কুসুমিত কুঞ্জে। অলিকুল গুঞ্জে।। মলয় সমীরে। বহে ধীরে ধীরে।। রসবতী সঙ্গে। রসময় রঙ্গে।। দুহুঁ বুকে বুকে। শূতলি সুখে।। ধরি কুচকলসে। ঘূমল অলসে।। কিশোরি কিশোর। নিন্দে ভেল ভোর।। রহলি আবেশে। দিন ভেল শেষে।। কাননদেবী কোকিল সেবি।। করায়লি গানে। জাগল কানে।। ধনি উঠি বৈঠে। কচালই দীঠে।। শেখর ঠাড়ি। লই জলঝারি।। দুহুঁ মুখ চাঁদে ধোই সুছাঁদে। পান কর্পূরে। […]
keyboard_arrow_right