• হেন দিন শুভ পরভাতে
    হেন দিন শুভ পরভাতে। শ্রীনরোত্তম নাম পহু মোর গৌর ধাম বার এক স্মৃতি হয় যাতে।। যাহার সঙ্গতি কাম শ্রীল কবিরাজ নাম ছাড়িয়া সে গৃহপরিকর। ঠাকুর শ্রীশ্রীনিবাস খেতরী করিলা বাস প্রাণ সমতুল কলেবর।। নিত্যানন্দ ঘরণী জাহ্নবা ঠাকুরাণী ত্রিভুবনে পূজিত চরণ। যাহার কীর্ত্তন কালে রুধির পুলকমূলে দেখি কৈল চৈতন্য স্মরণ।। ভাব দেখি আপনি জাহ্নবা ঠাকুরাণী নাম থুইলা […] keyboard_arrow_right
  • হেনই সময়ে এক সখী
    হেনই সময়ে এক সখী। নিকুঞ্জ-মন্দিরে রাই দেখি।। কহে আসি বিনোদ নাগরে। দেখ রাই কুঞ্জের ভিতরে।। শুনিয়া চমকি উঠে কান। সখী সঞে করল পয়ান।। যাহাঁ বসি রাধিকা সুন্দরী। সমুখে কহয়ে কর যোড়ি।। ক্ষেম ধনি মঝু অপরাধ। হেন প্রেমে না করহ বাদ।। হাম তুয়া অনুগত কান। কাহে করসি মোহে মান।। এত কহি চরণে ধরিয়া । সাধয়ে অবনী […] keyboard_arrow_right
  • হেম যূথী বরততী তমালের গায়
    হেম যূথী বরততী তমালের গায়। তাহা দেখি তরল আঁখি বক্র করি চায়।। চন্দ্রমুখী ডাকি সখি বলে দেখ কি। কানু কোলে বসি খেলে কোন রাজার ঝি।। মোরে দেখি পাটাবুকী না করিল ডর। পর পুরুষে রস বরিষে ছাড়িতে নাই তর।। পরের বোলে যেজন ভোলে কি বলিব তারে। চড়ি গাছে ভ্রূকুটি নাচে জিউ হারাবার তরে।। শেখর রুষি কহে […] keyboard_arrow_right
  • হেম সরোরুহ গোরিক কাঁতি
    হেম সরোরুহ গোরিক কাঁতি। প্রেম পরাক্রমে লোহিত ভাতি।। অঞ্জন গঞ্জন নীলিম ভাস। অরুণোদর ঘন কানু পরকাশ।। এ দুহুঁ অন্তর আনন্দ ধূমে। বিছুরল বাহির রহল নিঝুমে।। এ সখি ইহ খণ কহ না বিচারি। কৈছনে শুতায়বি বিনি উপচারি।। তুহুঁ সে সেয়ানি রচহ পরবন্ধ। ছরম বিরম করু নব যুব দ্বন্দ্ব।। রজনিক আধ অধিক বহি যায়। নরতনে ভুলি তাম্বুল […] keyboard_arrow_right
  • 1
  • 70
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ