• কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে
    কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে। অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য্য পদাবলী কি জানি কেমন করে প্রাণে।। সখি হে নিশ্চয় করিয়া কহি তোরে। হা হা কুলাঙ্গনা মন গ্রহিবারে ধৈর্য্যধন যাহে হেন দশা হৈল মোরে।। শুনিয়া ললিতা কহে অন্য কোন শব্দ নহে মোহন মুরলীধ্বনি এহ। সে শব্দ শুনিয়া কেনে হৈলা তুমি বিমোহনে […] keyboard_arrow_right
  • কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে
    কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কাণে। অমৃত ছিনিয়া ফেলি কি মাধুর্য্য পদাবলী কি জানি কেমন করে মনে।। সখি রে, নিশ্চয় কহিয়া কহি তোরে। হাহা কুলাঙ্গনাগণ গ্রহিবারে ধৈর্য্যগণ যাহে হেন দশা হৈল মোরে।। শুনিয়া ললিতা কহে অন্য কোন শব্দ নহে মোহন মুরলীধ্বনি এহ। সে শব্দ শুনিয়া কেনে হৈলে তুমি বিমোহনে রহ নিজে […] keyboard_arrow_right
  • কদম্বের বন হৈতে কিবা শব্দ আচম্বিতে
    কদম্বের বন হৈতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কাণে। অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য্য পদাবলী কি জানি কেমন করে প্রাণে ।। সখি হে, নিশ্চয় করিয়া কহি তোরে। হাহা কুলাঙ্গনা-মন গ্রহিবারে ধৈর্য্যগণ যাহে হেন দশা হৈল মোরে।।ধ্রু।। শুনিয়া ললিতা কহে— “অন্য কোন শব্দ নহে মোহন মুরলী-ধ্বনি এহ। সে শব্দ শুনিয়া কেনে হৈলা তুমি বিমোহনে রহ […] keyboard_arrow_right
  • কদম্বের বনে থাকে কোন জনে
    কদম্বের বনে থাকে কোন জনে কেমন শবদ আসি। এ কি আচম্বিতে শ্রবণের পথে মরমে রহিল পশি।। সান্ধাঞা মরমে ঘুচাঞা ধরমে করিল পাগলী পারা। চিত থির নহে সোয়াস্থ্য না রহে নয়নে বহয়ে ধারা।। কি জানি কেমন সেই কোন জন এমন শবদ করে। না দেখি তাহারে হৃদয় বিদরে রহিতে না পারি ঘরে।। পরাণ না ধরে ধকধক করে […] keyboard_arrow_right
  • কদম্বেরি ডালে দূতী গো তোতিরাজ খেলে
    কদম্বেরি ডালে দূতী গো তোতিরাজ খেলে প্রবেশেতে প্রবেশ হৈয়া বিরাজে কমলে দূতী গো, অপরূপ তোতিরাজ বৃক্ষেতে বসতি। দেশান্তরী হইয়া যাইতে উলষিত মতি। দূতী গো, আমি অপরাধী নারী জগতের দুঃখিনী। কোকিলার নাদ শুনি আকুলিত প্রাণী। দূতী গো, সুললিত তোতিরাজ ফিরে ডালে ডালে। মকরন্দ পান করি প্রবেশে কমলে। দূতী গো, তোতিরাজে নাদ করে বৃক্ষেতে বসিয়া। তাহার সুরেতে […] keyboard_arrow_right
  • কনক কটোরি ভরি দুগ্ধ দেই মায়
    কনক কটোরি ভরি দুগ্ধ দেই মায়। মুখ দিয়া থাকে তায় কিছু নাহি খায়।। যশোমতী বলে কথা শুনরে বাছনি। দুগ্ধ খাহ এই ক্ষণে বাড়িবেক বেণী।। বলরামের দীর্ঘ বেণী দেখ পিঠে দোলে। দুগ্ধ নাহি খাহ তেঞি কেশ কর্ণমূলে।। সারোষ্ণ ধবলীদুগ্ধ চিতা দিঞা খায়। খেতে খেতে বেণী বাঢ়ে চরণে লোটায়।। মায়ের এ সব কথা প্রলাপ শুনিঞা। দুগ্ধ খায় […] keyboard_arrow_right
  • কনক কেতকী দাম দমন
    কনক কেতকী দাম দমন মনোজ মোহন দেহ। কতহি কুলবতী ধরম ধ্বংসন ধূরি ধূসর সেহ।। কৌন সমুঝব ভাব তিলে তিলে হোত অতিহি উদাস। খেদ বচন উচারি ঘন পিয় পারিষদগণ পাশ।। লোরে লোচন জলজ ছলছল চারু করুণ বিথারি। দীন দুরগত পতিত পামরে গহই বাহু পসারি।। দেত কি মধুর অমিয় পিবইতে কো না উনমত হোই। দাস নরহরি পহুঁক […] keyboard_arrow_right
  • কনক চম্পক গোরাচাঁদে
    কনক চম্পক গোরাচাঁদে। ভূমিতে পড়িয়া কেন কাঁদে।। ক্ষণে উঠে কহে হরি হরি। কে করিল আমারে বাউরী।। আজানুলম্বিত বাহু তুলি। বিধিরে পাড়েয় সদা গালি।। কহে ধিক বিধির বিধানে। এমত জোটন করে কেনে।। কোন ভাবে কয় গোরা রায়।। নরহরি শুধায়া বেড়ায়।। keyboard_arrow_right
  • কনক ধরাধর মদহর দেহ
    কনক ধরাধর মদহর দেহ। মদনপরাভব সুবরণ গেহ।। হোর দেখ অপরূপ গৌর কিশোর। কৈছন ভাব নহত কছু ওর।। ঘন পুলকাবলি দিঠি জলধার। উরধ নেহারি রচই ফুতকার।। নিরুপম নিরজন রস বিলাস। অচল সুসঞ্চর গদগদ ভাষ।। কিয়ে বরমাধুরি বাঁশি নিসান। ইহ বলি সঘনে পাতে নিজ কান।। সদন তেজি তব চলত একান্ত। মীলব অব জানি কিয়ে কৃষ্ণকান্ত।। keyboard_arrow_right
  • কনক বরণ করিয়া মনে
    কনক বরণ করিয়া মনে। ভ্রমই মাধব গহন বনে।। হিমকর হেরি মূরছি পড়ি। ধূলায় ধূসর যাওত পড়ি।। “অপরাধী আমি কোথায় যাব। রাই সুধামুখী কেমনে পাব।।” এতেক কহিলে মিললি রাই। চণ্ডীদাস তবে জীবন পায়।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ