কদম্বেরি ডালে দূতী গো তোতিরাজ খেলে প্রবেশেতে প্রবেশ হৈয়া বিরাজে কমলে দূতী গো, অপরূপ তোতিরাজ বৃক্ষেতে বসতি। দেশান্তরী হইয়া যাইতে উলষিত মতি। দূতী গো, আমি অপরাধী নারী জগতের দুঃখিনী। কোকিলার নাদ শুনি আকুলিত প্রাণী। দূতী গো, সুললিত তোতিরাজ ফিরে ডালে ডালে। মকরন্দ পান করি প্রবেশে কমলে। দূতী গো, তোতিরাজে নাদ করে বৃক্ষেতে বসিয়া। তাহার সুরেতে […]
keyboard_arrow_right