সহচরি চাতুরি সেবন অশেষ। বিবিধ ভুঞ্জায়ল সরস বিশেষ।। খলিত শিখণ্ড চূড় কবরি বিথার। সবহুঁ সমারল গলিত শিঙ্গার।। মৃগমদ কুঙ্কুম চন্দনপঙ্ক। কুসুমক হার সাজাওল অঙ্গ।। কিয়ে কিয়ে এ দুহুঁ প্রেমক রীত। আন আন হেরি আন ভেল চীত।। রসিক সুনাহ কতহুঁ রস জান। লালস ভরি হেরূ ধনিক বয়ান।। রাধা রমণি রমণ মতি হেরি। আলিক জালে বুঝায়ল ফেরি।। […]
keyboard_arrow_right