কাঞ্চন বরণী কে বটে সে ধনী ধীরে ধীরে চলি যায়। হাসির ঠমকে চপলা চমকে নীল শাড়ী শোভে গায়।। দেখিত বদন মোহিত মদন নাসাতে দুলিছে দুল। সুবিশাল আঁখি মানস ভাবিয়া ছুটিছে মরাল-কুল।। আঁখিতারা দুটি বিরলে বসিয়া সৃজন করেছে বিধি। নীল পদ্ম ভাবি লুবধ ভ্রমরা ছুটিতেছে নিরবধি।। কিবা দন্তভাতি মুকুতার পাঁতি জিনিয়া কুন্দক ঝুঁড়ি। সীঁথার সিন্দূর জিনিয়া […]
keyboard_arrow_right