূঢ় লোকে কি জানি কি বলে মোকে না করিয়ে শ্রবণ গোচরে।। স্রোত বিথার জলে এ তনু ভাসায়েছি কি করিবে কুলের কুকুরে।। খাইতে শুইতে […] keyboard_arrow_right
  • সখি হে শুন বাঁশি কিবা বোলে
    সখি হে শুন বাঁশি কিবা বোলে। আনন্দে আগোর কিয়ে সে নাগর আইলা কদম্বতলে।। বাঁশরি নিসান শুনিতে পরাণ নিকাশ হইতে চায়। শিথিল সকল ভেল কলেবর মন মুরুছই তায়।। নাম বেঢ়াজাল খেয়াতি জগতে সহজে বিষম বাঁশী। কানু উপদেশে কেবল কঠিন কামিনীমোহন ফাঁসী।। কি দোষ কি গুণ একই না গণে না বুঝে সময় কাজ। রায় বসন্তের পঁহু বিনোদিয়া […] keyboard_arrow_right
  • সখিকর ধরি ধনি কাতর বাণি
    সখিকর ধরি ধনি কাতর বাণি। কহে ও মুখ কব দেখব সয়ানি।। নাসাপটুযুত মোতি রসাল। চন্দ্রাঙ্কুর কিয়ে ধরল তমাল।। সিন্দুর অরুণ কিয়ে অধর প্রকাশ। মণিবর প্রাতর সুরজ বিকাশ।। আকর্ণারুণ যুগ নয়ন চকোর। চাহনি বঙ্ক রমণিচিতচোর।। ভাঙ বিভঙ্গি হিয়ে জাগয় মোর। রাহু কলানিধি রহলি আগোর।। চমকিয়া চাঁদ তিলকে পড়ু ভোর। রায় বসন্ত কহ আরতি ওর।। keyboard_arrow_right
  • সখিগণ মেলি কয়ল জয়কার
    সখিগণ মেলি কয়ল জয়কার। শ্যামর অঙ্গে দেয়ল ফুলহার।। নিজ-মন্দিরে ধনি কয়ল পয়াণ। বনমাহা গমন করল বরকান।। সখিগণ সঙ্গে রঙ্গে চলু গোরি। মণিময়ভূষণ অঙ্গে উজোরি।। শঙ্খশব্দ ঘন জয়-জয়-কার। সুন্দরবদনী কবরি কুচভার।। হেরি মদন কত পরাভব পাব। গোবিন্দদাস দুহুঁ রস গাব।। keyboard_arrow_right
  • সখিগণ বচন না শূনল মানিনি
    সখিগণ বচন না শূলন মানিনি রোখে চলত নিজ বাস। সো বরনাগর কাতর অন্তর ছোড়ল তছু আশোয়াশ।। হরি হরি সবহুঁ আনমত ভেল। মনমথ অমিয়া সিনায়ব সহচরি কষায় দহনে দহি গেল।। কাতরে কুঞ্জ তেজি সব কলাবতি মন্দিরে করল পয়াণ। পন্থ বিপথ কিছু লখই না পারয়ে মানিনি মলিন বয়ান।। তাপিনি তপত তৈলে জনু জারিত বৈঠল মন্দিরে যাই। জাগিয়া […] keyboard_arrow_right
  • সখিগণ-বচন না শূনল মানিনি
    সখিগণ-বচন না শূনল মানিনি রোখে চলত নিজবাস। সো বরনাগর কাতর অন্তর ছোড়ল তছু আশায়াশ।। হরি হরি সবহুঁ আন-মত ভেল। মনমথ-অমিয়া সিনায়ব সহচরি কষায় দহনে দহি গেল।। কাতরে কুঞ্জ তেজি সব কলাবতি মন্দিরে করল পয়ান। পন্থ বিপথ কিছু লখই না পারয়ে মানিনি মলিন বয়ান।। তাপিনি তপত তৈলে জনু জারিত বৈঠল মন্দিরে যাই। জাগিয়া রজনি পোহায়ল সহচরি […] keyboard_arrow_right
  • সখিহে বড়ই বিষম লেহ
    সখিহে বড়ই বিষম লেহ। আঁখি ঠার দিয়া নন্দের কানাই হরে নিল মোর দেহ।। ত্রিভঙ্গ হইয়া বাঁশিটী লইয়া সদা ডাকে রাধা রাধা। মোরা কুলনারী নয়ানে না হেরি দারুণ কুলেরই বাধা।। ঘরে গুরুভয় লোকে নানা কয় জ্বালাতে জ্বলিয়া মরি। লোক লাজ ডরে না রহিব ঘরে যার গৃহ পরিহরি।। রসিক মুরারি রসসিন্ধু প্যারী রসে বাড়ে আশোয়াস। কহে মাণিক […] keyboard_arrow_right
  • সখী ভয়ে ভাব গোপত করি মুগধিনী
    সখী ভয়ে ভাব গোপত করি মুগধিনী অন্তরে করই বিচার। বাকর নামে মোহে সব কুলবতী না জানি কৈছে রূপ তার।। হরি হরি কি করব কাঁহা হাম যাব। কুলবনিতা করি বিহি নিরমাওল কৈছনে দরশন পাব।। যো ইহ সঙ্গিনী সো পরিবাদিনী অন্তর খোলব কায়। যে হউ সে হউ হাম অবশি নিহারব ইথে কুল রহু বরু যায়।। মনমাহা ঐছে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ