গকুল-নগরে কেবা কি না করে আর জে মথুরাবাসি। পিরিতি মরম কেবা নাহি জানে আমরা হইলাম দুসি।। সই, কহিতে দগদে হিয়া। ঘরে গুরু জোন বোলে কুবচোন কানুরে হেলান দিআ।। চোরের রমনি চাতকি চাহনি ফুকারি কান্দিতে নারি। সরির ভিতরে প্রাণ জর জর জালায়ে জলিয়া মরি।। সই, রহিতে নারি মুই ঘরে। গরল ভক্ষিআ ছারিব পরান নিশ্চয়ে কহিলাম তোরে। […]
keyboard_arrow_right