শ্রীপ্রভু করুণস্বরে ভকত প্রবোধ করে কহে কথা কান্দিতে কান্দিতে। দুটি হাত জোড় করি নিবেদয়ে গৌরহরি সবে দয়া না ছাড়িহ চিতে।। ছাড়ি নবদ্বীপ বাস পরিলু অরুণ বাস শচী বিষ্ণুপ্রিয়ারে ছাড়িয়া। মনে মোর এই আশ করি নীলাচলে বাস তোমা সবার অনুমতি লৈয়া।। নীলাচল নদীয়াতে লোক করে যাতায়াতে তাহাতে পাইবা তত্ত্ব মোর। এত বলি গৌরহরি নমো নারায়ণ স্মরি […]
keyboard_arrow_right