কেশের বেশে ভুলিল দেশে তাহে রসময় হাসি। নয়নতরঙ্গে ব্যাকুল করিলে বিশেষে নদিয়াবাসী।। গৌরাঙ্গসুন্দর নাচে। নিগমনিগূঢ় প্রেমভকতি যারে তারে পহুঁ যাচে।।ধ্রু।। ছল ছল করে নয়ন যুগল কত নদী বহে ধারে। পুলকে পূরিত গোরা কলেবর ধরণী ধরিতে নারে।। চরণ কমল অতি সুচঞ্চল অথির তাহার রীত। বদনকমলে গদগদ স্বরে গায় রসকেলি গীত।। হাহা করি করি ভুজযুগ তুলি বলে […]
keyboard_arrow_right