কাহারে কহিব মনের মরম কেবা যাবে পরতীত। কানুর পীরিতি ঝুরি দিবা রাতি সদাই চমকে চিত।। সই, ছাড়িতে নারি যে কালা। কুল তেয়াগিয়া ধরম ছাড়িয়া লইব কলঙ্ক-ডালা।। মাথায় করিয়া দেশে দেশে ফিরে মাগিয়া খাইব তবে সতী চরচার কুলের বিচার তবে সে আমার যাবে।। চণ্ডীদাস কয় কলঙ্কে কি ভয় যে জন পীরিতি করে। পীরিতি লাগিয়া মরয়ে ঝুরিয়া […]
keyboard_arrow_right