ব্রজকুল কুমুদ সুধাকর নাগর। নাগরি পিরিতি মুরতিময় সাগর। জয় জয় গোকুল বল্লভ শ্যামর। ভাবিনি ভাব বিভাবিত অন্তর।। কান্তিকরম্বিত জিতনবজলধর। চূড়হি চারু শিখণ্ডখণ্ডধর।। লোচন নীলকমলদল ঢর ঢর। কত কোটি অরুণ জিতল পদতল কয়।। কাঞ্চন রুচি রুচি ধৃত পীতাম্বর। হৃদয়ে ধরল নখরেখসুধাকর।। তহিঁ মণিরাজ রোমারাজি ভুজগেশ্বর। মোতিম মাল সহ নাভিসরোবর ।। খিন কটিতট পট কাঞ্চি মনোহর। জানু […]
keyboard_arrow_right